কড়িধ্যা ভারতে পূর্বপ্রান্তের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলাতে অবস্থিত একটি জনগণনা নগর৷ এটি বহু প্রাচীন শিবমন্দিরের উপস্থিতির জন্য জনচর্চিত৷

কড়িধ্যা
কড়িধ্যা
জনগণনা নগর
কড়িধ্যা পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
কড়িধ্যা
কড়িধ্যা
কড়িধ্যা ভারত-এ অবস্থিত
কড়িধ্যা
কড়িধ্যা
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫৪′৪৬″ উত্তর ৮৭°২৯′৩৮″ পূর্ব / ২৩.৯১২৮৩৩° উত্তর ৮৭.৪৯৩৮৮৯° পূর্ব / 23.912833; 87.493889
রাষ্ট্র ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাবীরভূম জেলা
জনসংখ্যা (২০১১)
 • মোট১০,৪৬৬
ভাষা
 • দাপ্তরিকবাংলা, ইংরাজী
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিন৭৩১১২৬
দূরভাষ কোড+৯১ ৩৪৬২
যানবাহন নিবন্ধনWB (ডব্লু বি)
লোকসভা কেন্দ্রবীরভূম লোকসভা কেন্দ্র
বিধানসভা কেন্দ্রসিউড়ি বিধানসভা কেন্দ্র
ওয়েবসাইটbirbhum.nic.in

ভূগোল সম্পাদনা

বীরভূম জেলার শহর ও নগরগুলি
পু: পুরসভা শহর/নগর, জশ: জনগণনা শহর, গ: গ্রামীণ/নগর কেন্দ্র, ব: বাঁধ
ছোট মানচিত্রে স্থানের সীমাবদ্ধতার কারণে বৃহত্তর মানচিত্রে প্রকৃত অবস্থানগুলি কিছুটা ভিন্ন হতে পারে

কড়িধ্যা শহরটি সিউড়ি সদর মহকুমাতে অবস্থিত৷ সিউড়ি ১ ব্লকের সদরটি এই শহরে অবস্থিত৷[১]

ইতিহাস সম্পাদনা

বীরভূমের মন্দিরনগরী কড়িধ্যা একটি অন্যতম প্রাচীন জনপদ৷ এখানে প্রায় পাঁচ শতাধিক মন্দির রয়েছে, অধিকাংশই শিব মন্দির৷ ঐতিহাসাকদের মতে, প্রায় ৩০০ বছর আগে মারাঠা সেনাদের আক্রমণে বীরভূমের জনপদ ও রাজধানী রাজনগর প্রায় লুঠ হতো৷ রাজনগর যাওয়ার জন্য অশ্বারোহী সেনাদের পার করতে হত কড়িধ্যা। ছোট্ট গ্রামের উপর দিয়ে যাওয়ার সময় যথেচ্ছভাবে লুঠপাট চালাত বর্গিরা ও ভাঙচুর করা হত বাড়িঘর। এই আক্রমণ ঠেকাতে গ্রামবাসীরা মারাঠাদের শৈব হওয়ার সুযোগ নেওয়া শুরু করে উপায় বার করেন। গ্রামের জমিদার বাড়িতে প্রথম তৈরি হয় শিব মন্দির। সেই থেকে প্রত্যেক বাড়িতে শিব মন্দির বানানো শুরু হয়। এই ভাবে ধীরে ধীরে গোটা গ্রাম ছেয়ে যায় মন্দিরে এবং গ্রাম বর্গিদের হাত থেকে রক্ষা পায়৷[২]

জনতত্ত্ব সম্পাদনা

২০১১ খ্রিস্টাব্দে ভারতের জনগণনা অনুসারে কড়িধ্যা শহরে জনসংখ্যা ১০৪৬৬ জন, যার মধ্যে পুরুষ ৫৩২৫ জন ও নারী ৫১৪১ জন৷ প্রতি হাজার পুরুষে নারী সংখ্যা ৯৬৫ জন৷ ৬ বর অনুর্দ্ধ ১০৩৮ জন শিশু যা সমগ্র জনসংখ্যার ৯.৯২%৷ ৬ বছরোর্দ্ধ ৮৪.৯১% তথা ৮০০৫ জন সাক্ষর৷[৩]

পরিবহন সম্পাদনা

বীরভূম জেলার রাজনগর থেকে হাওড়া জেলার আলমপুর অবধি বিস্তৃত ২৬৬ কিলোমিটার দীর্ঘ পশ্চিমবঙ্গের ৬ নং রাজ্য সড়কটি কড়িধ্যা শহরের ওপর দিয়ে বিস্তৃৃত৷[৪]

ডাকঘর ব্যবস্থা সম্পাদনা

সিউড়ি মুখ্য ডাকঘরের অধীনে কড়িধ্যাতে একটি উপডাকঘর রয়েছে৷ ঐ একই ৭৩১১২৬ ডাক সূচক সংখ্যাবিশিষ্ট অন্যান্য উপডাকঘরগুলি যথাক্রমে ভবানীপুর, গণেশপুর, ঘাটদুর্লভপুর, গোহালিয়ারা, মাধাইপুর, নগরি, পারুলিয়া, হাজরাপুর, পাথরচাপুড়ি, রাজগঞ্জ, রাউতারা, সাজিনা ও তাঁতিপাড়াতে অবস্থিত৷[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "District Census Handbook: Birbhum, Series 20, Part XII B" (পিডিএফ)Map of Birbhum with CD Block HQs and Police Stations (on the fourth page)। Directorate of Census Operations, West Bengal, 2011। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৮ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৮ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৯ 
  3. "২০১১ Census – Primary Census Abstract Data Tables"West Bengal – District-wise। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৮ 
  4. Google maps
  5. "Birbhum Postal Zip Code Finder by Post Office"। pincodezip.in। ২ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৮