কোরিয়ান ব্রডকাস্টিং সিস্টেম

কোরিয়ান ব্রডকাস্টিং সিস্টেম (কোরীয়: 한국방송공사, ইংরেজি: Korean Broadcasting System; এছাড়াও কেবিএস নামে পরিচিত) হলো দক্ষিণ কোরিয়ার পাবলিক সম্প্রচারক।[১] এটি ১৯২৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি দক্ষিণ কোরিয়ার বৃহত্তম টেলিভিশন নেটওয়ার্কগুলোর মধ্যে অন্যতম হিসাবে রেডিও, টেলিভিশন এবং অনলাইন পরিষেবা পরিচালনা করে।

কোরিয়ান ব্রডকাস্টিং সিস্টেম
দেশ দক্ষিণ কোরিয়া
প্রধান কার্যালয়সিওল, দক্ষিণ কোরিয়া
অফিসিয়াল ওয়েবসাইট
www.kbs.co.kr

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Channel Info"KBS English। ১৯ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৪