ক্যারেট ভরের একটি একক যা ২০০ মিলি গ্রামের সমান (০.২ গ্রাম; ০.০০৭০৫৫ আউন্স)। মূল্যবান পাথর ও রত্ন পরিমাপ করতে ক্যারেট একক ব্যবহার করা হয়। আগে কেবল হীরা পরিমাপের জন্যই এটি একক হিসেবে ব্যবহার করা হতো। তবে এখন অন্যান্য মূল্যবান রত্নপাথর পরিমাপের একক হিসেবেও এটি ব্যবহার করা হয়।[১]

এক ক্যারেট হীরা
ডায়মন্ড-ওজনের কিট, ওজন সহ গ্রাম এবং ক্যারেটে লেবেলযুক্ত।

তথ্যসূত্র সম্পাদনা

  1. American Association for the Advancement of Science (১৯০৮)। Science। American Association for the Advancement of Science। পৃষ্ঠা 144। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১২