খাওয়ারেজম বা খারেজম (ফার্সি: خوارزم) আমু দরিয়া নদীর তীরবর্তী অনেকগুলো রাজ্যের সমন্বয়ে গঠিত একটি প্রাচীন সম্রাজ্য। এটি বর্তমান উজবেকিস্তানের অন্তর্ভুক্ত ছিল। ধারণা করা হয় এটি উস্ট-উর্ট প্লেট থেকে কাস্পিয়ান সাগরের উত্তরাংশের পূর্ব উপকূল পর্যন্ত বিস্তৃত ছিল। এর দক্ষিণে রয়েছে বৃহত্তর খোরাসান, উত্তরে আলান্‌স সাম্রাজ্য এবং উত্তর পূর্বাংশে Transiaxartesia-এর অন্তর্গত হান্‌স। এর রাজধানী ছিল পুরাতন উরগেঞ্চ (পারসী ভাষায়: কুহ্‌না গুরগঞ্জ)। তবে সপ্তদশ শতাব্দী থেকে এর রাজধানী পরিবর্তীতে হয়ে খিভা হয়। এই সময় খোয়ারিজম খানাত অফ খিভা নামে পরিচিত ছিল।

খারেজমীয় সাম্রাজ্য (১১৯০ - ১২২০)

আরও দেখুন সম্পাদনা

উৎস সম্পাদনা

  • Yuri Bregel. "The Sarts in the Khanate of Khiva", Journal of Asian History, Vol. 12, 1978, pp. 121–151
  • Robin Lane Fox. Alexander the Great, pp. 308ff etc.
  • Shir Muhammad Mirab Munis & Muhammad Reza Mirab Agahi. Firdaws al-Iqbal. History of Khorezm (Leiden: Brill) 1999, trans & ed. Yuri Bregel
  • Minardi, M. (২০১৫)। Ancient Chorasmia. A Polity between the Semi-Nomadic and Sedentary Cultural Areas of Central Asia. Cultural Interactions and Local Developments from the Sixth Century BC to the First Century AD। Peeters। আইএসবিএন 978-90-429-3138-1 
  • West, Barbara A. (১ জানুয়ারি ২০০৯)। Encyclopedia of the Peoples of Asia and OceaniaInfobase Publishingআইএসবিএন 978-1-4381-1913-7। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৫ 

বহিঃসংযোগ সম্পাদনা