কাচি বা কেঁচি, (ইংরেজি Scissors) কাটার জন্য ব্যবহার্য একটি হস্তচালিত যন্ত্র। কা‌চি নির্মিত হয় দুইটি ধারাল লৌহ নির্মিত ফলা দ্বারা। ফলার ধারাল দিক দুইটি পরস্পরের দিকে মুখ করে থাকে। এবং তাদের বিপরীত দিকে থাকে দুইটি হাতল যেখানে বল প্রযোগ করলে তারা বন্ধ হয়ে যায় এবং মাঝে থাকা পাতলা বস্তু কর্তিত হয়। কাচি সাধারনত বিভিন্ন হালকা বস্তু যেমন, দড়ি, কাপড়, কাগজ ইত্যাদি কাটতে ব্যবহৃত হয়। কাজ ও ব্যবহারের উদ্দেশ্য ভেদে বিভিন্ন ধরনের কাচির ব্যবহার ভিন্ন। যেমন চুলকাটা, বাগানের গাছ ছাঁটা বা রান্নার কাজে বিশেষভাবে নির্মিত কাচি ব্যবহৃত হয়।

একক স্ট্যান্ডার্ড কাঁচি

ইতিহাস সম্পাদনা

খুব সম্ভবত খ্রীস্টপূর্ব ১৫০০ সালে প্রাচীন মিশরে কাচি আবিষ্কৃত হয়। সবচেয়ে পুরাতন কাচিটি পাওয়া গেছে মেসোপটেমিয়ায় যেটি তৈরী করা হয়েছিল ৩,০০০ থেকে ৪,০০০ বছর আগে।

তথ্যসূত্র সম্পাদনা