কুপওয়াড়া জেলা

জম্মু ও কাশ্মিরের একটি জেলা
(কুপওয়ারা জেলা থেকে পুনর্নির্দেশিত)

কুপওয়াড়া জেলা ভারতের জম্মু ও কাশ্মীরের কাশ্মীর অঞ্চলে অবস্থিত ১০টি জেলার মধ্যে একটি। হিমালয় থেকে প্রবাহিত কৃষ্ণগঙ্গা নদী এই জেলার বহিরাংশ দিয়ে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে।[১]

কুপওয়াড়া জেলা
জাম্মু ও কাশ্মীরের জেলা
ব্যাঙ্গাস উপত্যকা
ব্যাঙ্গাস উপত্যকা
জম্মু ও কাশ্মীরে কুপওয়াড়া জেলার অবস্থান
জম্মু ও কাশ্মীরে কুপওয়াড়া জেলার অবস্থান
স্থানাঙ্ক: ৩৪°৩১′১২″ উত্তর ৭৪°১৫′০০″ পূর্ব / ৩৪.৫২০০০° উত্তর ৭৪.২৫০০০° পূর্ব / 34.52000; 74.25000
দেশভারত
কেন্দ্রশাসিত অঞ্চলজাম্মু ও কাশ্মীর
বিভাগকাশ্মীর বিভাগ
সদরকুপওয়াড়া
তহসিলগুলি
তালিকা
  • ১. হান্দওয়ারা, ২. কার্নাহ, ৩. কুপওয়াড়া, ৪. সোগাম লোলাব', ৫. ম্যাছিল, ৬. রামহাল, ৭. কাজিয়াবাদ, ৮. ত্রেহগাম, ৯. ল্যানগেট, ১০. কেরান, ১১. ', ১২. ক্রালপোরা, ১৩. দ্রাগমুল্লা ও ১৪. জাচালদারা
আয়তন
 • মোট২,৩৭৯ বর্গকিমি (৯১৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৮,৭০,৩৫৪
 • জনঘনত্ব৩৭০/বর্গকিমি (৯৫০/বর্গমাইল)
সময় অঞ্চলভারতীয় মান সময় (ইউটিসি+০৫:৩০)
যানবাহন নিবন্ধনজেকে-০৯
ওয়েবসাইটhttp://kupwara.gov.in/

জনমিতি সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুসারে কুপওয়াড়া জেলার জনসংখ্যা ৮৭,০০,৩৫৪ জন, এটি ভারতের মধ্যে ৪৭০ তম স্থান অর্জন করে (মোট ৬৮০ এর মধ্যে)। জেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৩৬৮ জন (৯৫০/বর্গ মাইল)। ২০০১ এর দশকে জনসংখ্যার বৃদ্ধির হার ছিল ৩৪.৬২%। কুপওয়াড়াতে প্রতি ১০০০ পুরুষের বিপরীতে ৮৪৩ জন মহিলা আছে এবং এর সাক্ষরতার হার ৭৫.৬০% ।

ভারতের ২০১১ সালের আদমশুমারির অনুযায়ী, জেলার জনসংখ্যার ১১.১৯% কাশ্মীরি, ২৬.১৯% হিন্দি এবং ০.৬৮% পাঞ্জাবি তাদের প্রথম ভাষা হিসাবে কথা বলে।

অর্থনীতি সম্পাদনা

বেশিরভাগ মানুষ কৃষিকাজ ও উদ্যানচালনের উপর নির্ভরশীল। কুপওয়াড়াতে আখরোটের ভালো উৎপাদন ও ব্যবসা রয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ২০০৮-০৯-১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১২  dated 2008-03-13, accessed 2008-08-30