ছোস-ক্যি-ব্শেস-গ্ন্যেন

তিব্বতি বৌদ্ধ ভিক্ষু, গানদেন ত্রিপা

ছোস-ক্যি-ব্শেস-গ্ন্যেন (তিব্বতি: ཆོས་ཀྱི་བཤེས་གཉེནওয়াইলি: chos kyi bshes gnyen) (১৪৫৩-১৫৪০) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের ত্রয়োদশ দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী সম্পাদনা

ছোস-ক্যি-ব্শেস-গ্ন্যেন ১৪৫৩ খ্রিষ্টাব্দে মধ্য তিব্বতের স্তোদ-লুং-ম্দার (ওয়াইলি: stod lung mdar) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি ব্ক্রা-শিস-ল্হুন-পো বৌদ্ধবিহারে দ্গে-'দুন-গ্রুবের নিকট শিক্ষালাভ করেন এবং তার নিকট তিনি ব্স্তান-পা'ই-র্গ্যাল-ম্ত্শান-'দ্জিন-পা (ওয়াইলি: bstan pa'i rgyal mtshan 'dzin pa) উপাধি লাভ করেন। এরপর তিনি দ্রেপুং বৌদ্ধবিহারে য়ে-শেস-ব্জাং-পো, 'জাম-দ্ব্যাংস-লেগ্স-ছোস-পা (ওয়াইলি: 'jam dbyangs legs chos pa) এবং দ্পাল-ল্দান-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: dpal ldan rgyal mtshan) নামক বৌদ্ধপন্ডিতদের নিকট শিক্ষালাভ করেন। তিনি দ্বাদশ স্তাগ-লুং-খ্রি-পা ঙ্গাগ-দ্বাং-গ্রাগ্স-পার (ওয়াইলি: rab 'byams pa smon lam dpal) নিকট সংস্কৃতকবিতা সম্বন্ধে শিক্ষালাভ করেন। ছোস-র্জে-গ্নাস-ব্রতান-পা (ওয়াইলি: chos rje gnas brtan pa) নামক বৌদ্ধভিক্ষু তাকে ভিক্ষুর শপথ দান করেন। ছোস-ক্যি-ব্শেস-গ্ন্যেন এরপর দ্রেপুং বৌদ্ধবিহারে ধর্ম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। ১৫১৬ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের ত্রয়োদশ দ্গা'-ল্দান-খ্রি-পা নির্বাচিত হন। ১৫২০ খ্রিষ্টাব্দে তিনি এই দায়িত্ব থেকে অবসর নিয়ে দেবাছেন বৌদ্ধবিহারে চলে যান।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Chhosphel, Samten (সেপ্টেম্বর ২০১০)। "The Thirteenth Ganden Tripa, Chokyi Shenyen"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০২-২০ 
পূর্বসূরী
জাম-দ্ব্যাংস-লেগ্স-পা'ই-ব্লো-গ্রোস
ছোস-ক্যি-ব্শেস-গ্ন্যেন
ত্রয়োদশ দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
রিন-ছেন-'ওদ-জের