জয়নব বিনতে খুযায়মা

জয়নব বিনতে খুযায়মা (আরবি: زينب بنت خزيمة, উম্মু আল মিসকিন , "গরীবদের মা" হিসাবে পরিচিত,[১] জন্ম ৫৯৫[২]) আরবের সুলাইম গোত্রের মেয়ে। তার প্রথম স্বামীর নাম আবদুল্লাহ ইবনে জাহাশ। তিনি তৃতীয় হিজরির শাওয়াল মাসের ৭ তারিখে সংঘটিত উহুদের যুদ্ধে শহিদ হলে আল্লার রাসুল মুহাম্মদ সা. জয়নবকে বিয়ের প্রস্তাব পাঠান। জয়নব প্রস্তাবে সম্মত হলে রাসুল সা. তাকে ৪০০ দিরহাম মোহরানা দিয়ে এ বছরই জিলহজ্জ মাসের শেষদিকে বিয়ে করেন।

মৃত্যু সম্পাদনা

রাসুল মুহাম্মদ সা.-এর সঙ্গে বিয়ে হওয়ার মাত্র তিন মাসের মাথায় তিনি মৃত্যুবরণ করেন। তাকে জান্নাতুল বাকিতে সমাহিত করা হয়। [১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Lings, Martin, "Muhammad: his life based on the earliest sources", 1983. p. 201.
  2. Awde, Nicholas. "Women in Islam", 2000. p. 10

বহিঃসংযোগ সম্পাদনা