সৈয়দা কানিজ ফাতেমা রোকসানা

বাংলাদেশের সরকারি বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর প্রথম নারী বৈমানিক
(কানিজ ফাতেমা রোকসানা থেকে পুনর্নির্দেশিত)

সৈয়দা কানিজ ফাতেমা রোকসানা বাংলাদেশের সরকারি বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর প্রথম নারী বৈমানিক। তিনি ক্যাপ্টেন পদাধিকারী ছিলেন। ১৯৭৭ সালে তিনি বাণিজ্যিক বিমান পরিচালনার সনদ লাভ করেন।[১]

সৈয়দা কানিজ ফাতেমা রোকসানা
মৃত্যু৫ আগস্ট ১৯৮৪
ঢাকা বিমানবন্দর (বর্তমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর), ঢাকা
জাতীয়তাবাংলাদেশী
পরিচিতির কারণবাংলাদেশের প্রথম নারী বৈমানিক

১৯৮৪ সালের ৪ আগস্ট তিনি বন্দরনগরী চট্টগ্রাম থেকে ফকার এফ-২৭ বিমানে করে ঢাকা বিমানবন্দরে অবতরণের সময় বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার দরুন বিমান দুর্ঘটনার শিকার হয়ে নিহত হন। একই বিমান দুর্ঘটনায় ৪৫ জন যাত্রীসহ ৪জন ক্রু সদস্য নিহত হন। নিহতদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক, একজন জাপানী এবং ৩৩জন মধ্যপ্রাচ্য থেকে আগত বাংলাদেশী ছিলেন।[২] চট্টগ্রাম থেকে ঢাকায় আগত অভ্যন্তরীণ এই ফ্লাইটটি অত্যধিক বৃষ্টিপাতের কারণে দুইবার অবতরণের চেষ্টা করেও রানওয়ে খুজে পেতে ব্যার্থ হয়, তৃতীয়বার অবতরণের চেষ্টার সময় বিমানটি রানওয়ে থেকে ৫০০ মিটার আগেই এক জলাভূমিতে পতিত হয়ে বিধ্বস্ত হয়।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Celebrating 100 Years of International Women's Day, ১ মার্চ ২০১০ তারিখে প্রকাশিত; সংগ্রহের তারিখ: জানুয়ারি ১, ২০১২ খ্রিস্টাব্দ।
  2. AROUND THE WORLD; 49 Die in Bangladesh As Plane Plunges