ক্যাথরিন (থ্যাকারির উপন্যাস)

ক্যাথরিন: আ স্টোরি (ইংরেজি: Catherine: A Story) হল উইলিয়াম ম্যাকপিস থ্যাকারির রচিত প্রথম দীর্ঘ কথাসাহিত্য। এটি ১৮৩৯ সালের মে থেকে ১৮৪০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ফ্রেজার্স পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়, পত্রিকায় প্রকাশকালে এটি "ইকি সলোমন্স, এস্ক. জুনিয়র" নামের অধীনে প্রকাশিত হত।[১] এই লেখনীতে থ্যাকারির মূল অভিপ্রায় ছিল অপরাধমূলক কথাসাহিত্যের নিউগেট শাখার সমালোচনা করা। থ্যাকারি তার সমালোচনায় চার্লস ডিকেন্সে অলিভার টুইস্ট উপন্যাসের সহৃদয় পথচারী ন্যান্সি ও সুদর্শন পকেটমার আর্টফুল ডজারের অবতারণা করেন।[২]

ক্যাথরিন
লেখকউইলিয়াম ম্যাকপিস থ্যাকারি
মূল শিরোনামCatherine
দেশযুক্তরাজ্য
ভাষাইংরেজি
ধরনউপন্যাস
পটভূমি১৮শ শতাব্দী
প্রকাশিত১৮৪০
মিডিয়া ধরনমুদ্রিত
পৃষ্ঠাসংখ্যা১১৮
আইএসবিএন৯৭৮১৪৩৪৬১৬৭৬০

তথ্যসূত্র সম্পাদনা

  1. হার্ডেন, এডগার (২০০৩)। A William Makepeace Thackeray Chronology। পেলগ্রেভ ম্যাকমিলান। পৃষ্ঠা ৪৫। আইএসবিএন 978-0-230-59857-7। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২০ 
  2. মোনসরাট, অ্যান (১৯৮০), An Uneasy Victorian: Thackeray the Man, 1811-1863. লন্ডন: ক্যাসেল, পৃষ্ঠা ৯৪-৯৫।

বহিঃসংযোগ সম্পাদনা