কিন্নর কৈলাশ পর্বত

কিন্নর কৈলাশ (স্থানীয় নাম কিন্নের কৈলাশ) ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের একটি পর্বত। কিন্নর কৈলাশের উচ্চতা ৬০৫০ মিটার।এই পর্বতটি হিন্দু এবং বৌদ্ধ উভয় কিন্নরবাসীর দ্বারা পবিত্র হিসেবে গণ্য করা হয়। এই পর্বতটিকে মাঝে মাঝে তিব্বতের কৈলাশ পর্বতের সাথে গুলিয়ে ফেলা হয়।কিন্নর কৈলাশ বিন্যাস দক্ষিণে কিন্নর জেলার সীমানা তৈরী করে এবং এতে কিন্নর কৈলাশ (উচ্চতা- ৬০৫০মিটার) এবং জোরকানদেন (উচ্চতা-৬৪৭৩মিটার)পর্বত বিস্তৃত রয়েছে। [১] যে গিরিবর্ত্মটি প্রবেশযোগ্য, তা হল ৫৩০০মিটার উচ্চতায় চারাং লা(গিরিবর্ত্ম) [২] এটি হিমাচল প্রদেশের অন্যতম কঠিন ট্রেক।

কিন্নর কৈলাশ
২০১৫র জুন মাসে কল্পাগ্রাম থেকে ৭৯ফুটের একশিলা স্তম্ভ সমেত কিন্নর কৈলাশ।
সর্বোচ্চ বিন্দু
উচ্চতা৬,০৫০ মিটার (১৯,৮৫০ ফুট) [১]
নামকরণ
বাংলা অনুবাদবাংলা
ভূগোল
কিন্নর কৈলাশ ভারত-এ অবস্থিত
কিন্নর কৈলাশ
কিন্নর কৈলাশ
ভারতে স্থান
অবস্থানহিমাচল প্রদেশ, ভারত
মূল পরিসীমাহিমালয় পর্বতমালা
শিমলা থেকে কিন্নর জেলা যাওয়ার পথের নকশা
ভারতের, হিমাচল প্রদেশের, কল্পা গ্রাম থেকে,হিমালয় পর্বতমালায় সারং পর্বত

কিন্নর কৈলাশ পর্বত(৬০৫০মিটার),এটি একটি বিশাল একশিলা স্তম্ভ "একটি শিবলিঙ্গ বর্ণনার অনুরূপ এবং দিনের বিভিন্ন সময় হিসাবে রঙ পরিবর্তন করে। একটি ৭৯ ফুট উল্লম্ব শিলা গঠন, যা শিবের প্রতিনিধিত্বের জন্য, ধর্মীয় তাৎপর্য বহন করে এবং এই অঞ্চলে প্রাধান্য পায়।এটি শিবের পৌরাণিক জগতের বাসস্থানের একটি।

কিংবদন্তি সম্পাদনা

কিংবদন্তি অনুযায়ী, এই মন্দির ভস্মাসুরের সময় থেকে রয়েছে, মারাত্মক প্রায়শ্চিত্তের পর এই অসুর (দৈত্য) দেবতা শিবের নিকট থেকে বর লাভ করেছিল যে, 'সে যদি কোনো ব্যক্তির মাথা স্পর্শ করে তবে তা তৎক্ষণাত ভস্ম বা ছাইয়ে পরিণত হবে'; যেহেতু অসুর পার্বতীকে অধিকার করতে চাচ্ছিলো তাই সে এই বর প্রাপ্তির পর শিবকে ভস্মে পরিণত করতে চেষ্টা করল। শিব অবস্থান পরিবর্তন করে লুকিয়ে থাকছিলেন; অবশেষে তিনি কিন্নর কৈলাশে আসেন ও কিছুসময় ধ্যানের জন্য এখানে থাকেন। এসময় ঘটনাক্রমে ভগবান বিষ্ণু অসুরকে হত্যা করার জন্য তাকে সাহায্য করেন। বিষ্ণু একজন নারী হিসেবে অসুরকে দেখা দেন এবং তাকে তার নিজের মাথায় হাত রাখতে বাধ্য করেন ফলশ্রুতিতে ভস্মাসুরের মৃত্যু হয়।

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Deepak Sanan, Dhanu Swadi (২০০২)। Exploring Kinnaur in the Trans-Himalaya। Indus Publishing। 
  2. "kinnaur kailash generals @ above14000ft.com"। ১ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৫ 
  3. [১]

Kinner Kailash Trek, http://www.himalayanfrontiers.com/english/activities/d/trekking-1/kinner-kailash-parikrama-spiritual-tour-34.html ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ সেপ্টেম্বর ২০১৫ তারিখে