চিওড়া ইউনিয়ন

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার একটি ইউনিয়ন

চিওড়া বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত চৌদ্দগ্রাম উপজেলার একটি ইউনিয়ন

চিওড়া
ইউনিয়ন
১১নং চিওড়া ইউনিয়ন পরিষদ
চিওড়া চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
চিওড়া
চিওড়া
চিওড়া বাংলাদেশ-এ অবস্থিত
চিওড়া
চিওড়া
বাংলাদেশে চিওড়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৯′ উত্তর ৯১°১৯′ পূর্ব / ২৩.১৫০° উত্তর ৯১.৩১৭° পূর্ব / 23.150; 91.317 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকুমিল্লা জেলা
উপজেলাচৌদ্দগ্রাম উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট২৪.৬৪ বর্গকিমি (৯.৫১ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট৩২,৫৬৩
 • জনঘনত্ব১,৩০০/বর্গকিমি (৩,৪০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৭২.৮৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৫৫২ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

চিওড়া ইউনিয়নের আয়তন ২৪.৬৪ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা সম্পাদনা

চিওড়া ইউনিয়নের জনসংখ্যা ৩২,৫৬৩ জন। এর মধ্যে পুরুষ ১৫,২৯২ জন এবং মহিলা ১৭,২৭১ জন।

অবস্থান ও সীমানা সম্পাদনা

চৌদ্দগ্রাম উপজেলার দক্ষিণাংশে চিওড়া ইউনিয়নের অবস্থান। কুমিল্লা জেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২১ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে বাতিসা ইউনিয়নকনকাপৈত ইউনিয়ন, উত্তর-পশ্চিমে নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়ন, পশ্চিমে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়ন, দক্ষিণে জগন্নাথদীঘি ইউনিয়ন এবং পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

চিওড়া ইউনিয়ন চৌদ্দগ্রাম উপজেলার আওতাধীন ১১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম চৌদ্দগ্রাম থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫৯নং নির্বাচনী এলাকা কুমিল্লা-১১ এর অংশ। এটি ৪২টি গ্রাম রয়েছে। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

চিওড়া ইউনিয়নের সাক্ষরতার হার ৬২.৮৭%। এখানে ১টি সরকারি কলেজ, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ১১টি মাদ্রাসা, ১০টি প্রাথমিক বিদ্যালয় ও ৭টি কিন্ডারগার্টেন রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

কলেজ
মাদ্রাসা
  • চিওড়া আজগরিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা
  • জিনিদকরা কাদেরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা
  • ধোড়করা কাদেরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা।
  • ফুলগ্রাম মহিলা দাখিল মাদ্রাসা।
মাধ্যমিক বিদ্যালয়
  • চিওড়া বেগম ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়
  • কেজি আহম্মদ বালিকা উচ্চ বিিদ্যালয়
  • সাচকি সৈয়দ বাড়ি উচ্চ বিদ্যালয়
  • ধোড়করা উচ্চ বিদ্যালয়
  • সাঙ্গিশ্বর উচ্চ বিদ্যালয়

কওমী মাদ্রাসা

  • হান্ডা মদিনাতুল উলুম মাদ্রাসা
  • চিওড়া মারকাযুল উলুম মাদরাসা
  • চরপাড়া ফয়জুল উলুম আশ্রাফিয়া মাদ্রাসা
  • খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা
  • চরপাড়া হাফিজুর রহমান হাফিজিয়া মাদ্রাসা
  • হস্তিমৃতা দারুল উলুম ইসলামী মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
  • ঘোষতল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চিওড়া সরকারি (বালক) প্রাথমিক বিদ্যালয়
  • চিওড়া সরকারি (বালিকা) প্রাথমিক বিদ্যালয়
  • নেতড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধোড়করা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সাঙ্গিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চাপিরতলা আব্দুল ওহাব সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নোয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কৈতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সুজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সারপটি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নগরশরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ঝাটিয়ারখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

চিওড়া ইউনিয়নের উপর দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যাওয়ায় এ ইউনিয়নে সহজেই দেশের যে কোন প্রান্ত থেকে যাতায়াত করা যায়।

খাল ও নদী সম্পাদনা

ডাকতিয়া নদী

চিওড়া খাল

হাট-বাজার সম্পাদনা

  • আমজাদের বাজার
  • চিওড়া কাজির বাজার
  • ধোড়করা বাজার
  • পাতড্ডা বাজার
  • সাঙ্গিস্বর বাজার
  • চিওড়া রাস্তার মাথা

দর্শনীয় স্থান সম্পাদনা

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

জনপ্রতিনিধি সম্পাদনা

  • বর্তমান চেয়ারম্যান: আবু তাহের

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা