কোক স্টুডিও বাংলা (মৌসুম ১)

কোক স্টুডিও বাংলার প্রথম মৌসুম

বাংলাদেশী সঙ্গীত বিষয়ক টেলিভিশন অনুষ্ঠান কোক স্টুডিও বাংলার প্রথম মৌসুম ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত সম্প্রচারিত হয়েছে। মৌসুমটি প্রযোজনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব এবং নির্বাহী প্রযোজনা করেছে কোকা-কোলা বাংলাদেশ।

কোক স্টুডিও বাংলা
মৌসুম ১
শ্রেষ্ঠাংশেনির্বাচিত শিল্পী
মূল উৎপত্তির দেশবাংলাদেশ
মুক্তি
মূল চ্যানেলওয়েবকাস্ট
মূল মুক্তির তারিখ৭ ফেব্রুয়ারি ২০২২ (2022-02-07) –
১ সেপ্টেম্বর ২০২২ (2022-09-01)
মৌসুম কালক্রম
পরবর্তী →
মৌসুম ২

শিল্পী সম্পাদনা

প্রযোজনা সম্পাদনা

মৌসুম ১-এর উদ্বোধন অনুষ্ঠানে শায়ান চৌধুরী অর্ণব বলেন,

কোক স্টুডিও হল সাংস্কৃতিক সংমিশ্রণের মূর্ত প্রতীক এবং বিচিত্র সুরের প্রশান্তিদায়ক মিশ্রণ। আর একজন সঙ্গীত প্রযোজক হিসেবে প্ল্যাটফর্মে যোগ দিতে পারাটা আমার জন্য খুবই গর্বের বিষয়।

— শায়ান চৌধুরী অর্ণব প্রযোজক, কোক স্টুডিও বাংলা

পর্ব সম্পাদনা

সবগুলি গান প্রযোজনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব[১]

# মুক্তির তারিখ গানের নাম শিল্পী গীতিকার রচনা তথ্যসূত্র
মৌসুম শুরু / আবহসঙ্গীত
- ৭ ফেব্রুয়ারি ২০২২ একলা চলো নির্বাচিত শিল্পী গগন হরকরা, জিয়াউর রহমানরবীন্দ্রনাথ ঠাকুর [২]
গান
২৩ ফেব্রুয়ারি ২০২২ নাসেক নাসেক অনিমেষ রায়পান্থ কানাই অনিমেষ রায় ও আব্দুল লতিফ অদিত রহমান [৩]
১ এপ্রিল ২০২২ প্রার্থনা মমতাজ বেগম ও মিজান রহমান রমেশ শীল ও গিরিন চক্রবর্তী শায়ান চৌধুরী অর্ণব [৪]
১৪ এপ্রিল ২০২২ বুলবুলি ঋতুরাজ বৈদ্য ও সানজিদা মাহমুদ নন্দিতা কাজী নজরুল ইসলাম ও সৈয়দ গাউসুল আলম শাওন শুভেন্দু দাস শুভ [৫][৬]
৩ মে ২০২২ ভবের পাগল নিগার সুমি ও জালালি সেট লালন শাহ, জালালি সেট ও কে.এম. মেহেদী হাসান আনসারী শায়ান চৌধুরী অর্ণব [৭]
১৫ মে ২০২২ চিলতে রোদ শায়ান চৌধুরী অর্ণব ও রিপন কুমার সরকার (বগা তালেব) সারণ দত্ত ও আব্বাসউদ্দীন আহমদ শায়ান চৌধুরী অর্ণব
৩ জুন ২০২২ ভিন্নতার উৎসব বিভিন্ন শিল্পীবৃন্দ কে এম মেহেদী হাসান আনসারী, গাওসুল আলম শাওন, দিবস কৃষ্ণ বিশ্বাস ও রুসলান রেহমান শায়ান চৌধুরী অর্ণব
২১ জুন ২০২২ সব লোকে কয় কানিজ খন্দকার মিতু ও সৌম্যদীপ মুর্শিদাবাদী লালন শাহকবীর দাস শায়ান চৌধুরী অর্ণব
১৪ জুলাই ২০২২ লীলাবালি ওয়ার্দা আশরাফ, আরমীন মূসা, সাবজিদা মাহমুদ নন্দিতা, মাশা ইসলাম, রুবায়াত রেহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, কারিশমা শানু সভ্যতা, তাসফিয়া ফাতিমা (তাশফি) ও মো. মাখন মিয়া রাধারমণ দত্তবারী সিদ্দিকী শায়ান চৌধুরী অর্ণব
৫ আগস্ট ২০২২ দখিন হাওয়ার মধুবন্তী বাগচী ও তাহসান রহমান খান মীরা দেববর্মণ ও সৈয়দ গাউসুল আলম শাওন শায়ান চৌধুরী অর্ণব [৮]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বাংলাদেশে 'কোক স্টুডিও বাংলা'র যাত্রা শুরু"একুশে টেলিভিশন। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২২ 
  2. "'কোক স্টুডিও বাংলা'র যাত্রা শুরু, এলো ভিডিও"বাংলা ট্রিবিউন। ১৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২২ 
  3. মাহ্‌মুদ, রাসেল। "বেশ কিছু গান শোনানোর পর তিনি 'নাসেক নাসেক' বেছে নিলেন"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২২ 
  4. "কোক স্টুডিও বাংলা: মমতাজ-মিজানের কণ্ঠে এলো 'প্রার্থনা'"banglanews24.com। ২ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৪ মে ২০২২ 
  5. Bulbuli | Coke Studio Bangla | Season One | Ritu Raj X Nandita (ভিডিও)। ঢাকা: কোক স্টুডিও বাংলা। ১৪ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২২ – ইউটিউব-এর মাধ্যমে। 
  6. "বুলবুলি: কোক স্টুডিও বাংলায় এবার নজরুলের গজল"। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ১৫ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩ মে ২০২২ 
  7. Bhober Pagol | Coke Studio Bangla | Season One | Nigar Sumi X Jalali Set (ভিডিও)। ঢাকা: কোক স্টুডিও বাংলা। ৩ মে ২০২২। সংগ্রহের তারিখ ৩ মে ২০২২ – ইউটিউব-এর মাধ্যমে। 
  8. "Coke Studio Bangla unveils Tahsan and Madhubanti's 'Dokhino Hawa'"দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (ইংরেজি ভাষায়)। ৫ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২২