খেলাঘর সমাজ কল্যাণ সমিতি

বাংলাদেশি যুব সাংস্কৃতিক সংঘ

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি একটি বাংলাদেশি ক্রিকেট দল যারা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিস্ট এ এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন টোয়েন্টি ২০ ক্রিকেট লিগে টুয়েন্টি২০ ম্যাচ খেলে থাকে। খেলাঘর একটি দেশপ্রেমী যুব সাংস্কৃতিক সংঘ যেটি ১৯৫২ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়, যার গোটা বাংলাদেশে পাঁচ শতাধিক শাখা আছে।[১]

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি
ইতিহাস
শিরোপার সংখ্যা
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ জয়
ঢাকা প্রিমিয়ার ডিভিশন টুয়েন্টি-২০ ক্রিকেট লিগ জয়

লিস্ট এ রেকর্ড সম্পাদনা

  • ২০১৩-১৪: ১০ ম্যাচে ১ জয়,দ্বাদশ,রেলিগেটেড।[২]
  • ২০১৬-১৭: ১৩ ম্যাচে ৫ জয়, দশম।
  • ২০১৭-১৮: ১৬ ম্যাচে ৮ জয়, পঞ্চম।

টোয়েন্টি ২০ রেকর্ড সম্পাদনা

  • ২০১৮-১৯: ২ ম্যাচে ০ জয়, গ্রুপপর্ব।

তথ্যসূত্র সম্পাদনা

  1. মাহফুজা খানম (২০১২)। "খেলাঘর"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. "Dhaka Premier Division 2013-14 table"। CricketArchive। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৫