জন ম্যাকার্থি (ইংরেজি: John McCarthy) (৪ সেপ্টেম্বর, ১৯২৭ - ২৪ অক্টোবর, ২০১১)[১][২][৩][৪][৫][৬] একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী। তিনি "কৃত্রিম বুদ্ধিমত্তা" ও প্রোগ্রামিং ভাষা লিস্পের জনক। তিনি "আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স" নামক পরিভাষার প্রচলন করেন।

জন ম্যাকার্থি
জন ম্যাকার্থি
জন্ম(১৯২৭-০৯-০৪)৪ সেপ্টেম্বর ১৯২৭
বস্টন, ম্যাসাচুসেট্‌স, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যু২৪ অক্টোবর ২০১১(2011-10-24) (বয়স ৮৪)
স্ট্যানফোর্ড, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তাআমেরিকান
মাতৃশিক্ষায়তনপ্রিন্সটন বিশ্ববিদ্যালয়; ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি
পরিচিতির কারণকৃত্রিম বুদ্ধিমত্তা; লিস্প; Circumscription; Situation calculus
পুরস্কারটুরিং পুরস্কার (১৯৭১)
কিউটো পুরস্কার (১৯৮৮)
ন্যাশনাল মেডেল অব সায়েন্স (১৯৯১)
বেঞ্জামিন ফ্রাঙ্কলিন পদক (২০০৩)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রকম্পিউটার প্রযুক্তি
প্রতিষ্ঠানসমূহস্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়; ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি; ডার্টমাউথ কলেজ; প্রিন্সটন বিশ্ববিদ্যালয়
ডক্টরেট শিক্ষার্থীবারবারা লিসকভ

শৈশব সম্পাদনা

ম্যাকার্থি ম্যাসাচুসেটসের বস্টনে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন আইরিশ এবং মা লিথুনিয়ান।

শিক্ষাজীবন সম্পাদনা

ম্যাকার্থি ১৯৪৪ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভর্তি হন। শারীরিক শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ না করায় তাকে বহিষ্কার করা হয়। পরে আবার তিনি পুনঃভর্তি হন। ১৯৪৮ সালে তিনি গণিতে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। ১৯৫১ সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে গণিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন সম্পাদনা

প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ডার্টমাউথ কলেজম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে শিক্ষকতা করার পর ১৯৬২ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পূর্ণ অধ্যাপক পদে উন্নীত হন। ২০০০ সালে অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত তিনি এখানে অধ্যাপনা করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. দৃষ্টি আকর্ষণ: এই টেমপ্লেটি ({{cite doi}}) অবচিত। doi দ্বারা চিহ্নিত প্রকাশনা উদ্ধৃত করার জন্য:10.1038/480040a, এর পরিবর্তে দয়া করে |doi=10.1038/480040a সহ {{সাময়িকী উদ্ধৃতি}} ব্যবহার করুন।
  2. Miller, Stephen (অক্টোবর ২৬, ২০১১)। "McCarthy, a Founder of Artificial Intelligence, Dies at 84"Wall Street Journal। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১১ 
  3. Myers, Andrew (অক্টোবর ২৫, ২০১১)। "Stanford's John McCarthy, seminal figure of artificial intelligence, dies at 84"Stanford University News। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১১ 
  4. Biggs, John (October 24, 2011). "Creator Of Lisp, John McCarthy, Dead At 84". TechCrunch.
  5. Cifaldi, Frank (October 24, 2011). "Artificial Intelligence Pioneer John McCarthy Dies". Gamasutra.
  6. Thomson, Iain (২৪ অক্টোবর ২০১১)। "Father of Lisp and AI John McCarthy has died"The Register। San Francisco। 

বহিঃসংযোগ সম্পাদনা