কাইতলা দক্ষিণ ইউনিয়ন

ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর উপজেলার একটি ইউনিয়ন

কাইতলা দক্ষিণ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর উপজেলার একটি ইউনিয়ন

কাইতলা দক্ষিণ
ইউনিয়ন
২০নং কাইতলা দক্ষিণ ইউনিয়ন পরিষদ
কাইতলা দক্ষিণ চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
কাইতলা দক্ষিণ
কাইতলা দক্ষিণ
কাইতলা দক্ষিণ বাংলাদেশ-এ অবস্থিত
কাইতলা দক্ষিণ
কাইতলা দক্ষিণ
বাংলাদেশে কাইতলা দক্ষিণ ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৪৯′২৪″ উত্তর ৯১°৪′১৪″ পূর্ব / ২৩.৮২৩৩৩° উত্তর ৯১.০৭০৫৬° পূর্ব / 23.82333; 91.07056 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাব্রাহ্মণবাড়িয়া জেলা
উপজেলানবীনগর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট১০.৭০ বর্গকিমি (৪.১৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১০,৮৭৩
 • জনঘনত্ব১,০০০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫১.৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৪১৭ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

কাইতলা দক্ষিণ ইউনিয়নের আয়তন ২,৬৪৫ একর (১০.৭০ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কাইতলা দক্ষিণ ইউনিয়নের মোট জনসংখ্যা ১০,৮৭৩ জন। এর মধ্যে পুরুষ ৪,৯৭৬ জন এবং মহিলা ৫,৮৯৭ জন। মোট পরিবার ২,০১৮টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,০১৬ জন।[২]

ইতিহাস সম্পাদনা

এটি পূর্বে কাইতলা ইউনিয়ন নামে পরিচিত ছিল। পরবর্তীকালে বৃহত্তর কাইতলাকে ভেঙ্গে কাইতলা দক্ষিণ ইউনিয়ন এবং কাইতলা উত্তর ইউনিয়ন নামে ২টি পৃথক ইউনিয়ন প্রতিষ্ঠা করা হয়।

অবস্থান ও সীমানা সম্পাদনা

নবীনগর উপজেলার দক্ষিণ-পূর্বাংশে কাইতলা দক্ষিণ ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে লাউর ফতেপুর ইউনিয়নবিটঘর ইউনিয়ন, উত্তরে কাইতলা উত্তর ইউনিয়ন, পূর্বে কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন এবং দক্ষিণে কসবা উপজেলার মেহারী ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

কাইতলা দক্ষিণ ইউনিয়ন নবীনগর উপজেলার আওতাধীন ৮নং কাইতলা(দঃ) ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নবীনগর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৭নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৫ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • কাইতলা
  • রামনগর
  • শংকরপুর
  • অচিন্তপুর
  • হরিপুর
  • গোয়ালী

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কাইতলা দক্ষিণ ইউনিয়নের সাক্ষরতার হার ৫১.৬%।[১] এ ইউনিয়নে ১টি মহাবিদ্যালয়, ১টি মাধ্যমিক বিদ্যালয়, ৬টি মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি প্রাথমিক বিদ্যালয় ও ৪টি কিন্ডারগার্টেন রয়েছে।

=== শিক্ষা প্রতিষ্ঠান === ✪মহাবিদ্যালয়ঃ১টি, কাইতলা আলীমউদ্দিন জোবেদা অনার্স কলেজ ✪উচ্চ বিদ্যালয়ঃ ১টি, কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় ✪প্রাথমিক বিদ্যালয়ঃ৫টি, ১। কাইতলা মহেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় ২।গোয়ালী সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩।কাইতলা পূর্বপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়, ৪।কাইতলা পশ্চিমপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়, ৫।কাইতলা মধ্যপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়, ✪কিন্ডারগার্ডেনঃ৫টি, ১।গোয়ালী মডেল প্রিক্যাডেট স্কুল, ২।মেধাবিকাশ কিন্ডারগার্ডেন, ৩।নিসাসানবির একাডেমি ৪।সৈনিক কিন্ডারগার্ডেন, ৫।

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

খাল ও নদী সম্পাদনা

বুড়ি নদীঅদের খাল

হাট-বাজার সম্পাদনা

দর্শনীয় স্থান সম্পাদনা

গোয়ালীর পীরমুরি বটতলা

জনপ্রতিনিধি সম্পাদনা

  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ শওকত আলী

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯ 
  2. "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা