কিয়োশি কুরোসাওয়া

জাপানি চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার

কিয়োশি কুরোসাওয়া (জন্ম: ১৯ জুলাই ১৯৫৫) জাপানি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, চলচ্চিত্র সমালোচক এবং টোকিও ইউনিভার্সিটি অব দি আর্টসের অধ্যাপক। বিভিন্ন ধারার চলচ্চিত্রে কাজ করলেও তিনি জাপানি ভীতিপ্রদ চলচ্চিত্র নির্মাণের জন্য বিখ্যাত। তার পরিচালিত কাইরো (২০০১) চলচ্চিত্রে ৫১তম কান চলচ্চিত্র উৎসবে আঁ সেরতাঁ র‍্যগার শাখায় এবং ২০০৩ সালের আকারুই মিরাই (Akarui Mirai) ৫৬তম কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতার জন্য মনোনীত হয়। তার নির্মিত টোকিও সোনাতা (২০০৮) চলচ্চিত্রটি ৬১তম কান চলচ্চিত্র উৎসবের আঁ সেরতাঁ র‍্যগার শাখায় প্রি দ্যু জুরি অর্জন করে এবং তিনি ২০১৫ সালের কিশিবে নো তাবি (Kishibe no Tabi) চলচ্চিত্রের জন্য ৬৮তম কান চলচ্চিত্র উৎসবের আঁ সেরতাঁ র‍্যগার শাখার শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার লাভ করেন। তার ২০১৭ সালের সানপো সুরু শিনরিয়াকুশা (Sanpo Suru Shinryakusha) চলচ্চিত্রটি ৭০তম কান চলচ্চিত্র উৎসবের আঁ সেরতাঁ র‍্যগার শাখায় মনোনীত হয় এবং তিনি এই চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালক বিভাগে জাপান একাডেমি চলচ্চিত্র পুরস্কারের লাভ করেন। তিনি ২০২০ সালের সুপাই নো সুমা (Supai no tsuma) চলচ্চিত্রের জন্য ৭৭তম ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ঠ পরিচালক বিভাগে সিলভার লায়ন অর্জন করেন।

কিয়োশি কুরোসাওয়া
জন্ম (1955-07-19) ১৯ জুলাই ১৯৫৫ (বয়স ৬৮)
মাতৃশিক্ষায়তনরিক্কো বিশ্ববিদ্যালয়
পেশাচলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, চলচ্চিত্র সমালোচক
কর্মজীবন১৯৭৩–বর্তমান

পুরস্কার ও মনোনয়ন সম্পাদনা

পুরস্কার বছর বিভাগ চলচ্চিত্র ফলাফল সূত্র.
৫৪তম কান চলচ্চিত্র উৎসব ২০০১ আঁ সেরতাঁ র‍্যগার পুরস্কার কাইরো মনোনীত [১][২]
৫৬৪তম কান চলচ্চিত্র উৎসব ২০০৩ প্রতিযোগিতা আকারুই মিরাই মনোনীত
৬১তম কান চলচ্চিত্র উৎসব ২০০৮ আঁ সেরতাঁ র‍্যগার পুরস্কার টোকিও সোনাতা প্রি দ্যু জুরি
৬৮তম কান চলচ্চিত্র উৎসব ২০১৫ আঁ সেরতাঁ র‍্যগার পুরস্কার কিশিবে নো তাবি শ্রেষ্ঠ পরিচালক
৭০তম কান চলচ্চিত্র উৎসব ২০১৭ আঁ সেরতাঁ র‍্যগার পুরস্কার সানপো সুরু শিনরিয়াকুশা মনোনীত
৪১তম জাপান একাডেমি চলচ্চিত্র পুরস্কার ২০১৮ শ্রেষ্ঠ পরিচালক সানপো সুরু শিনরিয়াকুশা বিজয়ী [১][৩]
৭৭তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০ শ্রেষ্ঠ পরিচালক বিভাগে সিলভার লায়ন সুপাই নো সুমা বিজয়ী [৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "黒沢清 : 受賞歴"映画.com (জাপানি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২১ 
  2. "Festival de Cannes - Official Site"Festival de Cannes (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২১ 
  3. "Japan Academy Film Prize"Japan Academy Film Prize। ২০২০। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২১ 
  4. মার্ফি, ক্রিস (সেপ্টেম্বর ১২, ২০২০)। "Chloé Zhao's Nomadland Takes Top Prize at 2020 Venice Film Festival"ভালচার। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা