গ্রেম সোয়ান

ইংরেজ ক্রিকেটার

গ্রেম পিটার সোয়ান (ইংরেজি: Graeme Peter Swann; জন্ম: ২৪ মার্চ, ১৯৭৯) নর্দাম্পটনে জন্মগ্রহণকারী ইংরেজ ক্রিকেটার। তিনি টোসেস্টারে অবস্থিত স্পোন স্কুলে অধ্যয়ন করেন। মূলতঃ তিনি ডানহাতি অফস্পিনার এবং ডানহাতি ব্যাটসম্যান হিসেবে পরিচিত। প্রায়শঃই তিনি স্লিপে দাড়ান।

গ্রেম সোয়ান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামগ্রেম পিটার সোয়ান
জন্ম (1979-03-24) ২৪ মার্চ ১৯৭৯ (বয়স ৪৫)
নর্দাম্পটন, নর্দাম্পটনশায়ার, ইংল্যান্ড
ডাকনামচিন, সোয়ানি, সোয়ানট্রন
উচ্চতা৬ ফুট ০ ইঞ্চি (১.৮৩ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি ব্যাটসম্যান
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
ভূমিকাস্পিন বোলার
সম্পর্করেমন্ড সোয়ান (বাবা)
অ্যালেক সোয়ান (ভাই)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৬৪১)
১১ ডিসেম্বর ২০০৮ বনাম ভারত
শেষ টেস্ট১৩ ডিসেম্বর ২০১২ বনাম ভারত
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৫৭)
২৩ জানুয়ারি ২০০০ বনাম দক্ষিণ আফ্রিকা
শেষ ওডিআই২৮ আগস্ট ২০১২ বনাম দক্ষিণ আফ্রিকা
ওডিআই শার্ট নং৬৬ (পূর্বে ২৪)
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৯৮-২০০৪নর্দাম্পটনশায়ার
২০০৫মেরিলেবোন ক্রিকেট ক্লাব
২০০৫-বর্তমাননটিংহ্যামশায়ার (জার্সি নং ৬)
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৫০ ৭৩ ২৩৮ ২৬০
রানের সংখ্যা ১,১৭৬ ৪৬৮ ৭,৪৭৩ ৩,১১৮
ব্যাটিং গড় ২৩.৫২ ১৪.৬২ ২৫.৬৮ ১৮.৮৯
১০০/৫০ ০/৫ –/– ৪/৩৬ –/১৪
সর্বোচ্চ রান ৮৫ ৩৪ ১৮৩ ৮৩
বল করেছে ১২,৭০৯ ৩,৪৫৬ ৪৪,০৭৩ ১০,৬৮৬
উইকেট ২১২ ৯৮ ৬৮৬ ২৯৮
বোলিং গড় ২৯.১৩ ২৬.৩১ ৩১.৮৮ ২৬.৩৮
ইনিংসে ৫ উইকেট ১৪ ২৯
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৬/৬৫ ৫/২৮ ৭/৩৩ ৫/১৭
ক্যাচ/স্ট্যাম্পিং ৪৪/– ২৬/– ১৮২/– ৮৫/–
উৎস: ক্রিকইনফো, ২৯ ডিসেম্বর ২০১২

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

নিজ কাউন্টি নর্দাম্পটনশায়ার দলের পক্ষে ১৯৯৭ প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত হন। এরপর ২০০৫ সালে নটিংহ্যাম্পশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবে স্থানান্তরিত হন।

২৩ জানুয়ারি, ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন সোয়ান। এরপর তিনি ইংল্যান্ড দল থেকে বাদ পড়ে যান। সাত বছর পর মন্টি পানেসারসহ দলের দ্বিতীয় স্পিন বোলাররূপে শ্রীলঙ্কা সফরে যান এবং টেস্টেও দলের নিয়মিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। ১১ ডিসেম্বর, ২০০৮ তারিখে ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক ঘটে তার। ২০০৯ সালের অ্যাশেজে ২-১ ব্যবধানে বিজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন।

সাফল্যগাঁথা সম্পাদনা

ডিসেম্বর, ২০০৯ সালে সোয়ান প্রথম ইংরেজ স্পিনার হিসেবে এক পঞ্জিকা বর্ষে ৫০ উইকেট লাভ করেন। ২০০৯-১০ মৌসুমে দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম দুই টেস্টেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন। এরফলে তিনি বোলারদের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থান দখল করেন।[১]

মার্চ, ২০১০ সালে জিম লেকারের পর প্রথম ইংরেজ অফ-স্পিনাররূপে টেস্টে ১০ উইকেট লাভ করেন। এরফলে তার দল ২০০৯-১০ মৌসুমে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে জয়লাভ করে। মে, ২০১০ সালে তিনি ইসিবি’র বর্ষসেরা ক্রিকেটাররূপে মনোনীত হন।[২] ২০১১ সালে টেস্ট ক্রিকেটে এবং ওডিআইয়ে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বিশ্বের ১নং খেলোয়াড় ছিলেন।

এছাড়াও, ‘ড. কমফোর্ট এন্ড দ্য লুরিড রিভেলেশন্স’ নামীয় ব্যান্ডের খণ্ডকালীন সঙ্গীতশিল্পীর ভূমিকায়ও রয়েছেন গ্রেম সোয়ান।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Five-wicket haul crowns Graeme Swann's 'dream' year"BBC Sport। ৩০ ডিসেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১০ 
  2. "Swann named as ECB Cricketer of Year"Cricinfo। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১০ 

আরও দেখুন সম্পাদনা

আরও পড়ুন সম্পাদনা

  • Swann, Graeme (২৯ মে ২০০৯)। "Sweet and short"Sky Sports 
  • Booth, Lawrence (আগস্ট ২০১০)। The world's No. 1 spinner। 11। 7The Wisden Cricketer। পৃষ্ঠা 26–31। 

বহিঃসংযোগ সম্পাদনা