চৌধুরী আবদুল হাই

বাংলাদেশী রাজনীতিবিদ

চৌধুরী আবদুল হাই বাংলাদেশের হবিগঞ্জ জেলার প্রখ্যাত আইনজীবী ও ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ মোজাফফর) রাজনীতিবিদ। তিনি ৫২'র ভাষা আন্দোলনের সংগঠক এবং মহান মুক্তিযুদ্ধকালীন হবিগঞ্জ মহকুমা সর্বদলীয় সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য। মুক্তিযুদ্ধের সময় ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর অন্যতম সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। এডভোকেট চৌধুরী আব্দুল হাই হবিগঞ্জ-৩ (সদর-লাখাই) আসনের সাবেক সাংসদ। তিনি ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্য।[১]

অ্যাডভোকেট
চৌধুরী আবদুল হাই
২৪১ নং (হবিগঞ্জ-৩) আসন আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯৮৬ – ১৯৮৮
ব্যক্তিগত বিবরণ
জন্মহবিগঞ্জ
নাগরিকত্ব বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ মোজাফফর)
সম্পর্কমৃত এ বি চৌধুরী (ভাই)
পেশারাজনীতি
জীবিকাআইনজীবী
ধর্মইসলাম

জন্ম ও প্রাথমিক জীবন সম্পাদনা

চৌধুরী আবদুল হাই হবিগঞ্জের গোপায়া ইউনিয়নের বহুলা গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক ও কর্মজীবন সম্পাদনা

চৌধুরী আবদুল হাই ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ মোজাফফর) রাজনীতিবিদ ও হবিগঞ্জের প্রবীন আইনজীবী। তিনি হবিগঞ্জ-৩ (সদর-লাখাই) আসন থেকে ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদে নৌকা প্রতীকে ৮ দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[১][২] সর্বশেষ ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে ন্যাপ মোজাফফর এর মনোনয়নে কুঁড়েঘর প্রতীকে নির্বাচনে লড়ে জাতীয় পার্টির মুবিন চৌধুরীর কাছে পরাজিত হয়েছিলেন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "আ'লীগের দখলমুক্ত করতে মরিয়া বিএনপি ও জাপা"সমকাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৮ 
  3. "চৌধুরী আবদুল হাই"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৮