কৃষ্ণা দেবনাথ

বাংলাদেশী বিচারক

কৃষ্ণা দেবনাথ (জন্ম: ১০ অক্টোবর ১৯৫৫) হলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি ছিলেন।[১][২] তিনি বাংলাদেশের আপিল বিভাগের প্রথম হিন্দু নারী বিচারপতি এবং হাইকোর্ট বিভাগের ষষ্ঠ নারী বিচারক।

মাননীয় বিচারক
কৃষ্ণা দেবনাথ
বাংলাদেশের উচ্চ আদালত বিভাগ
কাজের মেয়াদ
১৮ এপ্রিল ২০১০ – ৯ অক্টোবর ২০২২
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1955-10-10) ১০ অক্টোবর ১৯৫৫ (বয়স ৬৮)
জাতীয়তাবাংলাদেশী
পিতামাতাদিনেশ চন্দ্র দেবনাথ (পিতা)
বেণু দেবনাথ (মাতা)
জীবিকাবিচারক

প্রাথমিক জীবন এবং শিক্ষা সম্পাদনা

কৃষ্ণা দেবনাথ ১০ই অক্টোবর ১৯৫৫ সালে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দিনেশ চন্দ্র দেবনাথ এবং মাতার নাম বেণু দেবনাথ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রী অর্জন করেন।[১]

কর্মজীবন সম্পাদনা

কৃষ্ণা দেবনাথ ১৯৮১ সালের ৮ ডিসেম্বর বিচার বিভাগে মুনসেফ হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৯৮ সালের ১ নভেম্বর পদোন্নতি পেয়ে তিনি জেলা ও দায়রা জজ হন।[৩] ২০১০ সালের ১৮ এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং ২০১২ সালের ১৫ই এপ্রিল একই বিভাগে স্থায়ী বিচারক পদে নিয়োগ পান।[৪]

২০২২ সালের জানুয়ারিতে, বাংলাদেশের রাষ্ট্রপতি তাকেসহ বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান, বিচারপতি এম এনায়েতুর রহিমকে সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ প্রদান করেন।[৩] তিনি ৯ অক্টোবর ২০২২ অবসরে যান।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বিচার বিভাগে নারীর অবদান"। চীন রেডিও আন্তর্জাতিক। ২০১৬-০৫-০১। ২০১৭-০৭-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-২৩ 
  2. "নারীরা এগিয়ে আসছেন বিচার বিভাগেও"দৈনিক প্রথম আলো। ১৪ মার্চ ২০১৭। 
  3. "আপীল বিভাগে নতুন চার বিচারপতি নিয়োগ"দৈনিক জনকন্ঠ। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২ 
  4. ইসলাম, ফকরুল (২০১৭-০৪-১৪)। "নারীরা এগিয়ে আসছেন বিচার বিভাগেও"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-২৩ 
  5. "কর্ম জীবনের শেষ দিনে বিচারপতি কৃষ্ণা দেবনাথ"banglanews24.com। ২০২২-০৯-০১। সংগ্রহের তারিখ ২০২৩-১০-১৫