ঙ্গাগ-দ্বাং-ত্শে-'ফেল

তিব্বতি বৌদ্ধ ভিক্ষু, গানদেন ত্রিপা

ঙ্গাগ-দ্বাং-ত্শে-'ফেল (তিব্বতি: ངག་དབང་ཚེ་འཕེལওয়াইলি: ngag dbang tshe 'phel) (১৬৬৮-১৭৩৪) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের বাহান্নতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী সম্পাদনা

ঙ্গাগ-দ্বাং-ত্শে-'ফেল ১৬৬৮ খ্রিষ্টাব্দে তিব্বতের দ্বাগ্স-পো-র্ত্সা-রি (ওয়াইলি: dwags po rtsa ri) অঞ্চলের গ্যাগ-ঝোল (ওয়াইলি: g.yag zhol) নামক স্থানে এক যাযাবর পরিবারে জন্মগ্রহণ করেন। তার মাতার নাম ছিল কুন-ব্জাং-গ্রোল-মা (ওয়াইলি: kun bzang grol ma)। কম বয়সে তিনি দ্গা'-ল্দান-রাব-ব্র্তান-গ্লিং (ওয়াইলি: dga' ldan rab brtan gling) বৌদ্ধবিহারে দীক্ষালাভ করেন। এরপর তিনি দ্বাগ্স-পো (ওয়াইলি: dwags po) বৌদ্ধবিহারে ব্লো-ব্জাং-রিন-ছেন (ওয়াইলি: blo bzang rin chen) নামক ত্রিশতম প্রধান ও ব্লো-ব্জাং-ছোস-'দ্জিন (ওয়াইলি: blo bzang chos 'dzin) নামক একত্রিশতম প্রধানের নিকট শিক্ষালাভ করেন। এই সময় ঙ্গাগ-দ্বাং-ব্লো-ব্জাং-ম্খাস-ব্ত্সুন (ওয়াইলি: ngag dbang blo bzang mkhas btsun) নামক বৌদ্ধের নিকট তিনি ভিক্ষুর শপথ লাভ করে গ্যুমে তন্ত্র মহাবিদ্যালয়ে ভর্তি হন। ১৭০৯ খ্রিষ্টাব্দে তিনি দ্বাগ্স-পো বিহারের প্রধান হিসেবে ও পরে গ্যুমে মহাবিদ্যালয়ের প্রধান হিসেবে অধিষ্ঠিত হন। এই সময় তিনি দ্গে-'দুন-ফুন-ত্শোগ্স (ওয়াইলি: dge 'dun phun tshogs) নামক পঞ্চাশতম দ্গা'-ল্দান-খ্রি-পা এবং স্গ্রুব-খাং-পা-দ্গে-লেগ্স-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: sgrub khang pa dge legs rgya mtsho) নামক পণ্ডিতের নিকট চক্রসম্বরগুহ্যসমাজতন্ত্র সম্বন্ধে শিক্ষালাভ করেন। ১৭২৮ খ্রিষ্টাব্দে দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের বাহান্নতম প্রধান হিসেবে নির্বাচিত হন ও এই পদে তিনি চার বছর থাকেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Chhosphel, Samten (ডিসেম্বর ২০১০)। "The Fifty-Second Ganden Tripa, Ngawang Tsepel"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-২৩ 
পূর্বসূরী
দ্পাল-ল্দান-গ্রাগ্স-পা
ঙ্গাগ-দ্বাং-ত্শে-'ফেল
বাহান্নতম দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
র্গ্যাল-ম্ত্শান-সেং-গে