কাকবর্ণ কালাশোক (সংস্কৃত: काकवर्ण कालाशोक) বা কাকবর্ণ কালাসোক (পালি: काकवर्ण कालासोक) শিশুনাগ রাজবংশের রাজা ছিলেন যিনি ৩৯৫ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৩৬৭ খ্রিস্টপূর্বাব্দ পর্য্যন্ত রাজত্ব করেন।

সংক্ষিপ্ত জীবনী সম্পাদনা

সিংহলী বৌদ্ধ গ্রন্থ মহাবংসটীকা অনুসারে, শিশুনাগ রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা শিশুনাগের পুত্রের নাম কালাসোক, অপরদিকে পুরাণে তাকে কাকবর্ণ হিসেবে বর্ণনা করা হয়েছে। অশোকবদনকে প্রামাণ্য ধরে হেরমান জ্যাকোবি, উইলহেল্ম গাইগাররামকৃষ্ণ গোপাল ভাণ্ডারকর কাকবর্ণ ও কালাশোককে একই ব্যক্তি বলে বর্ণনা করেছেন। শিশুনাগের রাজত্বকালে তাকে কাশী অঞ্চলের শাসনের ভার দেওয়া হয়। সিংহাসনে আরোহণ করার পর তিনি বৈশালী থেকে তার রাজধানীকে পাটলিপুত্র নগরীতে স্থানান্তর করেন। তার রাজত্বকালে ও পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্মের দ্বিতীয় বৌদ্ধ সংগীতি আহুত হয়।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Mahajan, V.D. (২০০৭) [1960], Ancient India, New Delhi: S. Chand, আইএসবিএন 81-219-0887-6 
কাকবর্ণ কালাশোক
পূর্বসূরী
শিশুনাগ
মগধের রাজা উত্তরসূরী
মহানন্দিন