ক্রিস্তিয়ান আনসালদি

আর্জেন্টিনীয় ফুটবলার

ক্রিস্তিয়ান দানিয়েল আনসালদি (জন্ম: ২০ সেপ্টেম্বর ১৯৮৬) হলেনে একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবলার, যিনি ইতালীয় ক্লাব ইন্টার মিলান হতে ধারে তরিনোতে ধারে এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি দুপায়েই ভালো খেলতে পারেন, এজন্য তিনি রাইট ব্যাক এবং লেফট ব্যাক উভয় পজিশনে খেলতে পারেন।[১]

ক্রিস্তিয়ান আনসালদি
রুবিন কাজানের হয়ে আনসালদি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ক্রিস্তিয়ান দানিয়েল আনসালদি
জন্ম (1986-09-20) ২০ সেপ্টেম্বর ১৯৮৬ (বয়স ৩৭)
জন্ম স্থান রোসারিও, আর্জেন্টিনা
উচ্চতা ১.৮১ মিটার (৫ ফুট ১১+ ইঞ্চি)
মাঠে অবস্থান রাইট ব্যাক
ক্লাবের তথ্য
বর্তমান দল
তরিনো
(ইন্টার মিলান হতে ধারে)
জার্সি নম্বর ১৫
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৫–২০০৮ নেওয়েলস ওল্ড বয়েস ২৯ (২)
২০০৮–২০১৩ রুবিন কাজান ১২৮ (২)
২০১৩–২০১৬ জেনিত সেন্ট পিটার্সবার্গ (১)
২০১৪–২০১৫আতলেতিকো মাদ্রিদ (ধার) (০)
২০১৫–২০১৬জেনোয়া (ধার) ২৪ (০)
২০১৬ জেনোয়া (০)
২০১৬– ইন্টার মিলান ২১ (০)
২০১৭–তরিনো (ধার) ২৫ (১)
জাতীয় দল
২০০৯– আর্জেন্টিনা (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৩১ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।

ক্যারিয়ার পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

১৮ নভেম্বর ২০১৪ পর্যন্ত হালনাগাদকৃত।[২]
জাতীয় দল এবং সাল অনুযায়ী উপস্থিতি এবং গোলসংখ্যা
জাতীয় দল সাল উপস্থিতি গোল
আর্জেন্টিনা
২০০৯
২০১১
২০১৩
২০১৪
মোট

আন্তর্জাতিক গোল সম্পাদনা

১৮ নভেম্বর ২০১৪ পর্যন্ত হালনাগাদকৃত।[২]
তারিখ, ভেন্যু, ম্যাচ, প্রতিপক্ষ, স্কোর, ফলাফল এবং প্রতিযোগিতা অনুযায়ী আন্তর্জাতিক গোল
নং. তারিখ ভেন্যু ম্যাচ প্রতিপক্ষ স্কোর ফলাফল প্রতিযোগিতা
১২ নভেম্বর ২০১৪ বোলেইন গ্রাউন্ড, লন্ডন, ইংল্যান্ড   ক্রোয়েশিয়া ১–১ ২–১ প্রীতি ম্যাচ

তথ্যসূত্র সম্পাদনা

  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; loan নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  2. ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে "ক্রিস্তিয়ান আনসালদি"ন্যাশনাল ফুটবল টিমস। বেঞ্জামিন স্ট্রাক-জিমারমান। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:Torino F.C. squad