ঙ্গাগ-দ্বাং-ত্শুল-খ্রিম্স

তিব্বতি বৌদ্ধ ভিক্ষু, গানদেন ত্রিপা

ঙ্গাগ-দ্বাং-ত্শুল-খ্রিম্স (তিব্বতি: ངག་དབང་ཚུལ་ཁྲིམསওয়াইলি: ngag dbang tshul khrims) (১৭২১-১৭৯১) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের একষট্টিতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন। তিনি ১৭৭৭ থেকে ১৭৮৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিব্বতের রাজপ্রতিনিধি পদে দায়িত্ব পালন করেন।

প্রথম জীবন সম্পাদনা

ঙ্গাগ-দ্বাং-ত্শুল-খ্রিম্স ১৭২১ খ্রিষ্টাব্দে তিব্বতের আমদো অঞ্চলে দার-'ও (ওয়াইলি: dar 'o) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ছোস-স্ক্যাব্স (ওয়াইলি: chos skyabs) এবং মাতার নাম ছিল ত্শুল-ছেন (ওয়াইলি: tshul chen)। সাত বয়সে তিনি ত্শা-দোর (ওয়াইলি: rab lo) বৌদ্ধবিহারে শিক্ষার্থীর শপথ গ্রহণ করেন। কুড়ি বছর বয়সে গ্রাগস-পা-শেস-স্গ্রুব (ওয়াইলি: grags pa shes sgrub) নামক চো-নে (ওয়াইলি: co ne) বৌদ্ধবিহারের প্রধানের নিকট হতে ভিক্ষুর শপথ লাভ করেন। কুড়ি বছর বয়সে তিনি সে-রা বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ে সপ্তম দলাই লামা, ঙ্গাগ-দ্বাং-ব্যাম্স-পা (ওয়াইলি: ngag dbang byams pa) নামক প্রথম ফুর-ল্চোগ (ওয়াইলি: phur lcog) প্রভৃতি পণ্ডিতের নিকট শিক্ষালাভ করেন। এরপর তিনি গ্যুতো তন্ত্র মহাবিদ্যালয়ে ঙ্গাগ-দ্বাং-ছোস-গ্রাগ্স নামক উনষাটতম দ্গা'-ল্দান-খ্রি-পার নিকট তন্ত্র শিক্ষালাভ করেন। ১৭৬২ খ্রিষ্টাব্দে তিনি এই মহাবিদ্যালয়ের প্রধানের দায়িত্ব লাভ করেন। এর কিছুদিন পরেই তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের ব্যাং-র্ত্সে (ওয়াইলি: byang rtse) মহাবিদ্যালয়ের প্রধানের দায়িত্ব লাভ করেন।[১]

চিং সম্রাটের আস্থা লাভ সম্পাদনা

১৭৬২ খ্রিষ্টাব্দে দ্গা'-ল্দান বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের ব্যাং-র্ত্সে (ওয়াইলি: byang rtse) মহাবিদ্যালয়ের প্রধানের পদে থাকাকালীন অষ্টম দলাই লামার নির্দেশে তিনি বেইজিং যাত্রা করেন। চিং সম্রাট চিয়ানলোং তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে তাকে তার উপদেষ্টা হিসেবে নিযুক্ত করেন ও রাজধানীতে অবস্থিত ইয়োংহেগোং বৌদ্ধবিহারের প্রধানের দায়িত্ব প্রদান করেন। ঙ্গাগ-দ্বাং-ত্শুল-খ্রিম্সকে এই সময় চীনে তিব্বতের সরকারী প্রতিনিধির দায়িত্ব দেওয়া হয়। চিয়ানলোং তাকে নোমিনহান উপাধি প্রদান করেন। ১৭৭৭ খ্রিষ্টাব্দে তিব্বতের রাজপ্রতিনিধি সপ্তম দে-মো রিন-পো-ছে (ওয়াইলি: de mo rin po che) ঙ্গাগ-দ্বাং-'জাম-দ্পাল-ব্দে-লেগ্স-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: ngag dbang 'jam dpal bde legs rgya mtsho) মৃত্যুবরণ করলে অষ্টম দলাই লামা তিব্বতের শাসনভার গ্রহণ না করে ধর্মীয় জীবন পালনে ইচ্ছুক হন। সেই কারণে চিয়ানলোং ঙ্গাগ-দ্বাং-ত্শুল-খ্রিম্সকে তিব্বতের রাজপ্রতিনিধি হিসেবে দায়িত্ব প্রদান করেন।[১]

তিব্বতের রাজপ্রতিনিধি সম্পাদনা

১৭৭৭ থেকে ১৭৮৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিব্বতের রাজপ্রতিনিধি পদে থাকাকালীন ঙ্গাগ-দ্বাং-ত্শুল-খ্রিম্স ত্শে-স্মোন-গ্লিং বৌদ্ধবিহার স্থাপন করেন। ১৭৭৮ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের একষট্টিতম প্রধান হিসেবে নির্বাচিত হন ও এই পদে তিনি সাত বছর থাকেন। এই সময় তিনি অষ্টম দলাই লামার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ও পোতালা প্রাসাদের সংস্কার করেন। ১৭৮৩ খ্রিষ্টাব্দে তিনি সে-রা বৌদ্ধবিহারে ব্শাদ-গ্রুব-গ্লিং-বা-ব্রাং (ওয়াইলি: bshad grub gling bla brang) স্থাপন করেন। ১৭৮৬ খ্রিষ্টাব্দে তিনি জোখাং মন্দিরের শিল্পকর্মগুলির সংস্কারের ব্যবস্থা করেন। তিনি ব্যবসা বাণিজ্য, ঋণের সুদ, মন্ত্রী প্রশাসন, খাদ্যভাণ্ডার প্রভৃতি বিভিন্ন বিষয়ে প্রচলিত আইনের সংস্কার করেন। তিনি পুরাতন মুদ্রার পরিবর্তে নতুন রৌপ্যমুদ্রার প্রচলন করেন। ১৭৮৬ খ্রিষ্টাব্দের শেষ দিকে তিনি বেইজিং যাত্রা করে জাতীয় ধর্মীয় সংস্থার প্রধানের পদ লাভ করেন। এই সময় চিং সম্রাট চিয়ানলোং তাকে সমতি বকশি (তিব্বতী:ব্সাম-গ্তান-ম্খান-পো, ওয়াইলি: byang rtse) উপাধি প্রদান করেন। এই সময় তিনি মঙ্গোলিয়া যাত্রা করে ব্কা'-'গ্যুর (ওয়াইলি: bka'-'gyur) গ্রন্থের মঙ্গোল ভাষায় অনুবাদ করেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Chhosphel, Samten (জানুয়ারি ২০১১)। "The Sixty-First Ganden Tripa, Ngawang Tsultrim"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৭-০৫ 

আরো পড়ুন সম্পাদনা

  • Petech, Luciano. 1959. "The Dalai Lamas and Regents of Tibet: A Chronological Study." T'oung Pao 47, pp. 369–394.
পূর্বসূরী
ব্লো-ব্জাং-ব্স্তান-পা
ঙ্গাগ-দ্বাং-ত্শুল-খ্রিম্স
একষট্টিতম দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
ব্লো-ব্জাং-স্মোন-লাম
পূর্বসূরী
---
ঙ্গাগ-দ্বাং-ত্শুল-খ্রিম্স
প্রথম ত্শে-স্মোন-গ্লিং রিন-পো-ছে
উত্তরসূরী
ঙ্গাগ-দ্বাং-'জাম-দ্পাল-ত্শুল-খ্রিম্স-র্গ্যা-ম্ত্শো
পূর্বসূরী
ঙ্গাগ-দ্বাং-'জাম-দ্পাল-ব্দে-লেগ্স-র্গ্যা-ম্ত্শো
ঙ্গাগ-দ্বাং-ত্শুল-খ্রিম্স
তিব্বতের রাজপ্রতিনিধি

১৭৭৭-১৭৮৭
উত্তরসূরী
য়ে-শেস-ব্লো-ব্জাং-ব্স্তান-পা'ই-ম্গোন-পো