কার্তিকেয় ২

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু ভাষার চলচ্চিত্র

কার্তিকেয় ২ হলো চাঁদু মন্ডেটি রচিত ও পরিচালিত। অভিষেক আগরওয়াল আর্টস ও পিপল মিডিয়া ফ্যাক্টরি দ্বারা প্রযোজিত ২০২২ সালের তেলুগু ভাষার অতিপ্রাকৃত রোমাঞ্চকর চলচ্চিত্র। এটি ২০১৪ সালের "কার্তিকেয়" চলচ্চিত্রের সিক্যুয়াল হিসেবে কাজ করে। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নিখিল সিদ্ধার্থ, অনুপমা পরমেশ্বরনঅনুপম খের এছাড়াও পার্শ্ব চরিত্রে আরো অনেকে রয়েছে।

কার্তিকেয় ২
পেক্ষাগৃহের পোস্টার
প্রযোজকঅভিষেক আগরওয়াল
টিজি বিশ্ব প্রসাদ
রচয়িতাচাঁদু মন্ডেটি
শ্রেষ্ঠাংশেনিখিল সিদ্ধার্থ
অনুপমা পরমেশ্বরন
অনুপম খের
সুরকারকালা ভৈরব
চিত্রগ্রাহককার্তিক ঘট্টমেনি
সম্পাদককার্তিক ঘট্টমেনি
প্রযোজনা
কোম্পানি
অভিষেক আগরওয়াল আর্টস
পিপল মিডিয়া ফ্যাক্টরি
পরিবেশকপ্রাইমশো ফিল্মস
মুক্তি
  • ১৩ আগস্ট ২০২২ (2022-08-13)
স্থিতিকাল১৪৫ মিনিট
দেশভারত
ভাষাতেলুগু[১]

২০১৭ সালে ছবিটি ঘোষণা করা হয়েছিল এবং ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারত ও ইউরোপে ছবিটির প্রধান ফটোগ্রাফি শুরু হয়েছিল। ছবিটি ২০২২ সালের ১৩ আগস্ট পেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিটি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।

অভিনয়ে সম্পাদনা

  • নিখিল সিদ্ধার্থ – ডাঃ কার্তিকেয় "কার্তিক" কুমারস্বামীর
  • অনুপমা পরমেশ্বরন – মুগ্ধা
  • অনুপম খের – ধন্বন্তরী [২]
  • শ্রীনিবাস রেড্ডি – সদানন্দ
  • হর্ষ চেমুডু – সুলেমান
  • আদিত্য মেনন – সান্তনু
  • প্রবীণ – কার্তিকের বন্ধু
  • সত্য – রবি, কার্তিকের বন্ধু
  • চরিত্রে তুলসী – কার্তিকের মা

সাউন্ডট্র্যাক সম্পাদনা

ছবির স্কোর ও সাউন্ডট্র্যাক অ্যালবামটি তৈরি করেছেন কালা ভৈরব । মিউজিক স্বত্ব অধিগ্রহণ করেছে জি মিউজিক কোম্পানি।

নং.শিরোনামগীতিকারসংগীত শিল্পীদৈর্ঘ্য
১."নানু মেনু আদিগা"কৃষ্ণ মাদিনেনিইনো গেঙ্গা৩:৩৯

মুক্তি সম্পাদনা

২০২২ সালের এপ্রিল মাসে ঘোষণা করা হয়েছিল যে ছবিটি ২২ জুলাই ২০২২-এ মুক্তি পেতে চলেছে। কিন্তু পরে থ্যাংক ইউ ছবির সাথে সংঘর্ষ এড়াতে ১২ আগস্ট ২০২২ -এ মুক্তির জন্য পিছিয়ে দেওয়া হয়। পরবর্তীতে আরেকটি তেলেগু চলচ্চিত্র, মাছেরলা নিয়োজকাভারগামের সাথে সংঘর্ষ এড়াতে এটিকে একদিন পিছিয়ে দেওয়া হয়। অবশেষে ছবিটি তেলুগু ভাষা সহ হিন্দি, কন্নড়, তামিল ও মালয়ালম ভাষায় ডাব করিয়ে ডাব সংস্করণ সহ ১৩ আগস্ট ২০২২ মুক্তি পায়। [৩] [৪] [৫]

ছবিটির স্যাটেলাইট রাইটস ও ডিজিটাল বন্টন অধিকার জি তেলুগু এবং জি৫-এর কাছে রয়েছে। [৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Mondeti, Chandoo (১২ আগস্ট ২০২২)। "Karthikeya 2"। Abhishek Aggarwal Arts, People Media Factory। 
  2. "Bollywood actor Anupam Kher joins Nikhil Siddhartha's Karthikeya 2 - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৪-১২ 
  3. "REVEALED: The release date for Nikhil Siddhartha and Anupama Parameswaran's Karthikeya 2 is out! - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৪-১২ 
  4. "Nikhil Siddhartha's Karthikeya 2 Release Date Out"News18 (ইংরেজি ভাষায়)। ২০২২-০৪-১২। সংগ্রহের তারিখ ২০২২-০৪-১২ 
  5. "Karthikeya 2 averts clash with Macherla Niyojikavargam"The New Indian Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৮-০৩ 
  6. "Karthikeya 2: Post-theatrical digital and satellite rights of Nikhil and Anupama Parameswaran's film sold for Rs 20 crore? - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৪-১২ 

বহিঃসংযোগ সম্পাদনা