গোলাপগঞ্জ উপজেলা

সিলেট জেলার একটি উপজেলা

গোলাপগঞ্জ উপজেলা বাংলাদেশের সিলেট বিভাগের অধীনস্থ সিলেট জেলার অন্তর্গত একটি উপজেলা

গোলাপগঞ্জ
উপজেলা
মানচিত্রে গোলাপগঞ্জ উপজেলা
মানচিত্রে গোলাপগঞ্জ উপজেলা
স্থানাঙ্ক: ২৪°৫১′৩০″ উত্তর ৯২°১′১৫″ পূর্ব / ২৪.৮৫৮৩৩° উত্তর ৯২.০২০৮৩° পূর্ব / 24.85833; 92.02083 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাসিলেট জেলা
প্রতিষ্ঠা১৯০৬
আয়তন
 • মোট২৭৮.৩৩ বর্গকিমি (১০৭.৪৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট৩,১৬,১৪৯
 • জনঘনত্ব১,১০০/বর্গকিমি (২,৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৬.৯৭%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩১০০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৯১ ৩৮
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ইতিহাস সম্পাদনা

গোলাপগঞ্জ নামের উৎপত্তি সম্পর্কীয় ইতিহাস আজও রহস্যাবৃত। এ সম্পর্কে এখনও কোন প্রামান্য দলিল পাওয়া যায়নি। শুধুমাত্র স্থানীয় জনশ্রুতিই এর একমাত্র ঐতিহাসিক এবং তাও কোন কোন ক্ষেত্রে বিতর্কিত। অনেকের মতে কোন ব্যক্তি বিশেষের বিশেষ করে কোন রাজা,বাদশাহ,স্থানীয় শাসক কিংবা বিজেতের নাম গোলাপগঞ্জ নামের সঙ্গে জড়িয়ে আছে। ‘শ্রী গৌরাঙ্গের পূর্বাঞ্চল পরিভ্রমন এবং আসাম ও ঢাকাদক্ষিণ লীলা প্রসঙ্গ’ গ্রন্থে উল্লেখ পাওয়া যায়,পাঠান আমল থেকে সিলেট জেলায় দেওয়ান পদ বিশিষ্ট একজন স্থানীয় রাজস্ব কর্মকর্তা অবস্থান করতেন। তিনি ছিলেন দিল্লী সম্রাটের প্রতিনিধি।রাজা গীরিষ চন্দ্রের পূর্ব পুরুষগন বহুদিন যাবত এ পদে বহাল পর পাঠান সম্রাট শের শাহের পুত্র ইসলাম শাহ শুরের রাজত্বকালে ১৫৪০ সালে গোলাব রায় নামে একজন নতুন দেওয়ান এপদে নিযুক্তি লাভ করেন। তিনি ছিলেন খুবই ধর্মপরায়ন ব্যক্তি,তারই নামানুসারে ‘গোলাবগঞ্জ” নামের সৃষ্টি হয়। পরবর্তিতে ‘গোলাবগঞ্জ” থেকে “গোলাপগঞ্জ” নামে পরিচিতি লাভ করে।পূবে থানা প্রশাসন ছিল হেতিমগঞ্জ। ১৯০৬ সালে তদানীন্তন ব্রিটিশ সরকার সুরমা বিধৌত উপকূলবর্তী অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ বিজরিত এক মনোরম স্থান গোলাপগঞ্জ বাজারের সন্নিকটে থানা কার্যালয় স্থানান্তরিত করেন।[২][৩]

অবস্থান ও আয়তন সম্পাদনা

বাংলাদেশের সিলেট বিভাগের অধীনে সিলেট জেলার অন্তর্গত একটি উপজেলার নাম গোলাপগঞ্জ। এর অবস্থা ২৪.৮৬° উত্তর অক্ষাংশ ও ৯২.০২ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। উপজেলার আয়তন আয়তন: ১০৫.৫৭ বর্গ মাইল,২৪৭ বর্গ কিলোমিটার বা ৬৭৫৬৯.৪৩ একর। এই উপজেলার উত্তরে সিলেট সদর উপজেলা, জৈন্তাপুর উপজেলাকানাইঘাট উপজেলা, দক্ষিণে ফেঞ্চুগঞ্জ উপজেলাবড়লেখা উপজেলা, পূর্বে বিয়ানীবাজার উপজেলাবড়লেখা উপজেলা, পশ্চিমে সিলেট সদর উপজেলা

প্রশাসনিক এলাকা সম্পাদনা

গোলাপগঞ্জ উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম গোলাপগঞ্জ থানার আওতাধীন।[৪]

পৌরসভা:
ইউনিয়নসমূহ:

এ উপজেলায় ১০১টি মৌজা ও ২৮৫টি গ্রাম রয়েছে।

আবহাওয়া সম্পাদনা

গোলাপগঞ্জ-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য
মাস জানু ফেব্রু মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টে অক্টো নভে ডিসে বছর
সর্বোচ্চ গড় °সে (°ফা) ২৫.১
(৭৭.২)
২৭.২
(৮১.০)
৩০.৮
(৮৭.৪)
৩১.৪
(৮৮.৫)
৩১.১
(৮৮.০)
৩০.৯
(৮৭.৬)
৩১.১
(৮৮.০)
৩১.৫
(৮৮.৭)
৩১.৪
(৮৮.৫)
৩০.৭
(৮৭.৩)
২৮.৯
(৮৪.০)
২৬.২
(৭৯.২)
২৯.৭
(৮৫.৫)
সর্বনিম্ন গড় °সে (°ফা) ১১.৮
(৫৩.২)
১৩.৫
(৫৬.৩)
১৭.৬
(৬৩.৭)
২১.০
(৬৯.৮)
২২.৬
(৭২.৭)
২৪.৫
(৭৬.১)
২৫.০
(৭৭.০)
২৫.১
(৭৭.২)
২৪.৫
(৭৬.১)
২২.২
(৭২.০)
১৭.৫
(৬৩.৫)
১৩.৩
(৫৫.৯)
১৯.৯
(৬৭.৮)
অধঃক্ষেপণের গড় মিমি (ইঞ্চি) ১৪
(০.৬)
৩১
(১.২)
১১৯
(৪.৭)
৩২২
(১২.৭)
৫৬৬
(২২.৩)
৭৫২
(২৯.৬)
৬৯৪
(২৭.৩)
৫৫৬
(২১.৯)
৪৪০
(১৭.৩)
২৩১
(৯.১)
৩৬
(১.৪)

(০.৩)
৩,৭৬৮
(১৪৮.৩)
উৎস: Climate-data.org

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

নম্বর প্রতিষ্ঠানের ধরন মোট সংখ্যা
নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ঘরের লেখ
কলেজ
বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
কিন্ডার গার্টেন ২৩
প্রাইমারি স্কুল ১৬৮
উচ্চমাধ্যমিক বিদ্যালয় ২২
হাফিজিয়া মাদ্রাসা -
কওমি মাদ্রাসা ৪৫
দাখিল মাদ্রাসা
১০ আলিয়া মাদ্রাসা
১১ ফাজিল মাদ্রাসা
১২ ইবতেদায়ি মাদ্রাসা
১৩ ফুরকানিয়া মাদ্রাসা ৪৫

স্বাস্থ্য সম্পাদনা

নম্বর স্বাস্থ্যকেন্দ্রের ধরন সংখ্যা
ক্লিনিক ১০
এফ ডব্লিউ সি
প্রাইমারি হেলথ কেয়ার
হাসপাতাল

যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

পাকা রাস্তা : ২১৫ কি:মি: । আধা পাকা রাস্তা: ৭৯ কি:মি:। কাঁচা রাস্তা: ৩৪৬ কি:মি:। নদী পথ: ৫৬ কি:মি:। ব্রীজ কালভার্ট : ৯০৫ টি ।

অর্থনীতি সম্পাদনা

গোলাপগঞ্জের মাছের চাষ ও ধরার এলাকা ১৮৩৬ একর। ধান উৎপাদন জমি ২৯,৭৯৮ একর। সবজি চাষ হয় ৭৭০ একর এলাকায়।[৫] পতিত জমি ২১,৪২৬ একর, আবাদি জমি ৪০,৫১৫ একর, বন - ১০০ একর, জলাভূমি - ৫,৫২৬[৬]

দর্শনীয় স্থান ও স্থাপনা সম্পাদনা

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সম্পাদনা

বীর উত্তম সম্পাদনা

  • মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আজিজুর রহমান (ছত্রিশ রাণাপিং)
  • অনারারী ক্যাপ্টেন (অব.) আফতাব আলী (ভাদেশ্বর দক্ষিণভাগ)
  • শহীদ নায়েক শফিক উদ্দিন চৌধুরী (রণকেলী)

বীর বিক্রম সম্পাদনা

  • মেজর (অব.) শমসের মুবিন চৌধুরী (ভাদেশ্বর, দক্ষিণ ভাগ)
  • সুবেদার মেজর (অব.) ফখর উদ্দিন চৌধুরী (রণকেলী)
  • শহীদ হাবিলদার জুম্মা মিয়া (হেতিমগঞ্জ)
  • ইয়ামিন চৌধুরী (রণকেলী)
  • শহীদ কনেস্টবল মো. তৌহিদ (চৌধুরী বাজার)
  • অনারারী কাপ্টেন (অব.) তাহের আলী (মাইজভাগ)

বীর প্রতীক সম্পাদনা

  • জিএন ফখর উদ্দিন চৌধুরী (ফুলবাড়ী)
  • নায়েক আব্দুল মালিক (নগর, ঢাকাদক্ষিণ)
  • কর্নেল (অব.) মোহাম্মদ আব্দুস সালাম (বরায়া উত্তরভাগ)
  • নানু মিয়া (দাড়িপাতন)

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

বিবিধ সম্পাদনা

  • পশু হাসপাতাল - ০১ টি ।
  • কৃত্রিম প্রজনন কেন্দ্র - ০১ টি ।
  • জলমহালের সংখ্যা : ৩০টি ।
  • নদীর সংখ্যা : ৩ টি ।
  • সরকারী মৎস খামারের সংখ্যা : ০১ টি ।
  • টেলিফোন অফিস : ০৩ টি ।
  • সাবরেজিষ্টার অফিস : ০১ টি ।
  • ডাক বাংলো : ০১ টি ।
  • খাদ্য গুদাম : ০১টি ।
  • গ্যাস ফিল্ড : ০২ টি ।
  • হাট বাজারের সংখ্যা : ২৪ টি ।
  • ব্যাংকের সংখ্যা : ২০ টি ।
  • রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী : ০১ টি।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে গোলাপগঞ্জ"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৬ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৫ 
  2. Notification No 528 Part 105 of Govt. Gazette 2.10.1906 established as Golapgonj.
  3. গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য - আনোয়ার শাহজাহান, প্রকাশকাল. প্রথম প্রকাশ নভেম্বর ১৯৯৬
  4. "ইউনিয়নসমূহ - গোলাপগঞ্জ উপজেলা"golapganj.sylhet.gov.bd। জাতীয় তথ্য বাতায়ন। ১৬ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২০ 
  5. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো"। ৩ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১১ 
  6. "জনসংখ্যা"। ৩ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১১ 

বহিঃসংযোগ সম্পাদনা