গ্রিন ডে একটি আমেরিকান রক ব্যান্ড যা ১৯৮৬ সালে গঠিত হয়। ব্যান্ডের সদস্যরা হলেন ভোকালিস্ট ও গিটারিস্ট বিলি জো আর্মস্ট্রং, বেজিস্ট মাইক ডার্ন্ট, ড্রামার ট্রে কুল ও গিটারিস্ট জেসন হোয়াইট। গ্রিন ডে কে বর্তমান সময়ের অন্যতম একটি জনপ্রিয় পাঙ্ক ব্যান্ড হিসেবে ধরা হয়। ব্যান্ড টি এ পর্যন্ত ৮৫ মিলিয়নের বেশি রেকর্ড বিশ্বব্যাপি বিক্রি করতে সক্ষম হয়েছে যেখানে আমেরিকাতেই বিক্রি হয়েছে ৩২ মিলিয়নের মতো। ‘গ্রিন ডে’ অন্যান্য পুরস্কারের মধ্যে ব্যান্ড তিনবারের মতো গ্রামি এওয়ার্ড পেয়েছে।

গ্রিন ডে
গ্রিন ডে ২০১৩ সালে ৯৯ রেভলিউশনস ওয়ার্ল্ড ট্যুর এ
গ্রিন ডে ২০১৩ সালে ৯৯ রেভলিউশনস ওয়ার্ল্ড ট্যুর এ
প্রাথমিক তথ্য
উদ্ভবক্যালিফোর্নিয়া, আমেরিকা
ধরনপাঙ্ক রক, অলটারনেটিভ রক
কার্যকাল১৯৮৬-বর্তমান
লেবেললুক আউট রেকর্ডস, রিপ্রাইজ রেকর্ডস,
সদস্যবিলি জো আর্মস্ট্রং
মাইক ডার্ন্ট
ট্রে কুল
ওয়েবসাইটGreenDay.com

বর্তমান সদস্য সম্পাদনা

  • বিলি জো আর্মস্ট্রং — মূল ভোকাল, গিটার (১৯৮৬ — বর্তমান পর্যন্ত)
  • মাইক ডার্ন্ট — বেইজ গিটার, ব্যাকিং ভোকাল (১৯৮৬ — বর্তমান পর্যন্ত)
  • ট্রে কুল — ড্রামস, পারকাসন, ব্যাকিং ভোকাল (১৯৯০ — বর্তমান পর্যন্ত)

ডিস্কোগ্রাফি সম্পাদনা

সলো অ্যালবাম

  • ৩৯/স্মুদ (১৯৯০)
  • কারপ্লাঙ্ক (১৯৯২)
  • ডুকি (১৯৯৪)
  • ইনসমনিয়াক (১৯৯৫)
  • নিম্রড (১৯৯৭)
  • ওয়ার্নিং (২০০০)
  • আমেরিকান ইডিয়ট (২০০৪)
  • টুয়েন্টি ফাস্ট সেঞ্চুরি ব্রেইকডাউন (২০০৯)
  • ¡উনো! (২০১২)
  • ¡ডস! (২০১২)
  • ¡ট্রে! (২০১৩)
  • রেভলিউশন রেডিও (২০১৬)
  • ফাদার অব অল মাদারফাকার্স (২০২০)

বহিঃসংযোগ সম্পাদনা