চৌধুরী মাহমুদ হাসান

বাংলাদেশী শিক্ষাবিদ

চৌধুরী মাহমুদ হাসান (জন্ম: ৩১ আগস্ট ১৯৫৩) বাংলাদেশী ন্যাচারাল প্রডাক্ট রসায়ন বিশেষজ্ঞ এবং প্রাক্তন উপাচার্য মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি [১] । তার পিতা মরহুম বিচারপতি মোঃ আবদুল কুদ্দুস চৌধুরী।

চৌধুরী মাহমুদ হাসান
উপাচার্য মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
কাজের মেয়াদ
১৩ অক্টোবর ২০১২ – ২০১৬
উত্তরসূরীসিরাজৌদ্দোলা শাহিন( ভারপ্রাপ্ত)
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1953-08-31) ৩১ আগস্ট ১৯৫৩ (বয়স ৭০)
জাতীয়তাবাংলাদেশী
পিতামোঃ আবদুল কুদ্দুস চৌধুরী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
স্ট্রাথক্লাইড বিশ্ববিদ্যালয়

শিক্ষা সম্পাদনা

তিনি ১৯৭৩সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসি থেকে স্নাতক ও ১৯৭৪ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে কমনওয়েলথ বৃত্তি নিয়ে তিনি ১৯৮২ সালে যুক্তরাজ্যের স্ট্রাথক্লাইড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করেন। এ পর্যন্ত তিনি ২৬৫ টিরও বেশি পর্যালোচিত নিবন্ধ প্রকাশ করেছেন বৈজ্ঞানিক জার্নালে ।

কর্মজীবন সম্পাদনা

  • ফেলো, বাংলাদেশ বিজ্ঞান একাডেমি[২]
  • ফেলো রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি, যুক্তরাজ্য
  • চেয়ারম্যান, ফার্মাসি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, জুন ১৯৯৩ থেকে ১৪ জুলাই ১৯৯৩ পর্যন্ত।
  • পরিচালক, ওষুধ প্রশাসন অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রানালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ১৯৯৩ সালের ১৫ জুলাই থেকে ১৯৯৩ সালের ৯ জানুয়ারী পর্যন্ত।
  • ডিন, ফার্মাসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, ১ অক্টোবর ১৯৯৯ থেকে ২০ ডিসেম্বর ২০০৩ পর্যন্ত।
  • চেয়ারম্যান, বাংলাদেশ বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিল (বিসিএসআইআর), ১১ আগস্ট ২০০ থেকে ১০ আগস্ট ২০০৮.[৩]
  • উপাচার্য, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি , ঢাকা, বাংলাদেশ, ১৩ অক্টোবর ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত। [৪]

পুরস্কার সম্পাদনা

  • স্বর্ণপদক, হাকিম হাবিবুর রহমান ২০০৩, ঔষধি উদ্ভিদ গবেষণা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য।
  • স্বর্ণপদক, বাংলাদেশ বিজ্ঞান একাডেমি উদ্ভিদ পণ্য রসায়ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য, জৈবিক বিজ্ঞান (সিনিয়র গ্রুপ)
  • স্বর্ণপদক চন্দ্রবতির ২০০৭ বিজ্ঞানে অসামান্য অবদানের জন্য।
  • স্বর্ণপদক অতীশ দীপঙ্কর ২০০৮ বিজ্ঞানের অসামান্য অবদানের জন্য।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "MIU Higher Authority"manarat.ac.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৮ 
  2. "Prof. Dr. Choudhury Mahmood Hasan"bas.org.bd। ৫ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৮ 
  3. "Dr. Choudhury Mahmood Hasan"ibnsinapharma.com। ১০ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৮ 
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ১৭ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৯