কার্টুন নেটওয়ার্ক (পোল্যান্ড)

কার্টুন নেটওয়ার্ক শিশুদের লক্ষ্য করার একটি পোলীয় পে টেলিভিশন চ্যানেল, যা ১৯৯৮ সালে উদ্বোধন হয় একই নামের যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেলের স্থানীয়করণ সংস্করণ হিসেবে। চ্যানেলটির মালিক হচ্ছে ওয়ার্নার ব্রস. ডিসকভারি, এবং পরিচালক হচ্ছে মিউনিখভিত্তিক টার্নার ব্রডকাস্টিং সিস্টেম জার্মানি

কার্টুন নেটওয়ার্ক
উদ্বোধন১৭ সেপ্টেম্বর ১৯৯৩; ৩০ বছর আগে (1993-09-17) (কার্টুন নেটওয়ার্ক ইউরোপের অংশে)
১ জুন ১৯৯৮; ২৫ বছর আগে (1998-06-01) (স্বতন্ত্র চ্যানেল হিসেবে)
মালিকানাটিভিএন গ্রুপ
(ওয়ার্নার ব্রস. ডিসকভারি)
চিত্রের বিন্যাস১০৮০আই এইচডিটিভি
(এসডিটিভি ফিডের জন্য ১৬:৯ ৫৭৬আইতে ডাউনস্কেল করা)
দেশপোল্যান্ড
ভাষাপোলীয়
ইংরেজি
প্রচারের স্থানপোল্যান্ড
প্রধান কার্যালয়ওয়ারশ, পোল্যান্ড
প্রাগ, চেক প্রজাতন্ত্র[১]
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
বুমার‍্যাং
টিএনটি
সিএনএন ইন্টারন্যাশনাল
ওয়েবসাইটcartoonnetwork.pl

ইতিহাস সম্পাদনা

কার্টুন নেটওয়ার্ক ইউরোপকে প্রতিস্থাপন করে কার্টুন নেটওয়ার্ক পোল্যান্ড ১৯৯৮ সালের ১ জুনে সম্প্রচার শুরু করে।

২০০২ সালের ৩০ সেপ্টেম্বরে চ্যানেলটি হাঙ্গেরি এবং রোমানিয়ায় সম্প্রচার করা শুরু করে, এইভাবে এই দেশগুলোর সাথে এটির ভিডিও ফিড ভাগ করে, সাথে হাঙ্গেরীয় এবং রোমানীয় ভাষার অডিও ট্র্যাক অন্তর্ভুক্ত হয়।

২০০৭ সালের ১ মার্চে কার্টুন নেটওয়ার্ক পোল্যান্ড ২৪ ঘন্টার চ্যানেলে রূপান্তরিত হয়। ২০০৮ সালের ১ অক্টোবরে হাঙ্গেরি এবং রোমানিয়ার জন্য একটি আলাদা ফিডের উদ্বোধন হয়, সাথে ২০০২ সালের সেপ্টেম্বরে অন্তর্ভুক্ত দুইটো অতিরিক্ত অডিও ট্র্যাক সেই চ্যানেলে স্থানান্তর হয়। উভয় ফিডসমূহ ওয়ারশ থেকে সম্প্রচার হয়। চ্যানেলটি ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত চ্যানেলটি একটি টুনামি ব্লকও প্রচারিত করেছিল।[২][৩]

২০১৫ সালের ১৪ অক্টোবরে কার্টুন নেটওয়ার্ক পোল্যান্ড এইচডিতে সম্প্রচার শুরু করেছে।[৪]

২০১৬ সালের ১ সেপ্টেম্বরে চেক ইট ৪.০ প্যাকেজ ব্যবহার করে কার্টুন নেটওয়ার্ক পোল্যান্ড পরিবর্তন হয়।[৫] ২০১৮ সালের ৪ জুনে প্রথম বারের জন্য কার্টুন নেটওয়ার্ক পোল্যান্ড কার্টুন নেটওয়ার্ক ক্লাসিক অনুষ্ঠান প্রচারিত করা শুরু করে।[৬]

২০২১ সালের ১ জানুয়ারিতে আরআরটিভির থেকে চেক লাইসেন্স সহ কার্টুন নেটওয়ার্ক পোল্যান্ড সম্প্রচার শুরু করে।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Szczegóły nadawcy" 
  2. "Cartoon Network's Mag Masters Poland"। অ্যানিমেশন ওয়ার্ল্ড নেটওয়ার্ক। ৭ জানুয়ারি ২০০০। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২২ 
  3. "Turner expands Polish offer"। ব্রডব্যান্ড টিভি নিউজ। ২০ জানুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২২ 
  4. "Cartoon Network HD rozpoczął nadawanie w Polsce" 
  5. "Cartoon Network Germany And Cartoon Network Poland Rebranded To Check It 4.0 On Feb 2 it changed the DOG (logo)Today"রেগুলারক্যাপিটাল: কার্টুন নেটওয়ার্ক আন্তর্জাতিক খবর। সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "Kultowe kreskówki wracają do Cartoon Network"fdb.pl (পোলীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা