কেনেথ বেইনব্রিজ

মার্কিন পদার্থবিজ্ঞানী

কেনেথ টম্পকিনস বেইনব্রিজ একজন মার্কিন পদার্থবিজ্ঞানী। তিনি সাইক্লোট্রন নিয়ে গবেষণা করেন। তিনি ম্যানহাটন প্রকল্প এর ট্রিনিটি তেস্ট এর পরিচালক ছিলেন, যেটি ১৯৪৫ সালের ১৬ জুলাই সংঘটিত হয়।

কেনেথ টম্পকিনস বেইনব্রিজ
জন্ম(১৯০৪-০৭-২৭)২৭ জুলাই ১৯০৪
মৃত্যু১৪ জুলাই ১৯৯৬(1996-07-14) (বয়স ৯১)
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি (এসবি, এসএম.)
প্রিন্সটন বিশ্ববিদ্যালয় (Ph.D.)
পরিচিতির কারণNuclear mass measurements
Director of the Trinity nuclear test
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
ডক্টরাল উপদেষ্টাহেনরি ডিওলফ স্মিথ
ডক্টরেট শিক্ষার্থীএডওয়ার্ড মিল্‌স পারসেল
স্বাক্ষর

জীবনী সম্পাদনা

বেইনব্রিজ ১৯০৪ সালের ২৭ জুলাই নিউ ইয়র্কের কুপারস্টাউনে জন্মগ্রহণ করেন। তিনি ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে তড়িৎ প্রকৌশলে ব্যাচেলর অব সায়েন্স এবং মাস্টার অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি গ্রীষ্মকালীন ছুটিতে ম্যাসাচুসেটস এবং নিউ ইয়র্কের জেনারেল ইলেকট্রিক ল্যাবরেটরীতে কাজ করতেন। সেখানে তিনি ফটোইলেক্ত্রিক টিউব সম্পর্কিত তিনটি প্যাটেন্ট লাভ করেন। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়হেনরি ডিওলফ স্মিথ এর তত্ত্বাবধানে ১৯২৯ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

তথ্যসূত্র সম্পাদনা