কুশল চক্রবর্তী

ভারতীয় অভিনেতা

কুশল চক্রবর্তী (জন্ম: ২১ জুলাই ১৯৬৯) একজন ভারতীয় বাঙালি অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক।[১] ছয় বছর বয়সে[২] তিনি সত্যজিৎ রায়ের ছবি সোনার কেল্লায় মূল চরিত্রে অভিনয় করেছিলেন। কুশল যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক পাস করেন।[৩]

কুশল চক্রবর্তী
কুশল চক্রবর্তীর বিয়ে
জন্ম (1969-07-21) ২১ জুলাই ১৯৬৯ (বয়স ৫৪)
মাতৃশিক্ষায়তনযাদবপুর বিশ্ববিদ্যালয় (বি.ই. সিভিল ইঞ্জিনিয়ারিং)
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৭৪ — বর্তমান

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

অভিনেতা হিসাবে সম্পাদনা

  1. আকাশ ছোঁয়া ২০১৬
  2. আলোর খোঁজে ২০১৫
  3. মহাসংগ্রাম ২০০৬
  4. তিন এক্কে তিন ২০০৪
  5. শর্বরী ২০০৩
  6. আনাম্নি অঙ্গনা ২০০২
  7. দেবা ২০০২
  8. এবং তুমি আর অমি ২০০১
  9. এটাই স্বর্গ ২০০১
  10. দাবি ২০০০
  11. সম্প্রদান ১৯৯৯
  12. সন্তান ১৯৯৯
  13. রণক্ষেত্র ১৯৪৮
  14. চন্দ্রগ্রহণ ১৯৯৭
  15. প্রেম জোয়ারে ১৯৯৭
  16. নিখোঁজ ১৯৯৬
  17. কাকাবাবু হেরেই গেলেন ১৯৯৫
  18. সংসার সংগ্রাম ১৯৯৫
  19. ভালোবাসা ও অন্ধকার ১৯৯২
  20. সোনার কেল্লা ১৯৭৪
  21. সমান্তরাল ২০১৭
  22. অসময় ২০১৭
  23. কার্জনের কলম ২০১৭

পরিচালক হিসাবে সম্পাদনা

  1. শ্বেত কপোত (১৯৮৯) (ঋতুপর্ণা সেনগুপ্তা’র অভিষেক)[৪]
  2. হিয়ার মাঝে
  3. সাহিত্যের সেরা সময়
  4. ধ্যাত্তেরিকা
  5. বিজয়িনী
  6. সোম থেকে শনি

টিভি সম্পাদনা

  1. তৃতীয় পুরুষ (জি বাংলায় প্রচারিত)
  2. যদি প্রেম দিলে না প্রাণে (জি বাংলায় প্রচারিত)
  3. সংঘাত (জি বাংলায় প্রচারিত)
  4. @ভালোবাসা ডটকম (স্টার জলশায় প্রচারিত) অগ্নি হিসাবে
  5. বোঝেনা সে বোঝেনা (স্টার জলশায় প্রচারিত) শরৎ হিসাবে
  6. রাজজোটক (জি বাংলায় প্রচারিত)
  7. রাশি (জি বাংলায় প্রচারিত)
  8. আপনজন (কালার্স বাংলায় প্রচারিত)
  9. ব্যোমকেশ (২০১৪ টিভি সিরিজ) (কালার্স বাংলায় প্রচারিত)
  10. আমার দুর্গা (জি বাংলায় প্রচারিত)
  11. খোকাবাবু (টিভি সিরিজ) জগন্নাথ মুখোপাধ্যায় (স্টার জলশায় প্রচারিত) হিসাবে
  12. জরোয়ার ঝুমকো (জি বাংলায় প্রচারিত) হিরক রায় চরিত্রে
  13. বাজলো তোমার আলোর বেনু নিশিকান্ত পাল চরিত্রে
  14. জাহানারা (কালার্স বাংলায় প্রচারিত) নিজামুদ্দিন শেখ হিসাবে
  15. কৃষ্ণকলি (জি বাংলায় প্রচারিত) আম্রপালি’র বাবা চরিত্রে
  16. আলো ছায়া অলোকেন্দু অধিকারী চরিত্রে
  17. তিতলী অপরেশ বোস চরিত্রে
  18. যমুনা ঢাকি (জি বাংলায় প্রচারিত)
  19. গঙ্গারাম (স্টার জলশায় প্রচারিত) নেপাল রায় চরিত্রে
  20. বরণ (স্টার জলশায় প্রচারিত) নন্দন ব্যানার্জী চরিত্রে
  21. সর্বজয়া (জি বাংলায় প্রচারিত) সঞ্জয় চৌধুরী চরিত্রে
  22. মাধবীলতা (স্টার জলশায় প্রচারিত)[৫]
  23. কমলা ও শিমরান পৃথ্বিরাজ (স্টার জলশায় প্রচারিত)

জীবনী সম্পাদনা

২০০৯ সালের ১১ ই ডিসেম্বর কুশল সঙ্গীতা চক্রবর্তীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহবিচ্ছেদের পরে তিনি ২০১৫ সালের জানুয়ারিতে বাংলা চলচ্চিত্রের একজন আসন্ন অভিনেত্রী সঞ্চারি মুখোপাধ্যায়ের সাথে পুনরায় বিবাহ করেছিলেন।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Kushal Chakraborty movies, filmography, biography and songs - Cinestaan.com"Cinestaan। ২০১৯-০৮-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৮ 
  2. "Remembering Ray,frame by frame"। ২ মে ২০০৬। ৭ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০০৮ 
  3. Joyeeta Ganguly (২৮ মে ২০০৭)। "Acting is a tension-free job"The Times Of India। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০০৮ 
  4. "৫০ বছরে পা দিলেন দুই বাংলা মাতানো ঋতুপর্ণা"www.jagonews24.com। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২০ 
  5. "Kushal Chakraborty to play a negative role in upcoming TV show 'Madhabilata'"The Times of India। ২০২২-০৭-১৪। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২৯ 
  6. Ruman Ganguly (১৫ ডিসেম্বর ২০০৯)। "Kushal gets hitched!"timesofindia.com। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা