কালীগঞ্জ উপজেলা, গাজীপুর

গাজীপুর জেলার একটি উপজেলা

কালীগঞ্জ বাংলাদেশের গাজীপুর জেলার অন্তর্গত একটি উপজেলা

কালীগঞ্জ
উপজেলা
মানচিত্রে কালীগঞ্জ উপজেলা, গাজীপুর
মানচিত্রে কালীগঞ্জ উপজেলা, গাজীপুর
স্থানাঙ্ক: ২৩°৫৫′১৩″ উত্তর ৯০°৩৪′১৫″ পূর্ব / ২৩.৯২০২৮° উত্তর ৯০.৫৭০৮৩° পূর্ব / 23.92028; 90.57083 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাগাজীপুর জেলা
কালিগঞ্জ,পূবাইল ও বাড়িয়াগাজীপুর-৫ নির্বাচনী এলাকা
সরকার
 • সাংসদ (২০২৪)আলহাজ্ব আখতারুজ্জামান (স্বতন্ত্র)
আয়তন
 • মোট২১৭.৫১ বর্গকিমি (৮৩.৯৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট২,৩৯,৬৬০
 • জনঘনত্ব১,১০০/বর্গকিমি (২,৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৭২.২০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড১৭২০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ৩৩ ৩৪
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন সম্পাদনা

রাজধানী শহর সংলগ্ন টংগী শিল্প অঞ্চলের পূর্বে ২০ কি.মি. দূরে ঐতিহ্যবাহী মসলিন কটন মিল ও তাঁত সমৃদ্ধ(বর্তমানে হামীম ইন্ডাস্ট্রিয়াল পার্ক) ছায়া-ঢাকা জনপদ কালীগঞ্জ উপজেলা। কালীগঞ্জ উপজেলার অবস্থান ২৩°৫২৩' হতে ২৪°২' উত্তর অক্ষাংশ এবং ৯০°২৮' হতে ৯০°৩৯' পূর্ব দ্রাঘিমাংশ। গাজীপুর জেলার মোট ভূমির শতকরা ১০.৫৩ ভাগ নিয়ে সর্ব ক্ষুদ্র উপজেলা কালীগঞ্জ। ২১৭.৩৪ বর্গ কি.মি. আয়তন বিশিষ্ট এ উপজেলার উত্তরে শ্রীপুর উপজেলাকাপাসিয়া উপজেলা, দক্ষিণে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা, পূর্বে নরসিংদী জেলার পলাশ উপজেলাঢাকার উত্তরখান থানা, পশ্চিমে গাজীপুর সদর উপজেলা। পূর্ব-দক্ষিণে শীতলক্ষ্যা নদী আর পশ্চিমে বালু নদীর অবস্থান উপজেলার মনোরম আবহাওয়া ও জমির উর্বরতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে আসছে।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

এ উপজেলায় ১ টি পৌরসভা ও ৭ টি ইউনিয়ন রয়েছে।

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

এ উপজেলার মোট জনসংখ্যা: ২,৩৯,৬৬০ জন, পুরুষ- ১,২২,৮৪০ জন, মহিলা- ১,১৬,৮২০ জন। মোট জনসংখ্যার মধ্যে মুসলিম -১,৯৫,৭৬৪, হিন্দু- ২৭,৯৭০ জন, খ্রিষ্টান- ১৫,৬৯১ জন, অন্যান্য- ১৩২ জন। উপজেলার মোট খানার সংখ্যা- ৪৭,৮৪১ জন্ম হারঃ ২.১৩% মোট ভোটার সংখ্যাঃ ১,৫৫,০৭০ জন, পুরুষ- ৭৮,৯৪১, মহিলা- ৭৬,১২৯ জন।

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

  1. জমিদার মুন্সী মুহাম্মদ মাঁগন সরওয়ার খাঁ - সার্কেল ইন্সপেক্টর অফ পুলিশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানী (রুপগঞ্জ সার্কেল)
  2. জমিদার মুন্সী মুহাম্মদ ছফদর খাঁ - ভাওয়াল পরগনার একমাএ মুসলিম জমিদার।
  3. জমিদার মৌলভী মেজবাহ উদ্দিন আহমেদ খাঁন বাহাদুর (আব্দু মিঞা) - ভাওয়াল পরগনার একমাত্র মুসলিম জমিদার, ভাওয়াল মুসলিম লীগের সভাপতি এবং স্বদেশী আন্দোলনের অন্যতম সংগঠক, ব্রিটিশ রাজ কর্তৃক প্রাইড এন্ড আনার (১৯১৪); অর্ডার অফ ব্রিটিশ ইন্ডিয়া প্রথম শ্রেণী (১৯২৫); ক্যাপ্টেন উপাধি (১৯৪৩) ও খাঁন বাহাদুর উপাধি অর্জনকারী।
  4. আবু জাফর শামসুদ্দীন - সাহিত্যিক।
  5. ময়েজউদ্দিন আহমেদ - ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম আইনজীবী, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক সংসদ সদস্য।
  6. আখতারউজ্জামান - ডাকসুর সাবেক ভিপি, আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান।
  7. ফজলুল হক মিলন - কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য, গাজীপুর জেলা বিএনপির সভাপতি।
  8. মেহের আফরোজ চুমকি- সাংসদ ও প্রতিমন্ত্রী
  9. আকবর হোসেন পাঠান - চলচ্চিত্র অভিনেতা ও সংসদ।
  10. এন্জেলা গোমেজ - এশিয়ার নোবেল ম্যাগসেসে পুরস্কার (১৯৯৯) জয়ী।
  11. পি আর প্ল্যাসিড- কথা সাহিত্যিক ও সাংবাদিক।

আরও দেখুন সম্পাদনা

তহ্যসূত্র সম্পাদনা

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "একনজরে কালীগঞ্জ উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১০ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫ 

বহিঃসংযোগ সম্পাদনা