গুণবতী ডিগ্রী কলেজ

গুণবতী ডিগ্রী কলেজ গুণবতী ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত। এই কলেজ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অধিভুক্ত।[৩]

গুণবতী ডিগ্রী কলেজ
ঠিকানা
মানচিত্র
কলেজ রোড,গুণবতী বাজার

গুণবতী, চৌদ্দগ্রাম[১]

,
3583

তথ্য
প্রতিষ্ঠাকাল১৯৬৮[১]
প্রতিষ্ঠাতাসৈয়দ লুৎফর রহমান
ইআইআইএন১০৫৫০৯ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষমহিউদ্দিন মুঃ ফারুক
লিঙ্গসহশিক্ষা কার্যক্রম
ভাষাবাংলা
ক্যাম্পাসের ধরনউপশহর
ক্রীড়াফুটবল, ক্রিকেট
ডাকনামGDC
EIIN১০৫৫০৯[২]
শিক্ষা বোর্ডকুমিল্লা শিক্ষা বোর্ড[২]
গুণবতী ডিগ্রী কলেজের নতুন প্রশাসনিক ভবন
গুণবতী ডিগ্রী কলেজের শহীদ মিনার

ইতিহাস সম্পাদনা

১৯৬৮ খ্রিষ্টাব্দের ১ জুলাই গুণবতী কলেজ প্রতিষ্ঠিত হয়। এই কলেজ প্রতিষ্ঠা করেন অধ্যক্ষ সৈয়দ লুৎফর রহমান।

শিক্ষা কার্যক্রম সম্পাদনা

গুণবতী ডিগ্রী কলেজে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক শাখা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী কোর্সে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

উচ্চ মাধ্যমিক সম্পাদনা

গুণবতী ডিগ্রী কলেজে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় পাঠদান করা হয়।

স্নাতক (পাস) সম্পাদনা

সহশিক্ষা কর্মসূচী সম্পাদনা

ইউনিফরম সম্পাদনা

গুণবতী ডিগ্রী কলেজের নির্দিষ্ট ইউনিফরম হল আকাশী রঙের শার্ট ও কালো প্যান্ট। শার্ট ফুল হাতা বা হাফ হাতা দুটোই গ্রহণযোগ্য। শার্টের ডান হাতায় কলেজের মনোগ্রামযুক্ত ব্যাজ থাকা আবশ্যক

অবকাঠামো সম্পাদনা

গুণবতী ডিগ্রী কলেজ ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হলেও কলেজটি এখনও অনুন্নত। কলেজে প্রয়োজনীয় অবকাঠামো ব্যবস্থা নেই। যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল শ্রেণী কক্ষের স্বল্পতা।

কলেজ ভবন সম্পাদনা

  • ২টি দ্বিতল ভবন
  • ৪ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন
  • ২টি একতলা ভবন
  • ৩টি আধাপাকা টিনশেড ঘর
  • ১২টি শ্রেণী কক্ষ
  • ৪ হাজার বই বিশিষ্ট ১টি লাইব্রেরী
  • ১ টি ল্যাব ভবন

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "গুণবতী ডিগ্রী কলেজ"। gc.comillaboard.gov.bd। ২০১৫-০৬-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-১৬ 
  2. "কুমিল্লা শিক্ষা বোর্ড"। www.comillaboard.gov.bd/institute-list। ১৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-১৬ 
  3. "ইত্তেফাক"। www.ittefaq.com.bd। ৭ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা।