কয়া ইউনিয়ন

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার একটি ইউনিয়ন

কয়া ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা অন্তর্গত একটি ইউনিয়ন

কয়া ইউনিয়ন
ইউনিয়ন
১নং কয়া ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাকুষ্টিয়া জেলা
উপজেলাকুমারখালী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রতিষ্ঠাকাল৩ সেপ্টেম্বর ১৯৩৯
আয়তন
 • মোট১৯.৬১ বর্গকিমি (৭.৫৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ সনের আদমশুমারি)
 • মোট৩৩,৫৫২
 • জনঘনত্ব১,৭০০/বর্গকিমি (৪,৪০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

আয়তন সম্পাদনা

কয়া ইউনিয়নের আয়তন ৪৬০৮ একর (১৯.৬১ বর্গ কিলোমিটার)। এই ইউনিয়নে মোট ৫৫০৯টি পরিবার আছে।।

অবস্থান সম্পাদনা

কুমারখালী উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে গড়াই ও পদ্মা নদীর তীরে অবস্থিত।

কয়া ইউনিউনের পশ্চিমে কুষ্টিয়া সদরের হাটশ হরিপুর ইউনিয়নের কান্তিনগর বোয়ালদহ, উত্তরে পদ্মা নদী ও কুমারখালির ঘোষপুর, দক্ষিণে চাপড়া ইউনিয়ন এবং পূর্বে শিলাইদহ ইউনিয়ন ও নন্দলালপুর ইউনিয়ন অবস্থিত।

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

বাংলাদেশর ২০১১ সনের আদমশুমারি অনুসারে কয়া ইউনিয়নের জনসংখ্যা ৩৩,৫৫২ জন, এরমধ্যে পুরুষ-১৬,৭০৪জন এবং মহিলা- ১৬,৮৪৮জন।[১]

নদীসমূহ সম্পাদনা

 
কয়া ইউনিয়নে পদ্মা নদী

কয়া ইউনিয়নে রয়েছে পদ্মা নদীগড়াই নদী

গ্রাম সমূহ সম্পাদনা

  • কয়া
  • খলিশাদহ
  • ছোট লক্ষীকোল
  • বাড়াদি
  • সুলতানপুর
  • বেড়কালোয়া
  • কালোয়া
  • শ্রীকোল
  • বানিয়াপাড়া
  • চরবানিয়াপাড়া
  • গট্টিয়া
  • ঘোড়াই

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ জুলাই ২  অজানা প্যারামিটার |accessyear= উপেক্ষা করা হয়েছে (|access-date= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ সম্পাদনা