গ্যের-স্গোম-ত্শুল-খ্রিম্স-সেং-গে

গ্যের-স্গোম-ত্শুল-খ্রিম্স-সেং-গে (ওয়াইলি: gyer sgom tshul khrims seng+ge) (১১৪৪-১২০৪) ছিলেন তিব্বতী বৌদ্ধধর্মের অন্যতম প্রধান ধর্মসম্প্রদায় ব্কা'-ব্র্গ্যুদ ধর্মসম্প্রদায়ের শুগ-গ্সেব-ব্কা'-ব্র্গ্যুদ (ওয়াইলি: shug gseb bka' brgyud) ধর্মীয় গোষ্ঠীর প্রতিষ্ঠাতা।

সংক্ষিপ্ত জীবনী সম্পাদনা

গ্যের-স্গোম-ত্শুল-খ্রিম্স-সেং-গে ১১৪৪ খ্রিষ্টাব্দে তিব্বতে দ্গ্যের (ওয়াইলি: dgyer) নামক পরিবারগোষ্ঠীতে জন্মগ্রহণ করেন। তার পিতা দ্কোন-ম্ছোগ-স্ক্যাব্স (ওয়াইলি: dkon mchog skyabs) ছিলেন খ্রা-'ব্রুগ (ওয়াইলি: khra 'brug) অঞ্চলের সামরিক অধিকর্তা ছিলেন। তার মাতার নাম ছিল র্গ্যাল-ত্শা-মা-ম্দো-স্দে-র্গ্যান (ওয়াইলি: rgyal tsha ma mdo sde rgyan)। এগারো বছর বয়সে খ্রা-'ব্রুগ (ওয়াইলি: khra 'brug) মন্দিরে তিনি শিক্ষার্থীর শপথ গ্রহণ করেন এবং গুহ্যসমাজতন্ত্র সম্বন্ধে শিক্ষালাভ করেন। পরবর্তীকালে তিনি মাল-কা-বা-চান-পা নামক এক সাধকের নিকট ঝি-ব্যেদ তত্ত্ব সম্বন্ধে এবং র্নাল-'ব্যোর-ছোস-গ্যুং (ওয়াইলি: rnal 'byor chos g.yung) নামক পন্ডিতের নিকট মহামুদ্রা সম্বন্ধে অধ্যয়ন করেন। ১১৮১ খ্রিষ্টাব্দে তিনি স্নে-ফু (ওয়াইলি: sne phu) উপত্যকায় শুগ-গ্সেব (ওয়াইলি: shug gseb) বৌদ্ধবিহার স্থাপন করেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Martin, Dan (2008-08)। "Gyergom Tsultrim Sengge"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2013-04-19  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

আরো পড়ুন সম্পাদনা

  • Roerich, George, trans. 1996. The Blue Annals. 2nd ed. Delhi: Motilal Banarsidas, pp. 890–893.