ক্রিস রাশওয়ার্থ

ইংরেজ ক্রিকেটার

ক্রিস্টোফার রাশওয়ার্থ (ইংরেজি: Chris Rushworth; জন্ম: ১১ জুলাই, ১৯৮৬) টাইন এন্ড ওয়্যার এলাকার সান্ডারল্যান্ডে জন্মগ্রহণকারী প্রথিতযশা প্রথম-শ্রেণীর ইংরেজ ক্রিকেটার। ইংরেজ কাউন্টি ক্রিকেটে ডারহাম দলের প্রতিনিধিত্ব করছেন তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার হিসেবে খেলে থাকেন। এছাড়াও ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে স্বীয় সক্ষমতা প্রদর্শন করে চলেছেন ক্রিস রাশওয়ার্থ

ক্রিস রাশওয়ার্থ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামক্রিস্টোফার রাশওয়ার্থ
জন্ম (1986-07-11) ১১ জুলাই ১৯৮৬ (বয়স ৩৭)
সান্ডারল্যান্ড, টাইন এন্ড ওয়্যার, ইংল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাবোলার
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৪, ২০১০-বর্তমানডারহাম (জার্সি নং ২২)
এফসি অভিষেক২৭ এপ্রিল ২০১০ ডারহাম বনাম ইয়র্কশায়ার
এলএ অভিষেক৫ জুলাই ২০০৪ ডারহাম বনাম শ্রীলঙ্কা এ
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা এফসি এলএ টি২০
ম্যাচ সংখ্যা ১১২ ৭২ ৮৪
রানের সংখ্যা ১,৩৯৪ ১৮৮ ২০
ব্যাটিং গড় ১২.৫৫ ১২.৫৩ ৩.৩৩
১০০/৫০ ০/১ ০/০ ০/০
সর্বোচ্চ রান ৫৭ ৩৮*
বল করেছে ১৯,৬৬৩ ৩,১৩৯ ১,৬১১
উইকেট ৪১৯ ১১১ ৭৮
বোলিং গড় ২৩.৭৬ ২৪.৯০ ২৬.৯৪
ইনিংসে ৫ উইকেট ২১
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ৯/৫২ ৫/৩১ ৩/১৪
ক্যাচ/স্ট্যাম্পিং ২৪/– ১৮/– ১৭/–
উৎস: ক্রিকইনফো, ৭ অক্টোবর ২০১৮

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

২০০৪ সালে কাউন্টি ক্রিকেটে মাইনর কাউন্টিজ চ্যাম্পিয়নশীপে নর্দাম্বারল্যান্ডের সদস্যরূপে সাফোকের বিপক্ষে অভিষেক ঘটে তার। এছাড়াও কাউন্টি দলটির সদস্যরূপে ২০০৫ সালে মাইনর কাউন্টিজ চ্যাম্পিয়নশীপে নরফোকের বিপক্ষে আরও কয়েকটি খেলায় অংশ নিয়েছিলেন তিনি।[১] ২০০৪ সালে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে লিস্ট এ ক্রিকেটে ডারহাম কাউন্টি ক্রিকেট ক্লাবের সদস্যরূপে অভিষেক ঘটে তার।[২] এরপর ২০১০ সালের পূর্ব-পর্যন্ত ডারহামের পক্ষে খেলার সুযোগ পাননি। ২০১০ সালের কাউন্টি চ্যাম্পিয়নশীপে ইয়র্কশায়ারের বিপক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তার।[৩] এছাড়াও একই বছরের ক্লাইডেসডেল ব্যাংক৪০ প্রতিযোগিতার লিস্ট এ ক্রিকেটের কয়েকটি খেলায়ও অংশ নিয়েছেন তিনি।[২] ২০১১ সালের ফ্রেন্ডস প্রভিডেন্ট টি২০ প্রতিযোগিতায় ওয়ারউইকশায়ারের বিপক্ষে টুয়েন্টি২০ খেলায় অভিষিক্ত হন তিনি।[৪]

অর্জনসমূহ সম্পাদনা

১৭ সেপ্টেম্বর, ২০১৪ তারিখে নর্দাম্পটনশায়ারের বিপক্ষে অবিস্মরণীয় ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনে স্বীয় সক্ষমতা দেখান। ৯/৫২ লাভের পর খেলায় ১৫/৯৫ পান। সবগুলো উইকেটই একদিনে পেয়েছিলেন ক্রিস্টোফার রাশওয়ার্থ। তার এ বোলিং পরিসংখ্যানটি কাউন্টি চ্যাম্পিয়নশীপে ডারহামের পক্ষে সেরা।[৫]

ডারহামের সাবেক উইকেট-রক্ষক ও অধিনায়ক ফিল মাস্টার্ড সম্পর্কে তার কাকাতো ভাই।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Minor Counties Championship Matches played by Chris Rushworth"। CricketArchive। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১১ 
  2. "List A Matches played by Chris Rushworth"। CricketArchive। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১১ 
  3. "First-Class Matches played by Chris Rushworth"। CricketArchive। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১১ 
  4. "Twenty20 Matches played by Chris Rushworth"। CricketArchive। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১১ 
  5. "Durham bowler takes 15 wickets to sink Northants"। BBC। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৪ 

বহিঃসংযোগ সম্পাদনা