গ্যারি বেকার

মার্কিন অর্থনীতিবিদ

গ্যারি স্ট্যানলি বেকার (জন্ম: ২ ডিসেম্বর ১৯৩০ - মৃত্যু: ৩ মে ২০১৪)[১] একজন মার্কিন অর্থনীতিবিদ। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। অপরাধ, ক্রীড়া ইত্যাদি নানা বিষয়ের অর্থনৈতিক বিশ্লেষণের জন্য তিনি খ্যাতি লাভ করেন৤[২]

গ্যারি স্ট্যানলি বেকার
গ্যারি বেকার মে ২৪, ২০০৮ সালে শিকাগোতে বক্তৃতা দিচ্ছেন
জন্ম(১৯৩০-১২-০২)২ ডিসেম্বর ১৯৩০
মৃত্যুমে ৩, ২০১৪(2014-05-03) (বয়স ৮৩)
শিকাগো
জাতীয়তামার্কিন
প্রতিষ্ঠানশিকাগো বিশ্ববিদ্যালয়
(১৯৬৮ – ২০১৪)
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
(১৯৫৭–১৯৬৮)
কাজের ক্ষেত্রসামাজিক অর্থনীতি
ঘরানা/গোষ্ঠী/ঐতিহ্যChicago School of Economics
শিক্ষায়তনপ্রিন্সটন বিশ্ববিদ্যালয়
শিকাগো বিশ্ববিদ্যালয়
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেনমিল্টন ফ্রিড্‌ম্যান
অবদানসমূহAnalysis of human capital
Rotten kid theorem, অপরাধের অর্থনীতি
পুরস্কার1967 John Bates Clark Medal
1992 অর্থনীতিতে নোবেল পুরস্কার
1997 Pontifical Academy of Sciences
2004 John von Neumann Award
2007 প্রেসেডেন্সিয়াল মেডেল অব ফ্রীডম
Information at IDEAS / RePEc

জীবনী সম্পাদনা

তিনি ১৯৫১ সালে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি লাভ করেন। ১৯৫৫ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৫৭ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ১৯৬৮ থেকে শিকাগো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।

অর্থনীতিতে অবদান সম্পাদনা

নোবেল পুরস্কার সম্পাদনা

১৯৯২ খ্রিষ্টাব্দে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদানের কারণ হিসেবে রয়্যাল সুইডিশ একাডেমী উল্লেখ করে যে, তিনি ব্যষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণকে প্রাত্যাহিক নানা কাজ ও ঘটনা অনুধাবনে ব্যাপক ও নিবিড়ভাবে প্রয়োগ করেছিলেন৤ [৩]

মৃত্যু সম্পাদনা

২০১৪ খ্রিষ্টাব্দের ৩ মে তারিখে তার মৃত্যু হয়৤ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর৤ তিনি দীর্কাল যাবৎ রোগশোকে ভুগছিলেন৤[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Glaeser, Edward L.; Shleifer, Andrei (২০১৪)। "Retrospective: Gary Becker (1930–2014)"। Science344 (6189): 1233। ডিওআই:10.1126/science.1256540পিএমআইডি 24926006বিবকোড:2014Sci...344.1233G 
  2. Wolfers, Justin (মে ৫, ২০১৪)। "How Gary Becker Transformed the Social Sciences"New York Times 
  3. নোবেল পুরস্কার তথ্যতী্রথ৤
  4. Becker, Who Applied Economics to Social Study, Dies at 83

বহিঃসংযোগ সম্পাদনা

আরো দেখুন সম্পাদনা