ছনুয়া ইউনিয়ন, বাঁশখালী

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার একটি ইউনিয়ন

ছনুয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

ছনুয়া
ইউনিয়ন
১২নং ছনুয়া ইউনিয়ন পরিষদ
প্রাতিষ্ঠানিক লোগো
প্রাতিষ্ঠানিক লোগো
ছনুয়া চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
ছনুয়া
ছনুয়া
ছনুয়া বাংলাদেশ-এ অবস্থিত
ছনুয়া
ছনুয়া
বাংলাদেশে ছনুয়া ইউনিয়ন, বাঁশখালীর অবস্থান
স্থানাঙ্ক: ২১°৫৩′২২″ উত্তর ৯১°৫৫′২৫″ পূর্ব / ২১.৮৮৯৪৪° উত্তর ৯১.৯২৩৬১° পূর্ব / 21.88944; 91.92361 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাবাঁশখালী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানহারুনুর রশীদ
আয়তন
 • মোট২০.২০ বর্গকিমি (৭.৮০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৮,৭৪৮
 • জনঘনত্ব১,৪০০/বর্গকিমি (৩,৭০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩০.১%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৯১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

ছনুয়া ইউনিয়নের আয়তন ৪,৯৯১ একর (২০.২০ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ছনুয়া ইউনিয়নের মোট জনসংখ্যা ২৮,৭৪৮ জন। এর মধ্যে পুরুষ ১৪,৫৪৪ জন এবং মহিলা ১৪,২০৪ জন। মোট পরিবার ৫,৫৮৬টি।[১]

অবস্থান ও সীমানা সম্পাদনা

বাঁশখালী উপজেলার সর্ব-দক্ষিণে সমুদ্র উপকূলে ছনুয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৯ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে গণ্ডামারা ইউনিয়ন; পূর্বে শেখেরখীল ইউনিয়নপুঁইছড়ি ইউনিয়ন; দক্ষিণে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন এবং পশ্চিমে কুতুবদিয়া চ্যানেল, কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নউত্তর ধুরুং ইউনিয়ন এবং বঙ্গোপসাগর অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

ছনুয়া ইউনিয়ন বাঁশখালী উপজেলার আওতাধীন ১২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাঁশখালী থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৬ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • খুদুকখালী
  • ছনুয়া
  • ছোট ছনুয়া
  • ছেলবন
  • তোতকখালী
  • নোয়াপাড়া
  • বালুখালী

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ছনুয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৩০.১%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

মাধ্যমিক বিদ্যালয়[২]
মাদ্রাসা[৩]
প্রাথমিক বিদ্যালয়
  • খুদুকখালী মোহাজের কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • খুদুকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছনুয়া খাইরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছনুয়া মধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছেলবন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ছোট ছনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তোতকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম মাতব্বরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বালুখালী মোছাদ্দেকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মদিনাতুল মনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সেকান্দার ফকির সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হাজী কালামিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

ছনুয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক বাঁশখালী-ছনুয়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

খাল ও নদী সম্পাদনা

ছনুয়া ইউনিয়নের পূর্ব সীমান্ত দিয়ে বয়ে চলেছে জলকদর খাল।

জনপ্রতিনিধি সম্পাদনা

  • বর্তমান চেয়ারম্যান: হারুনুর রশীদ

উল্লেখযোগ্য ব্যাক্তিবর্গ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২০ 
  2. "মাধ্যমিকবিদ্যালয় - ছনুয়া ইউনিয়ন - ছনুয়া ইউনিয়ন"chhanuaup.chittagong.gov.bd 
  3. "মাদ্রাসা - ছনুয়া ইউনিয়ন - ছনুয়া ইউনিয়ন"chhanuaup.chittagong.gov.bd 

বহিঃসংযোগ সম্পাদনা