কামিং ব্যাক টু লাইফ

"কামিং ব্যাক টু লাইফ" ব্রিটিশ রক ব্যান্ড পিংক ফ্লয়েডের গান। এটি তাদের ১৯৯৪ সালের দ্য ডিভিশন বেল অ্যালবামের অষ্টম ট্র্যাক হিসাবে প্রকাশিত হয়েছিল।[১] গানটি এককভাবে রচনা করেছেন গিটারবাদক ডেভিড গিলমোর

"কামিং ব্যাক টু লাইফ"
দ্য ডিভিশন বেল অ্যালবাম থেকে
পিংক ফ্লয়েড কর্তৃক সঙ্গীত
প্রকাশিতপিংক ফ্লয়েড মিউজিক (১৯৮৭) লিমিটেড
মুক্তিপ্রাপ্ত
  • ২৮ মার্চ ১৯৯৪ (1994-03-28) (ইউকে)
  • ৫ এপ্রিল ১৯৯৪ (1994-04-05) (ইউএস)
রেকর্ডকৃত১৯৯৩
ধারাপ্রোগ্রেসিভ রক
দৈর্ঘ্য:১৯
লেবেলইএমআই (ইউকে)
কলাম্বিয়া (ইউএস)
গান লেখকডেভিড গিলমোর
প্রযোজক

সুরারোপ সম্পাদনা

গিলমোর বলেছেন (ডেভিড গিলমোর ইন কনসার্ট ডিভিডিতে শোনা যায়) গানটি তার স্ত্রী পলি স্যামসনকে নিয়ে লেখা হয়েছিল।[২] গানটি সি মেজর কি নোটে রচিত।[৩] গিলমোর গানটি ০০০১ ক্রমের ১৯৫৪ স্ট্রাটোকাস্টার গিটারে বাজিয়েছিলেন।[৪]

কর্মিবৃন্দ সম্পাদনা

সাথে:

সরাসরি পরিবেশনা সম্পাদনা

গানটি ১৯৯৪-২০১৬ সাল পর্যন্ত গিলমোরের পরিবেশনাগুলিতে প্রধান হয়ে উঠেছে। ১৯৯৪ সালের ২৯ এপ্রিল টেক্সাস স্টেডিয়ামে গানটির সরারসরি পরিবেশনার অভিষেক ঘটে। এছাড়াও একই বছর দ্য ডিভিশন বেল সফর সহ গানটির প্রায় ৪০-এর অধিক পরিবেশনা হয়।[৫] ২০০১ থেকে ২০০২ সালে গিলমোরের আধা-অ্যাকাস্টিক শো, ২০০৪ সালে লন্ডনে ফেন্ডার স্ট্রেটোকাস্টারের ৫০তম বার্ষিকী কনসার্ট, এবং ২০০৬ সালে তার একক অন অ্যান আইল্যান্ড ট্যুর-এ গিলমোরের পরিবেশনকৃত বেশিরভাগেই পরিবেশনায় বাজানো হয়েছিল। এটি ২০১৫-১৬ র‌্যাটল দ্যাট লক ট্যুর চলাকালীন মূল অনুষ্ঠানের প্রধান হয়ে উঠেছে।

সরাসরি কর্মিবৃন্দ সম্পাদনা

সরাসরি মুক্তি সম্পাদনা

গানটি নিম্নলিখিত সরাসরি অ্যালবাম, ডিভিডি বা ব্লু-রে সংস্করণে উপস্থিত হয়েছে:

তথ্যসূত্র সম্পাদনা

  1. মাবেট ১৯৯৫
  2. শোয়ার্জ, গ্রেগ এম (৮ এপ্রিল ২০১৬)। জারকার, কারেন, সম্পাদক। "David Gilmour and Polly Samson Take LA by Musical and Literary Storm"পপম্যাটার্স (অনলাইন) (ইংরেজি ভাষায়)। সারা জুপকো। ওসিএলসি 1122752384। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২০ 
  3. "Key & BPM/Tempo of Coming Back To Life (Live) by Pink Floyd"NoteDiscover.com (ইংরেজি ভাষায়)। ২ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২০ 
  4. ম্যাবেট ২০১০
  5. ওয়াইল্ড ২০১৭, পৃ. ১৬৮।

উৎস সম্পাদনা

ওয়াইল্ড, অ্যান্ড্রু (২০১৭)। Pink Floyd: Song by Song (ইংরেজি ভাষায়)। ফনথিল মিডিয়া। আইএসবিএন 9781781555996ওসিএলসি 1023380995 
ম্যাবেট, অ্যান্ডি (২০১০)। "ডেভিড গিলমোর ইন কনসার্ট"পিংক ফ্লয়েড: দ্য মিউজিক অ্যান্ড দ্য মিস্ট্রি (ইংরেজি ভাষায়)। লন্ডন: অমনিবাস প্রেস। আইএসবিএন 9781849383707 

বহিঃসংযোগ সম্পাদনা