কুইন্স বিশ্ববিদ্যালয় (বাংলাদেশ)

বাংলাদেশী বেসরকারি বিশ্ববিদ্যালয়

কুইন্স বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়।[১] বিশ্ববিদ্যালয়টি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়[২] এবং এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. হামিদা বানু শোভা এমপি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. আব্দুল খালেক বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য।

কুইন্স ইউনিভার্সিটি
কুইন্স বিশ্ববিদ্যালয়
ধরনবেসরকারী বিশ্ববিদ্যালয়
স্থাপিত১৯৯৬
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
উপাচার্যপ্রফেসর ড. আব্দুল খালেক
ঠিকানা, ,
হলুদ ও সাদা
শিক্ষাঙ্গনশহুরে
পোশাকের রঙ         হললুদ ও সাদা
সংক্ষিপ্ত নামQU
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটqueensuniversity.edu.bd
মানচিত্র

ক্যাম্পাস সম্পাদনা

উত্তরা হাউজ বিল্ডিং বাস স্ট্যান্ডের বাম পাশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উত্তরা ছাড়াও বনানীতে আরেকটি ক্যাম্পাস আছে ঠিকানা: বাড়ি-১৩, সড়ক-৭/ডি, সেক্টর-০৯, উত্তরা, ঢাকা-১২৩০।

অনুষদ ও বিভাগ সম্পাদনা

বিশ্ববিদ্যালয়ে গ্রেড পদ্ধতিতে ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন স্কুল পরিচালিত আন্ডারগ্রাজুয়েট ও গ্রাজুয়েট প্রোগ্রামসমূহ:[৩]

স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সম্পাদনা

  • বি.এসসি. ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং

চালুর অপেক্ষায় আছে

  • বি.এসসি. ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
  • ,বি.এসসি. ইন ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং,
  • বি.এসসি. ইন সিভিল ইঞ্জিনিয়ারিং,
  • বি.এসসি. ইন ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি,
  • বি.এসসি. ইন মাইক্রোবায়োলজি
  • বি.এসসি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

স্কুল অব বিজনেস এডমিনিসট্রেশন সম্পাদনা

  • ব্যচেলর অব বিজনেস এডমিনিসট্রেশন (বিবিএ)
  • এমবিএ
  • এমবিএ (সান্ধ্যকালীন)

স্কুল অব ল’ সম্পাদনা

  • ব্যাচেলর অব ল’ (এলএল. বি.)
  • এলএল. বি. পাস কোর্স
  • এলএলএম

স্কুল অব আর্টস সম্পাদনা

  • বিএ ইন ইংলিশ
  • এমএ ইন ইংলিশ

স্কুল অব সোস্যাল সায়েন্স সম্পাদনা

সহশিক্ষা কার্যক্রম সম্পাদনা

  • বিতর্ক ক্লাব
  • ইংলিশ ক্লাব
  • ল ক্লাব
  • বিজনেস ক্লাব
  • কম্পিউটার ক্লাব

সুযোগ সুবিধা সম্পাদনা

কুইন্স বিশ্ববিদ্যালয়ে একটি ক্যাফেটেরিয়া আছে।

লাইব্রেরী সম্পাদনা

কুইন্স বিশ্ববিদ্যালয়ের রয়েছে একটি সমৃদ্ধ লাইব্রেরী। এখানে পাঠ্যবই ছাড়াও বিভিন্ন লেখকের বই আছে। লাইব্রেরীর সদস্যরা বাড়িতে বই নেওয়ার সুযোগ পায়।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Universities in Bangladesh (in order of date of establishment) published by the University Grants Commission of Bangladesh" (পিডিএফ)। ৩১ জানুয়ারি ২০০৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৫ 
  2. "University Grants Commission of Bangladesh: A Profile" (পিডিএফ)University Grants Commission of Bangladesh। পৃষ্ঠা 27। জানুয়ারি ৩১, ২০০৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. http://queensuniversity.edu.bd

বহিঃসংযোগ সম্পাদনা