চাংবাই জলপ্রপাত

জলপ্রপাত

চাংবাই জলপ্রপাত (চীনা: 长白瀑布; ফিনিন: Chángbái Pùbù, অনুবাদঃ চিরশুভ্র জলপ্রপাত) চীনের চাংবাই পর্বতমালার চাংবাই আগ্নেয়পর্বতের জ্বালামুখের স্বর্গ হ্রদ হতে উদ্ভূত জলপ্রপাত। ৬৮ মিটার লম্বা ২ ঝরা বিশিষ্ট প্রবাহটি ইরদাওবাই নদী হিসেবে প্রবাহিত হয়ে সংহুয়া নদীর দ্বিতীয় প্রবাহের সাথে মিশেছে।[১] এটি আগ্নেয়গিরির ক্যালডেরায় সৃষ্ঠ হ্রদ হতে পতিত সর্বোচ্চ জলপ্রপাত।[২]

চাংবাই জলপ্রপাত
মানচিত্র
অবস্থানচাংবাই পর্বত, জিলিন প্রদেশ, চীন
স্থানাঙ্ক৪২°০২′০৭″ উত্তর ১২৮°০৩′০৮″ পূর্ব / ৪২.০৩৫১৭৮° উত্তর ১২৮.০৫২১৮৪° পূর্ব / 42.035178; 128.052184 (চাংবাই জলপ্রপাত)
ধরনজলপ্রপাত
মোট উচ্চতা২২৩ ফু (৬৮ মি)
ঝরার সংখ্যা
জলপ্রবাহইরদাওবাই নদী, সংহুয়া নদী

ভৌগোলিক অবস্থা সম্পাদনা

স্বর্গ হ্রদ চীন ও উত্তর কোরিয়ার সীমান্তে আগ্নেয়পর্বতের উপরে অবস্থিত। পর্বতটির দক্ষিণ-পূর্বাংশ উত্তর কোরিয়ার রিয়াংগাং প্রদেশ ও উত্তর-পশ্চিমাংশ চীনের জিলিন প্রদেশের অন্তর্গত। পর্বতটির চীনের অংশ চাংবাই এবং কোরিয়ার অংশ পিকটু নামে পরিচিত। জলপ্রপাতটি স্বর্গ হ্রদের উত্তর দিক বা চাংবাই পর্বত হতে নির্গত হয়ে ৬৮ মিটার(২২৩ ফুট) নীচে পতিত হয়েছে।[১] এটিতে সারা বছর প্রবাহ থাকে। স্বর্গ হ্রদ সাধারণত জুন-জুলাই পর্যন্ত হিমায়িত থাকে, তবে হ্রদের মধ্য ও নিম্নস্তরের পানির তাপমাত্রা বেশি থাকায় স্বর্গ হ্রদের সম্পূর্ণ জল বরফে পরিণত হয়না। ফলে শীত মৌসুমে চাংবাই জলপ্রপাতে প্রবাহ কমে গেলেও কখনো বন্ধ হয়না।[৩]

চাংবাই জলপ্রপাতের কাছেই পানি নির্গমণ পথে একটি উষ্ণ প্রসবণ সৃষ্টি হয়েছে, জুলং প্রস্রবণ নামে পরিচিত জলাধারটি রঙ্গীন শৈবালে পূর্ণ এবং সংহুয়া নদীর উৎপত্তিস্থল। সংহুয়া নদীর প্রাথমিক প্রবাহ ইরদাওবাই নামে পরিচিত।[৩] নদীটি পরবর্তীতে আমুর নদীর দীর্ঘতম উপনদী হিসেবে ওখোৎস্ক সাগরে পতিত হয়েছে।[৪]

পর্যটন ও জনসংস্কৃতি সম্পাদনা

২০০০ সালে গিনেস বিশ্ব রেকর্ড জলপ্রপাতটিকে আগ্নেয়গিরি হ্রদ হতে উদ্ভূত, উচ্চতায় সবচেয়ে দীর্ঘ জলপ্রপাত হিসেবে স্বীকৃতি দিয়েছে।[২] জলপ্রপাতটির পর্যটনের জন্য পরিচিত। সারাবছর জলপ্রপাতের নিকটে গমন করা যায়। পর্যটকদের জন্য প্রপাতের কাছে যাওয়ার জন্য কাঠের সিড়ি ও ছাউনি দেয়া পথ আছে। কোরিয়া ও চীনের জিলিন প্রদেশের লোকেরা স্বর্গ হ্রদের পানিকে পবিত্র মনে করে। একারণে চীনা ও কোরিয়ার পর্যটকরা এই জলপ্রপাতের পানি বোতলে সংগ্রহ করে থাকেন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Chinese Lakes-Virtual Science Museum of China"www.kepu.net.cn। ২০২০-১০-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৪ 
  2. "Mount Changbai Sets Two Guinness Records"en.people.cn। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৪ 
  3. "Changbai Waterfall - The Main Waterfall of Changbai Mountain"World of Waterfalls (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৪ 
  4. National Conditions: Main Rivers accessed October 21, 2010.