জয়ন্তিয়া (প্নার নামেও পরিচিত)[৪] একটি অস্ট্রো-এশীয় ভাষা যা ভারতবাংলাদেশে জয়ন্তিয়া জনগোষ্ঠীর লোকেদের কথ্য ভাষা৷ ভোঈ ভারতের মেঘালয় রাজ্যের রী ভোঈ জেলার জয়ন্তিয়াভাষী লোকেদের কথ্য উপভাষা৷

জয়ন্তিয়া
জয়ন্তিয়া ভাষা বা প্নার
দেশোদ্ভবভারত (মেঘালয়) ও বাংলাদেশ
জাতিজয়ন্তিয়া জনগোষ্ঠী
মাতৃভাষী
ভারত - ৩১৯৩২৪, বাংলাদেশ - ৮০০০ [১] (২০১১ জনগণনা)[২]
অস্ট্রো-এশীয়
উপভাষা
  • ভোঈ
লাতিন
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩pbv
গ্লোটোলগpnar1238[৩]
এই নিবন্ধটিতে আধ্বব ধ্বনিমূলক চিহ্ন রয়েছে। সঠিক পরিবেশনার সমর্থন ছাড়া, আপনি ইউনিকোড অক্ষরের পরিবর্তে প্রশ্নবোধক চিহ্ন, বক্স, অথবা অন্যান্য চিহ্ন দেখতে পারেন।

ধ্বনিতত্ত্ব সম্পাদনা

জয়ন্তিয়া ভাষাতে ৩০টি বর্ণমালা আছে যার মধ্যে ৭টি স্বরবর্ণ ও ২৩টি ব্যঞ্জনবর্ণ উপস্থিত৷ নীচে তালিকাভুক্ত অন্যান্য শব্দগুলো হল ধ্বনিগত উপলব্ধি।[৫] বন্ধনীর ধ্বনিগুলো হল ধ্বনিগত উপলব্ধি এবং স্ল্যাশের ধ্বনিগুলো হল ধ্বনি।

স্বরধ্বনি সম্পাদনা

সম্মুখ মধ্য পশ্চাৎ
বন্ধ / i / [ ɨ ] / u /
প্রায়-বন্ধ [ ɪ ] [ ʊ ]
বন্ধ-মধ্য / e / / o /
মাঝামাঝি [ ə ]
খোলা-মধ্য / ɛ / [ ʌ ] / ɔ /
খোলা / ɑ /

এছাড়াও একটি ডিপথং আছে: /ia/

ব্যঞ্জনবর্ণ সম্পাদনা

ওষ্ঠ্য দন্ত্য দন্তমূলীয় তালব্য পশ্চাত্তালব্য Glottal
নাসিক্য /m/ /n/ /ɲ/ /ŋ/
স্পর্শবর্ণ অঘোষ /p/ // /t/ // /k/ /ʔ/
ঘোষ /b/ // /d/ //
অঘোষ মহাপ্রাণ // /t̪ʰ/ [tʃʰ] //
ঘোষ মহাপ্রাণ [] [d̪ʱ] [dʒʱ]
উষ্ম /s/ /h/
তাড়ণজাত /r/
নৈকট্য মধ্য /w/ /j/
পার্শ্বিক /l/

উপভাষা সম্পাদনা

ভোঈ এই ভাষার একটি বিচ্ছিন্ন উপভাষা হলেও আরো ১৪টি উপভাষার অস্তিত্ব পাওয়া যায়৷ সেগুলো হলো - নারতিয়াং, নঞ্জঙ্গি, নংবা, মিনসো, শিলিয়াং, মিনতাং, শাংপুং, জোয়াই, রিম্বাই, সুতঙা, নংখ্লিয়ে, লাকাডং, নারপু, সাইপুং৷[৬]

পদাংশের বিন্যাস সম্পাদনা

জয়ন্তিয়া ভাষায় পদাংশের বিন্যাসের ক্ষেত্রে কমপক্ষে একটি একককেন্দ্র স্বরধ্বনি থাকে; সর্বাধিক দুটি ব্যাঞ্জনধ্বনির জটিল আরম্ভ, একটি সংযুক্ত স্বরকেন্দ্র ও একটি অন্ত ব্যাঞ্জন থাকে৷ দ্বিতীয় প্রকারে, আরম্ভের ব্যাঞ্জনধ্বনির ঠিক পরেই পদাংশের নাসিক্য বা কম্পনজাত বা পার্শ্বীয় পদাংশের প্রয়োগ করা হয় যা পদের অবশিষ্টাংশরূপে কাজ করে৷

জনবিন্যাস সম্পাদনা

বাংলাদেশের সিলেট জেলার উত্তরাংশে জৈন্তাপুর উপজেলা ও তৎসংলগ্ন অঞ্চলে প্রায় ৮,০০০ জয়ন্তিয়াভাষী জনগোষ্ঠীর বাস৷

ভারতের মেঘালয় রাজ্য জয়ন্তিয়া জনজাতির মূলক্ষেত্র৷ রাজ্যটিতে ৩১৬৮৬৩ জন জয়ন্তিয়াভাষী বাস করেন৷[৭]

এছাড়া আসামে ২১৬৯ জন বাস করেন, যার মধ্যে পশ্চিম কার্বি আংলং জেলাতে ১৯৩৭(০.৬৬%) লোক বসবাস করেন৷

তথ্যসূত্র সম্পাদনা

  1. https://joshuaproject.net/people_groups/12654/BG
  2. "Statement 1: Abstract of speakers' strength of languages and mother tongues - 2011"www.censusindia.gov.in। Office of the Registrar General & Census Commissioner, India। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-০৭ 
  3. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "জয়ন্তিয়া"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট। 
  4. Sidwell, Paul. (2005). The Katuic languages: classification, reconstruction and comparative lexicon. LINCOM studies in Asian linguistics, 58. Muenchen: Lincom Europa. আইএসবিএন ৩-৮৯৫৮৬-৮০২-৭
  5. Ring, Hiram (২০১২)। "A phonetic description and phonemic analysis of Jowai-Pnar" (ইংরেজি ভাষায়): 133–175। 
  6. https://www.academia.edu/2040472/A_phonetic_description_and_phonemic_analysis_of_Jowai-Pnar
  7. http://www.censusindia.gov.in/2011census/C-16.htmll
  • Choudhary, Narayam Kumar (২০০৪)। dot com/2007/03/word-order-in-pnar.pdf Word Order in Pnar |url= এর মান পরীক্ষা করুন (সাহায্য) (পিডিএফ) (গবেষণাপত্র)। Jawaharlal Nehru University। পৃষ্ঠা 87। সংগ্রহের তারিখ ২০০৯-০৮-১৪ 
  • Ring, Hiram (২০১৫)। A Grammar of Pnar (গবেষণাপত্র)। Nanyang Technological University। 

বহিঃসংযোগ সম্পাদনা

  • http://projekt.ht.lu.se/rwaai RWAAI (অস্ট্রোএশিয়াটিক ইনট্যাঞ্জিবল হেরিটেজের রিপোজিটরি এবং ওয়ার্কস্পেস)
  • RWAAI ডিজিটাল আর্কাইভে http://hdl.handle.net/10050/00-0000-0000-0003-D187-C@view Pnar
  • হিরাম রিং দ্বারা সংকলিত Pnar DoReCo কর্পাস । ট্রান্সক্রিপশন সহ বর্ণনামূলক পাঠ্যের অডিও রেকর্ডিংগুলি ফোন স্তরে সময়-সারিবদ্ধ, অনুবাদ, এবং সময়-সারিবদ্ধ রূপগত টীকা।