খিজির খান (বাংলা)

বাংলার শাসক

খিজির খান (শাসনকাল ১৫৩৯-১৫৪১) ছিলেন বাংলার শাসক। শের শাহ শুরি দিল্লীর সম্রাট হওয়ার পর ১৫৩৯ সালে তিনি বাংলার গভর্নর হন।

ইতিহাস সম্পাদনা

খিজির খান গিয়াসউদ্দিন মাহমুদ শাহের কন্যাকে বিয়ে করেন।[১] ১৫৪১ সালে তিনি দিল্লীর কাছ থেকে স্বাধীনতা ঘোষণার পদক্ষেপ নিয়েছিলেন।

শের শাহ শুরি তাকে সরিয়ে কাজি ফাজিলাতকে তদস্থলে নিয়োগ দেন।[২]

পূর্বসূরী
শের শাহ শুরি,
স্বাধীন শাসক
বাংলার গভর্নর
১৫৩৯–১৫৪১
উত্তরসূরী
কাজি ফাজিলাত

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Chowdhury, Kamal (২০০৫)। Banglar Baro Bhuiyan and Maharaj Pratapaditya। পৃষ্ঠা 164। 
  2. KingListsFarEast