ক্যাসিনো (চলচ্চিত্র)

সৈকত নাসির পরিচালিত ২০২৩-এর চলচ্চিত্র

ক্যাসিনো ২০২৩ সালের একটি বাংলাদেশি বাংলা ভাষার চলচ্চিত্র।[২] আব্দুল্লাহ জহির বাবুর গল্পের উপর ভিত্তি করে এই চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন সৈকত নাসির[৩] চলচ্চিত্রটির প্রযোজক হচ্ছেন রাজীব সারোয়ার। চিত্র গ্রহণ করছেন ফরহাদ হোসেন। যৌথভাবে সংলাপ রচনা করেছেন আবদুল্লাহ জহির বাবু এবং আসাদ জামান।[৪] চলচ্চিত্রের মুখ্য চরিত্রসমূহে অভিনয় করছেন নিরব, শবনম বুবলিতাসকিন রহমান। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল যা তাদের প্রযোজিত প্রথম ছায়াছবি।[২] ২০১৬ সালে চলচ্চিত্রে অভিষিক্ত বুবলি, এই প্রথম শাকিব খান ছাড়া ভিন্ন কোন নায়কের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন।[৫][৬][৭][৮] চলচ্চিত্রটি ২০২৩ সালের ২৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৯]

ক্যাসিনো
ক্যাসিনো চলচ্চিত্রের পোস্টার
পরিচালকসৈকত নাসির
প্রযোজকরাজীব সারোয়ার
রচয়িতাআসাদ জামান
চিত্রনাট্যকারসৈকত নাসির
কাহিনিকার
শ্রেষ্ঠাংশে
চিত্রগ্রাহকফরহাদ হোসেন
আকিব রায়হান (স্থিরচিত্র)
সম্পাদকআল-মামুন
প্রযোজনা
কোম্পানি
সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল
পরিবেশকসিমপ্লেক্স ইন্টারন্যাশনাল
মুক্তি
  • ২৯ জুন ২০২৩ (2023-06-29) (বাংলাদেশ)
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
নির্মাণব্যয়১.৫ কোটি[১]

পটভূমি সম্পাদনা

চলচ্চিত্রটি দেশের অর্থ অবৈধভাবে বিদেশে পাচারের প্রেক্ষাপট নিয়ে গড়ে ওঠেছে।

কুশীলব সম্পাদনা

প্রাক-প্রযোজনা সম্পাদনা

২০১৯ সালের জুলাই হতে সৈকত নাসির 'ক্যাসিনো' চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা শুরু করেন। আব্দুল্লাহ জহিরের গল্প হতে চিত্রনাট্য তৈরি করার পর, ক্যাসিনো চলচ্চিত্রের নাম নিবন্ধন করা হয়। নির্মাণ পরিকল্পনা গ্রহণের সময় হতে নিরবের সাথে তার চরিত্র নিয়ে আলোচনা করেন।[২] বুবলি এই সময় শাকিব খানের বিপরীতে 'বীর' চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রযোজনা প্রতিষ্ঠান 'এসকে ফিল্মস'-এর সাথে চুক্তিবদ্ধ রয়েছেন। বীর-এর চিত্রগ্রহণ ২০১৯-এর নভেম্বর হতে শুরু হওয়ার পরিকল্পনা থাকলেও চিত্রগ্রহণ শুরুর সময় পিছিয়ে যাওয়ায় বুবলিকে 'ক্যাসিনো'-তে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়।[২২] শাকিব খান ছাড়া অন্য কোন অভিনেতার বিপরীতে বুবলী অভিনয় করবেন কিনা, বিষয়টি নিয়ে সৈকত নাসির নিশ্চিত ছিলেন না।[২৩] এসকে ফিল্মসের অনুমতি নিয়ে ক্যাসিনো চলচ্চিত্রে অভিনয়ের জন্য সম্মতি দেন বুবলি।[২][২৪] ১০ নভেম্বর বুবলী, নিরব ও তাসকিন এই চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন।[২]

নির্মাণ সম্পাদনা

প্রাক-নির্মাণ সম্পাদনা

মুখ্য চিত্রগ্রহণের জন্য প্রায় এক মাস সময় নিয়ে ৭০ জন কর্মীর সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর জসিম ফ্লোরে ক্যাসিনো, বার, গোয়েন্দা পুলিশ ও ইন্টারপোলের দপ্তরের সেট নির্মাণ করা হয়।[২৫] চিত্রগ্রহণ করার ঘোষণা দেয়া হয় ২০১৯ সালের ২৪ নভেম্বর।[২৬][২৭][২৮] অধিকাংশ চিত্রগ্রহণ ঢাকাতে করা ছাড়াও ইন্দোনেশিয়ার বালি ও নেপালে ক্যাসিনো'র দৃশ্যধারণ করার ঘোষণা দেয়া হয়।[২৯][৩০] চিত্রগ্রহণ শুরু হওয়ার আগে নিরব ও বুবলি মারামারির দৃশ্যে অভিনয়ের জন্য প্রশিক্ষণ নেন।[২৭]

মুখ্য চিত্রগ্রহণ সম্পাদনা

তিন ধাপে চলচ্চিত্রটির সম্পূর্ণ চিত্রগ্রহণ সম্পন্ন হয়।[৩১] ২৪ নভেম্বর, ২০১৯ হতে ঢাকার পূর্বাচলে '৩০০ ফিট' অঞ্চলে নীলা মার্কেট এর বিপরীতে ফায়ার সার্ভিস এলাকায়[৩২] নিরব, বুবলি ও তাসকিনকে নিয়ে ক্যাসিনো'র চিত্রগ্রহণ শুরু হয়।[৪][৩৩][৩৪][৩৫] সৈকত নাসির ২৬ নভেম্বর হতে ৭ ডিসেম্বর পর্যন্ত গোপনীয়তার সাথে বিএফডিসি-র জসিম ফ্লোরে 'ইনডোর' দৃশ্যাবলির চিত্রগ্রহণ করেন।[১১][২৫][৩৬] প্রথম ধাপে ২০১৯ সালের মধ্যে সৈকত নাসির ৮০ ভাগ চিত্রগ্রহণ সম্পন্ন করেন।[৩৭] দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা নদী পাড়ে নিরব ও তাসকিনকে নিয়ে মারামারির দৃশ্য ও গানের চিত্রায়ন করা হয়।[৩৮] ২০২০ সালের ৭ জানুয়ারি ঢাকার বনানীতে গানের দৃশ্য ধারণ করা হয়।[৩৯] ২০২০ সালের মার্চ-এর প্রথম সপ্তাহে ক্যাসিনো'র মুখ্য চিত্রগ্রহণ সম্পন্ন হয়।[৩১][৪০] ফুটেজ নষ্ট হওয়ার কারণে ২০২১ সালের ৩১ মার্চ, কিছু দৃশ্য পুনরায় ধারণ করা হয়েছিল।[৪১]

সঙ্গীত সম্পাদনা

ক্যাসিনো'র গানগুলিতে কন্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল,[৪২] কোনাল, সাজ্জাৎ হোসেন ও শাহরিয়ার আলম মার্সেল।[৩৭][৪৩]

প্রচারণা সম্পাদনা

গণমাধ্যমে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা[৪৪][৪৫][৪৬] দেয়ার সাথে সৈকত নাসির ও নিরব তাদের ফেসবুক পাতায় প্রাথমিক প্রচারের জন্য প্রথম বর্ণন হিসেবে সাকিব শৈখিনের প্রস্তুত করা একটি পোস্টার প্রকাশ করেন।[৪৭][৪৮] গল্পের চমক ধরে রাখার স্বার্থে ক্যাসিনো'র 'টিজার', ট্রেইলার ও গান প্রকাশের আগে অভিনয়শিল্পীরা গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ক্যাসিনো'র রূপসজ্জা, স্থিরচিত্র ও চরিত্র অবয়ব প্রকাশ করা হতে বিরত থাকেন।[৩৬][৪৯] তবে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ফেসবুক পাতায় চিত্রগ্রহণের স্থিরচিত্র ও হালনাগাদ খবর প্রকাশ করতে থাকে। প্রচারণার জন্য পরবর্তীতে তাসকিন ও নিরবকে প্রাধান্য দিয়ে আরো দুটি পোস্টার প্রকাশিত হয়। ২০১৯ সালের ৮ ডিসেম্বর, তাসকিন অভিনীত চরিত্রটির অবয়ব বর্ণন প্রকাশিত হয়।[৫০] ক্যাসিনো'র আনুষ্ঠানিক পোস্টার ২০২০ সালের ৭ মে নিরবকে প্রাধান্য দিয়ে কলাকুশলীদের নামসহ সামাজিক মাধ্যমে আসে।[৫১]

মুক্তি সম্পাদনা

চলচ্চিত্রটি ২০২৩ সালের ২৯ জুন বেশ কয়েকটি সিনেপ্লেক্সসহ দেশের ১৬টি একক প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৯]

তথ্যসূত্র সম্পাদনা

  1. মামুন, অনিন্দ্য (২৮ জুন ২০২৩)। "ঈদে ১০ কোটি টাকার সিনেমা!"সমকাল। ২৭ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২৩ 
  2. "শাকিবের বাইরে প্রথমবার বুবলী: নতুন ছবি 'ক্যাসিনো', নায়ক নিরব"চ্যানেল আই অনলাইন। ২০১৯-১১-১৭। ২০২০-০৭-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৭ 
  3. "Nirab and Bubly in 'Casino'"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৯-১১-১৮। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৪ 
  4. "শুরু হলো নিরব-বুবলীর 'ক্যাসিনো'"চ্যানেল আই অনলাইন। ২০১৯-১১-২৪। ২০২০-০৭-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৫ 
  5. "শাকিব ছাড়া ক্যাসিনোতে বুবলী"বাংলাদেশ প্রতিদিন। ২০১৯-১১-১৭। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৭ 
  6. "বুবলির নায়ক নিরব"দ্য ডেইলি স্টার। ২০১৯-১১-১৭। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৭ 
  7. "শাকিব ছাড়া বুবলীর পথচলা শুরু"এনটিভি অনলাইন। ২০১৯-১১-১৯। ২০২০-০৭-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২০ 
  8. "'ক্যাসিনো' যাত্রা"দৈনিক ভোরের কাগজ। ২০১৯-১১-২৩। ২০১৯-১১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৪ 
  9. প্রতিবেদক, বিনোদন (২০২৩-০৬-২৯)। "ঈদে মুক্তি পাচ্ছে পাঁচটি সিনেমা, কোন সিনেমা কতটি হলে"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৯  উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে ":2" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  10. "ক্যাসিনোয় চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা বুবলী!"দৈনিক যুগান্তর। ২০১৯-১১-২১। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৮ 
  11. "বুবলি নায়িকা নাকি খলনায়িকা, ক্যাসিনো নিয়ে ধোঁয়াশা"আরটিভি। ২০১৯-১২-০৮। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১১ 
  12. "তাসকিন এবার 'ক্যাসিনো' ওয়ার্ল্ডের প্রিন্স"চ্যানেল আই অনলাইন। ২০১৯-১২-০৯। ২০২০-০৭-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১১ 
  13. "তাসকিনের 'ক্যাসিনো'র ফার্স্টলুক প্রকাশ"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০১৯-১২-০৯। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১১ 
  14. "দুই চলচ্চিত্রে সাদিয়া"মানবজমিন। ২০১৯-১২-০৯। ২০২০-০৭-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১১ 
  15. "আবার যেন প্রাণ ফিরে পেয়েছে এফডিসি"প্রথম আলো। ২০২০-০১-০৭। ২০২০-০১-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-০৮ 
  16. "ডাবিং ছাড়া প্রস্তুত 'ক্যাসিনো', এলো পোস্টার"বাংলা ট্রিবিউন। ২০২০-০৫-০৭। ২০২০-০৬-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০৮ 
  17. "ক্যাসিনোর পোস্টারে একাই একশো চিত্রনায়ক নিরব"জাগো নিউজ। ২০২০-০৫-০৭। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০৮ 
  18. "Munim debuts on big screen with 'Casino'"ডেইলি সান (ঢাকা) (ইংরেজি ভাষায়)। ২০২০-০৭-০৮। সংগ্রহের তারিখ ২০২০-০৭-৩০ 
  19. "প্রথমবার ছবিতে মুনিম এহসান"দৈনিক যুগান্তর। ২০২০-০৬-২৯। সংগ্রহের তারিখ ২০২০-০৭-৩০ 
  20. "আনোয়ারের নবাব এলএলবি"বাংলাদেশ প্রতিদিন (ইংরেজি ভাষায়)। ২০২০-০৮-৩০। সংগ্রহের তারিখ ২০২০-০৮-৩০ 
  21. "মডেলিং থেকে সিনেমায়: নায়ক নয়, 'নবাব এলএলবি'র ভিলেন"চ্যানেল আই অনলাইন। ২০২০-০৯-০৪। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  22. "শাকিবের অনুমতি নিয়ে নিরবের কাছে বুবলি!"সময় টিভি। ২০১৯-১১-২৬। ২০১৯-১১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৮ 
  23. "শাকিব খান নন, এবার বুবলীর নায়ক নিরব"প্রথম আলো। ২০১৯-১১-১৭। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৭ 
  24. "শাকিবের অনুমতি নিয়ে নিরবের কাছে বুবলী!"এনটিভি অনলাইন। ২০১৯-১১-২৬। ২০২০-০৭-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৮ 
  25. "বিশেষ গোপনীয়তায় এফডিসিতে 'ক্যাসিনো'র শুট"এনটিভি অনলাইন। ২০১৯-১২-০৫। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১১ 
  26. "বুবলীর 'ক্যাসিনো', নায়ক নিরব"মানবজমিন। ২০১৯-১১-১৮। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৮ 
  27. "এবার ফেসবুকে একসঙ্গে নিরব-বুবলী!"এনটিভি অনলাইন। ২০১৯-১১-১৯। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২০ 
  28. "এই মুহূর্তে বুবলীর তিনটি ইচ্ছে কী, জানেন?"এনটিভি অনলাইন। ২০১৯-১১-২৩। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৪ 
  29. "শাকিব খানকে ছেড়ে প্রথমবার বুবলী, নতুন সঙ্গী নিরব"দেশ রূপান্তর। ২০১৯-১১-১৭। ২০১৯-১১-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৭ 
  30. "এ বছরই শেষ হবে 'ক্যাসিনো'র কাজ!"বণিক বার্তা। ২০১৯-১১-১৮। ২০২০-০৬-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৮ 
  31. "শেষ হলো নিরব-বুবলীর 'ক্যাসিনো'"চ্যানেল আই অনলাইন। ২০২০-০৩-০৫। ২০২০-০৬-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৮ 
  32. "বুবলীকে নিয়ে ক্যাসিনোতে ডুবে আছেন নিরব"জাগো নিউজ। ২০১৯-১২-০২। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৪ 
  33. "বছর শেষে চলচ্চিত্রে সুবাতাস"প্রথম আলো। ২০১৯-১১-২৫। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৫ 
  34. "বার্তার ক্যামেরায় সাদা তাসকিন"বার্তা২৪। ২০১৯-১২-০১। ২০১৯-১২-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৪ 
  35. "দুপুর থেকে সন্ধ্যা নিরব বুবলির গোলাগুলি"বার্তা২৪। ২০১৯-১২-০১। ২০১৯-১২-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৪ 
  36. "লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফিরেছে এফডিসি"প্রথম আলো। ২০১৯-১১-২৯। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০১ 
  37. "শেষ হচ্ছে নিরব-বুবলীর 'ক্যাসিনো'"চ্যানেল আই অনলাইন। ২০১৯-১২-৩০। সংগ্রহের তারিখ ২০১৯-১২-৩১ 
  38. "শীতলক্ষ্যা নদীর পাড়ে নিরব-তাসকিনের মারামারি"জাগো নিউজ। ২০২০-০১-০৭। সংগ্রহের তারিখ ২০২০-০১-০৮ 
  39. "নতুন একটি চরিত্র করার সুযোগ পেয়েছি"প্রথম আলো। ২০২০-০১-১৪। ২০২০-০১-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৪ 
  40. "মুক্তির অপেক্ষায় নিরব-বুবলীর ক্যাসিনো"দৈনিক ইনকিলাব। ২০২০-০৩-০৭। ২০২০-০৩-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৮ 
  41. "ফুটেজ নষ্ট, ফের শুটিংয়ে বুবলী"এনটিভি অনলাইন। ২০২১-০৩-৩১। সংগ্রহের তারিখ ২০২১-০৩-৩১ 
  42. "'নিজের জন্যও সময় বের করতে পারছি না'"মানবজমিন। ২০১৯-১২-২৭। ২০১৯-১২-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-০২ 
  43. "মার্সেলের 'তুমি থাকো বহুদূরে'"মানবজমিন। ২০২০-০২-২২। ২০২০-০২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৪ 
  44. "বুবলী এবার অন্য কারও"দৈনিক আমাদের সময়। ২০১৯-১১-১৭। ২০১৯-১১-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৭ 
  45. "শাকিব ছাড়াই ক্যাসিনোতে বুবলী"সময় টিভি। ২০১৯-১১-১৭। ২০১৯-১১-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৭ 
  46. "শাকিব ছাড়াই এবার নতুন ছবিতে বুবলী"আরটিভি অনলাইন। ২০১৯-১১-১৭। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৭ 
  47. "সৈকত নাসিরের 'ক্যাসিনো' নিরব-বুবলী জুটি"দৈনিক কালের কন্ঠ। ২০১৯-১১-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৭ 
  48. "শাকিব খান ছাড়াই বুবলী, নায়ক নিরব!"বাংলা ট্রিবিউন। ২০১৯-১১-১৭। ২০১৯-১১-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৭ 
  49. "'ক্যাসিনো'র প্রথম ধাপ শেষে 'বীর'"মানবজমিন। ২০১৯-১১-৩০। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০২ 
  50. "ক্যাসিনোর পোস্টারে শুধুই তাসকিন"দৈনিক সমকাল। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১৫ 
  51. "'ক্যাসিনো'র অফিশিয়াল পোস্টারে নিরব"এনটিভি অনলাইন। ২০২০-০৫-০৮। ২০২০-০৭-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-০৮ 

বহিঃসংযোগ সম্পাদনা