খরাজ মুখোপাধ্যায়

ভারতীয় অভিনেতা

খরাজ মুখোপাধ্যায় (জন্ম: ৭ জুলাই ১৯৬৩) একজন ভারতীয় অভিনেতা ও নেপথ্য গায়ক।[১]  ১৯৮০ সালে হুলস্থুল চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। প্রায় তিন দশক ধরে তিনি পাতালঘর, বাই বাই ব্যাংকক, কাহানি, দ্য নেমসেক, এক্সিডেন্ট, মুক্তোধারা, স্পেশাল ২৬, জাতিস্মর সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।

খরাজ মুখোপাধ্যায়
২০১৮ সালে একটি সাক্ষাত্কারে খরাজ
জন্ম
খরাজ মুখোপাধ্যায়

(1963-07-07) ৭ জুলাই ১৯৬৩ (বয়স ৬০)
রামপুরহাট, বীরভূম, পশ্চিমবঙ্গ , ভারত
জাতীয়তাভারতীয়
অন্যান্য নামখরাজ মুখার্জি
পেশাঅভিনেতা, গায়ক
সন্তানবিহু মুখোপাধ্যায়

ব্যক্তিজীবন সম্পাদনা

তিনি কলকাতার সেন্ট লরেন্স হাই স্কুল থেকে তার প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন।[১] তার নাট্যগুরু রমাপ্রসাদ বণিক। বাণিজ্যিক এবং স্বাভাবিক অভিনয়ে তিনি দক্ষতা অর্জন করেছেন। ২০১২ সালের কাহানী চলচ্চিত্রে তিনি ইনস্পেকটর চ্যাটার্জী চরিত্রে অভিনয় করেন।[২][৩] ২০০৪ সালে পাতালঘর চলচ্চিত্রের জন্য বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস' অ্যাসোসিয়েশন – সেরা পুরুষ প্লেব্যাক পুরস্কার লাভ করেন।

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

বছর শিরোনাম ভূমিকা ভাষা টীকা
নীল সীমানা বিলনাথ বাংলা
1980 হুলুস্তুল বাংলা
1984 লাট্টো বাংলা
1999 রাঙ্গা বউ বাংলা
2001 চুড়িওয়ালা বাংলা
2002 তাক ঝাল মিষ্টি বাংলা
2002 দেবা বাংলা
2003 পাতালঘর সুবুদ্ধি বাংলা
2003 উদ্ধর বাংলা
2003 বউমার বনবাস বাংলা
2004 পরিনাম বাংলা
2004 স্বামী চিন্তাই বাংলা
2005 পরিনিতা রেকর্ডিং স্টুডিওতে গায়ক (পুরুষ) হিন্দি
2005 Shunyo E Buke বাংলা
2006 শিকার রামু বাংলা
2006 নেমসেক ছোটু ইংরেজি
2007 প্রেম বাংলা
2008 অংশীদার গোবর্ধন ঘোষাল বাংলা
2008 চেন্তি চেন্তি ব্যাং ব্যাং ভয়েস বাংলা ভয়েস ভূমিকা
2008 Bhalobasha Bhalobasha বাংলা
2008 টলি লাইটস বাংলা
2009 ছা-ই ছুটি খরাজ বাংলা
2009 দুজোনে শিক্ষক বাংলা
2009 চ্যালেঞ্জ কলেজের অধ্যক্ষ মো বাংলা
2009 ঢাকি বাংলা
2009 লক্ষ্যভেদ হরিকাকা বাংলা
2009 অবেলায় গরম ভাত বদন প্রামাণিক বাংলা

২০১০-২০১৫ সম্পাদনা

2010 দুই পৃথিবি গোপালের বাবা বাংলা
2010 ওগো বোধু সুন্দরী বাংলা
2010 লে চাক্কা ইসমাইল বিরিয়ানিওলা বাংলা
2010 জাপানি স্ত্রী ঘুড়ির দোকানের মালিক বাংলা
2010 চেয়েছিলেন শিবুর মামা বাংলা
2010 নোটবোর নোটআউট বলাই বাংলা
2011 Aami Montri Hobo খরাজ বাংলা
2011 গোসাইনবাগানের ভূত দামোদর কাকা বাংলা
2011 প্রলয় আসচে সহকারী শিক্ষক বাংলা
2011 শত্রু ভজন বাবু বাংলা
2011 বাই বাই ব্যাংকক মিলন সাধুখান বাংলা
2011 কাটাকুটি অ্যাসাইলামে রোগী বাংলা
2011 এগারো শ্রীহরি বাংলা
2012 সুদামা দ্য হাফ ম্যান [ উদ্ধৃতি প্রয়োজন ] তোরজগয়েন প্রগা মিত্তির বাংলা
2012 তোর নাম অধ্যক্ষ বাংলা
2012 দুর্ঘটনা মদন পাত্র বাংলা
2012 চ্যালেঞ্জ 2 স্বর্ণকমল বাংলা
2012 মুক্তধারা লখন পান্ডা বাংলা
2012 আওয়ারা মদন মোহন/মদন দা/মদনা বাংলা
2012 লে হালুয়া লে বাংলা
2012 ভূতের ভবিষ্যত প্রমোদ প্রধান বাংলা
2012 কাহানি ইন্সপেক্টর চ্যাটার্জি হিন্দি
2012 গোরায়ে গন্ডগোল একটি দেশী মদের দোকান চালায় বাংলা
2012 পাগলু ঘ ভগবান শিবের কণ্ঠস্বর বাংলা ভয়েস ভূমিকা
2013 হনুমান ডট কম পুলিশ পরিদর্শক বাংলা
2013 আশ্চর্যজ্যো প্রদীপ হরিদাস পাল বাংলা
2013 মজনু শিল্পী বাংলা
2013 হাফ সিরিয়াস বাংলা
2013 অন্তরাল বাংলা
2013 রংবাজ মধুরিমার সিক্যুরিটি বাংলা
2013 খিলাড়ি দয়াশঙ্কর বল/আদিত্যের মানেগার বাংলা
2013 চুপি চুপি বাংলা
2013 অলীক সুখ আইনজীবী বাংলা
2013 গোলমালে পিরিত করো না জগন্নাথ বাংলা
2013 বিশেষ 26 সিবিআই অফিসার রায় (কলকাতা রেইড) হিন্দি
2014 গ্যাংস্টার কিং [ উদ্ধৃতি প্রয়োজন ] সুশীল বাংলা
2014 বল বাংলা
2014 তেনেকাহোঁ রাধানাথ বাংলা
2014 বিন্দাস কৃষ্ণচন্দ্র সিংহ বাংলা
2014 বনকু বাবু স্যার বাংলা
2014 রামধনু - রংধনু আকাশ সিঙ্গানিয়া বাংলা
2014 Aami Shudhu Cheyechi Tomay কলেজের অধ্যক্ষ মো বাংলা
2014 বচ্চন অবসরপ্রাপ্ত কর্নেল (প্রিয়ার বাবা) বাংলা
2014 চিরদিনি তুমি যে আমার 2 পুলিশ পরিদর্শক বাংলা
2014 জানলা দিয়ে বউ পালালো বাংলা
2014 কর্ম চৌকিদার বাংলা বাংলাদেশ চলচ্চিত্র
2014 রয়েল বেঙ্গল টাইগার এমসি পাকড়াশী বাংলা
2014 জাতিশ্বর ভোলা ময়রা, কবিয়াল গায়ক বাংলা

২০১৫ - ২০২০ সম্পাদনা

২০১৫ লড়াই মোক্তার আলম বাংলা
রোমিও বনাম জুলিয়েট দিয়া বাংলা ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মাণ
হিরোগিরি বুদ্ধদেব "মালপু"/মারিয়ার মামা বাংলা
বেলা শেষে জ্যোতির্ময় বাংলা
জামাই ৪২০ রাজবল্লভ, জয়ের বাবা বাংলা
বেশ করেছি প্রেম করেছি নেপাল দাস বাংলা
যোগাযোগ
অনুব্রত ভাল আছো? মিঃ লাহিড়ী বাংলা
যমের রাজা দিল বর যমরাজ ২ বাংলা
পারব না আমি ছাড়তে তোকে অপুর বাবা বাংলা
নট আ ডার্টি ফ্লিম জ্যোতিষী বাংলা
শুধু তোমারই জন্য কাংশো বাংলা
তিন কাহন
অ্যাবি সেন হিরণ বাংলা
ব্লাক আনোয়ার বাংলা
মনচুরি ধর্মদাস মহারাজ বাংলা
চিত্রহার
টেলিফোন
অগ্নি ২ হোটেলের মালিক বাংলা
২০১৬ রাতের রজনীগন্ধা নটবর বাংলা
অঙ্গার তান্ত্রিক বাংলা
কি করে তোকে বলবো আকাশের প্রতিবেশী বাংলা
হিরো ৪২০ বাংলা
বাদশা - দ্য ডন
শিকারী তিনকড়ি বাংলা বাংলাদেশ ও ভারত চলচ্চিত্রে যোগদান
অভিমান দিশানীর আত্মীয় বাংলা
গ্যাংস্টার
আগুনের পাখি বাংলা
কাহানি ২ : দুর্গা রানী সিং ইন্সপেক্টর প্রণব হালদার হিন্দি
হরিপদ ব্যান্ডওয়ালা নন্দনাল/নান্দু বাংলা
লাভ এক্সপ্রেস ড্রাইভার "পপু" বাংলা অতিথি উপস্থিতি
চোলাই বাসের যাত্রী বাংলা
চকলেট বাংলা
কেলোর কীর্তি গদাধর/ধনুধর বাংলা
পাওয়ার ওসি ভজন ঘোষ বাংলা
২০১৭ এই তো জীবন চাইওয়ালা রতন বাংলা
তোমাকে চাই বাংলা
অনেক হলো এবার তো মরো
৬১নং গড়পার লেন বাংলা
নাইকার ভূমিকায়
মেরি পেয়ারি বিন্দু অতিরিক্ত উত্তেজিত আত্মীয় হিন্দি
আমি যে কে তোমার
আমার আপনজন বাংলা
কমরেড বাংলা
নবাব অভয় মন্ডল বাংলা ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মাণ
অনুকূল রতন হিন্দি টিভি সংক্ষিপ্ত চলচ্চিত্র
অসময় বাংলা
ধীমনের দিনকাল খোরাজ বাংলা টিভি সিরিজ
কার্জোনার কালম মনোহর বাংলা
৭২ ঘন্টা পুলিন বাংলা
বস ২ বাংলা
২০১৮ ইন্সপেক্টর নটি কে পুলিশ পরিদর্শক বাংলা
নূর জাহান
রংবেরঙের কড়ি খগেন বাংলা
ব্ল্যাকবেল্ট বাংলা
চালবাজ বাংলা বাংলাদেশ ভারত চলচ্চিত্রে যোগদান
হামি কাউন্সিলর দিলীপ রক্ষিত বাংলা
ফ্ল্যাট নং ৬০৯ বাংলা
অস্কার প্রতারক পরিচালক বাংলা
আবর বসন্ত বিলাপ বাংলা
ভাইজান টিবিএ বাংলা
ধড়ক শচীন ভৌমিক (শচীন দাদা) হিন্দি
বাবলি
নাকাব ডাক্তার বাংলা ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মাণ
হইচই আনলিমিটেড বিজন চিরিমার বাংলা
ভুল রুট বনির চাচা বাংলা
আমি শুধু তোর হলাম
রসগোল্লা বাংলা
২০১৯ গোয়েন্দা তাতার পুলিশ অফিসার
যা কালা হয়ে গেল হিসাব
শঙ্কর মুদি
সোয়েটার টুকুর বাবা বাংলা
মিশা
দুর্গেশগড়ের গুপ্তধন অপরূপ চন্দ (অপু দা) বাংলা
শেষের গল্প
চার এ ৪২০
গোত্র
হুলুস্থুলু
লাভ ২০২০

২০২০ - বর্তমান সম্পাদনা

২০২০ টিকি-টাকা বাংলা জি৫ মৌলিক চলচ্চিত্র
চলো পটল তুলি বিনোদ বাংলা
২০২১ হীরালাল গিরিশ চন্দ্র ঘোষ বাংলা
হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী গোবু চন্দ্র মন্তরী বাংলা
একান্নবর্তী বাংলা
৭২ ঘন্টা বাংলা
২০২২ ৮/১২ বিনয় বাদল দীনেশ বাংলা
রাবন বাংলা
কিশমিশ গোবলু চ্যাটার্জি বাংলা
বেলা শুরু জ্যোতির্ময় বাংলা
ইস্কাবন বাংলা
জালবন্দী বাংলা
প্রথম বারের প্রথম দেখা বাংলা
কলি ও অর্জুন বাংলা
কলকাতা চলন্তিকা বাংলা
পাকা দেখা বাংলা
সিটি অব ঝাকাস বাংলা [৪]
শুভ বিজয়া বাংলা
সৎভূত অদ্ভুত বাংলা
প্রজাপতি গৌরের প্রতিবেশী এবং বন্ধু বাংলা বিশেষ উপস্থিতি
হামি ২ বাংলা
ভুবনবাবুর স্মার্ট ফোন পুলিশ অফিসার ভুজঙ্গ দত্ত বাংলা [৫]
২০২৩ দিলখুশ শক্তি বাংলা
ডাল বাটি চুরমা গদাধর গুপ্তা বাংলা
শিবপুর তপন বাংলা
সেফ দ্য মাদার পূজার বাবা বাংলা
ওহ লাভলি বাংলা
কোথায় তুমি বাংলা
মিশন রাণীগঞ্জ হিন্দি
বগলা মামা যুগ যুগ জিও বগলা মামা বাংলা
একটু সরে বসুন যোগেন বাংলা
প্রধান বাংলা
২০২৪ সেদিন কুয়াশা ছিল বাংলা
দারোগা মামুর কীর্তি বাংলা
ছোট্ট পিকলু বাংলা
এটা আমাদের গল্প নিত্য দা বাংলা
দাবাড়ু বাংলা
বুমেরাং বাংলা

ওয়েব ধারাবাহিক সম্পাদনা

  • কামিনী
  • রহস্য রোমাঞ্চো
  • ফেলুদা ফেরত
  • রশ্মি
  • ব্যাধ

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Kharaj Mukherjee interview"। WBRi। ১২ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১২ 
  2. "Bengali actors set to shine in B'wood movie"Times of India। জুন ১৫, ২০১২। ৪ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১২ 
  3. "Special twist in B'wood Kahaani"Times of India। ৯ জুন ২০১২। ৪ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১২ 
  4. SNS (২০২২-১০-০৭)। "'City of Jackals' is set to chill the thrill, just before winter"The Statesman (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৪ 
  5. আনন্দ, ওয়েব ডেস্ক, এবিপি (২০২২-০৮-১৭)। "হোয়াটসঅ্যাপকে 'হ্যান্ডস আপ', স্মার্টফোন ব্যবহারে আপত্তি, মজার মোড়কে বাস্তব গল্প"bengali.abplive.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৪ 

বহিঃসংযোগ সম্পাদনা