ওসমানপুর ইউনিয়ন, মীরসরাই

চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার একটি ইউনিয়ন

ওসমানপুর বাংলাদেশের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

ওসমানপুর
ইউনিয়ন
৫নং ওসমানপুর ইউনিয়ন পরিষদ
ওসমানপুর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
ওসমানপুর
ওসমানপুর
ওসমানপুর বাংলাদেশ-এ অবস্থিত
ওসমানপুর
ওসমানপুর
বাংলাদেশে ওসমানপুর ইউনিয়ন, মীরসরাইয়ের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫১′৪৪″ উত্তর ৯১°২৯′৫১″ পূর্ব / ২২.৮৬২২২° উত্তর ৯১.৪৯৭৫০° পূর্ব / 22.86222; 91.49750 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলামীরসরাই উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমফিজুল হক মাস্টার
আয়তন
 • মোট২০.৩৭ বর্গকিমি (৭.৮৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৪,৬৪৫
 • জনঘনত্ব৭২০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৮.৪%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩২৫ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

ওসমানপুর ইউনিয়নের আয়তন ৫,০৩৪ একর (২০.৩৭ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ওসমানপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ১৪,৬৪৫ জন। এর মধ্যে পুরুষ ৬,৬৪৫ জন এবং মহিলা ৮,০০০ জন। মোট পরিবার ৩,০৪৬টি।[১]

অবস্থান ও সীমানা সম্পাদনা

মীরসরাই উপজেলার উত্তর-পশ্চিমাংশে ওসমানপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে ইছাখালী ইউনিয়ন, পূর্বে জোরারগঞ্জ ইউনিয়নবারৈয়ারহাট পৌরসভা, উত্তরে ধুম ইউনিয়ন এবং পশ্চিমে ফেনী নদীফেনী জেলার সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নসোনাগাজী ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

ওসমানপুর ইউনিয়ন মীরসরাই উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার জোরারগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]

  • মরগাং
  • বৃন্দাবনপুর
  • পতেয়পুর
  • ওসমানপুর
  • রোকন্দিপুর
  • সাহেবপুর
  • বাঁশখালী
  • পাতাকোট
  • আজমপুর

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ওসমানপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৫৮.৪%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[২]

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

মাধ্যমিক বিদ্যালয়[৩]
মাদ্রাসা[৪]
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[৫]
  • আল আমিন আইডিয়াল স্কুল
প্রাথমিক বিদ্যালয়
  • আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ওসমানপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পাতাকোট রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব সাহেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সাহেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হাজী কামাল পাশা ভূঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

ওসমানপুর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক জোরারগঞ্জ-ওসমানপুর সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

অর্থনীতি সম্পাদনা

মীরসরাই তথা উত্তর চট্রগ্রামের মৎস্য বিপ্লব আরম্ভ হয় ১৯৯০ সালে এই ইউনিয়ন থেকে। এই ইউনিয়নের অধিকাংশ মানুষ কোন না কোন ভাবে মৎস্য চাষের সাথে যুক্ত।

ধর্মীয় উপাসনালয় সম্পাদনা

ওসমানপুর ইউনিয়নে ১৪টি মসজিদ[৬], ৯টি ঈদগাহ[৭] ও ২টি মন্দির[৮] রয়েছে।

খাল ও নদী সম্পাদনা

ওসমানপুর ইউনিয়নের পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে ফেনী নদী বা মুহুরী নদী[৯]

হাট-বাজার সম্পাদনা

ওসমানপুর ইউনিয়নের প্রধান ২টি হাট/বাজার হল আজমপুর বাজার এবং বাঁশখালী মুহুরী প্রজেক্ট বাজার।[১০]

দর্শনীয় স্থান সম্পাদনা

ওসমানপুর ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[১১]

  • মুহুরী প্রজেক্ট স্লুইচ গেইট
  • পাতাকোট জগন্নাথ ধাম

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

  • মাইনুল ইসলাম –– বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন চেয়ারম্যান।[১২]

জনপ্রতিনিধি সম্পাদনা

  • বর্তমান চেয়ারম্যান: মফিজুল হক মাস্টার[১৩]
চেয়ারম্যানগণের তালিকা[১৪]
ক্রম নং. চেয়ারম্যানের নাম সময়কাল
০১ ছালামত উল্লাহ ১৯৭৭-১৯৭৯
০২ সুবেদার আবদুল খালেক ১৯৭৯-১৯৮১
০৩ হুমায়ুন কবির ১৯৮১-১৯৮৮
০৪ মাইনুল ইসলাম ১৯৮৮-২০০৩
০৫ মোহাম্মদ নুরুল আমিন ২০০৩-২০১১
০৬ মোহাম্মদ মোজাম্মেল হক ২০১১-২০১৬
০৭ মফিজুল হক মাস্টার ২০১৬-বর্তমান

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০২০ 
  2. "৫নং ওচমানপুর ইউনিয়ন পরিষদ - ওসমানপুর ইউনিযন - ওসমানপুর ইউনিযন"osmanpurup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 
  3. "মাধ্যমিকবিদ্যালয় - ওসমানপুর ইউনিযন - ওসমানপুর ইউনিযন"osmanpurup.chittagong.gov.bd 
  4. "মাদ্রাসা - ওসমানপুর ইউনিযন - ওসমানপুর ইউনিযন"osmanpurup.chittagong.gov.bd 
  5. "নিম্ন মাধ্যমিক বিদ্যালয় - ওসমানপুর ইউনিযন - ওসমানপুর ইউনিযন"osmanpurup.chittagong.gov.bd 
  6. "মসজিদ - ওসমানপুর ইউনিযন - ওসমানপুর ইউনিযন"osmanpurup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 
  7. "ঈদগাহ - ওসমানপুর ইউনিযন - ওসমানপুর ইউনিযন"osmanpurup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 
  8. "মন্দির - ওসমানপুর ইউনিযন - ওসমানপুর ইউনিযন"osmanpurup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 
  9. "খাল ও নদী - ওসমানপুর ইউনিযন - ওসমানপুর ইউনিযন"osmanpurup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 
  10. "হাট বাজারের তালিকা - ওসমানপুর ইউনিযন - ওসমানপুর ইউনিযন"osmanpurup.chittagong.gov.bd 
  11. "দর্শনীয়স্থান - ওসমানপুর ইউনিযন - ওসমানপুর ইউনিযন"osmanpurup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 
  12. "প্রখ্যাত ব্যক্তি - ওসমানপুর ইউনিযন - ওসমানপুর ইউনিযন"। osmanpurup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল|আর্কাইভের-ইউআরএল= এর |ইউআরএল= প্রয়োজন (সাহায্য) থেকে আর্কাইভ করা।  অজানা প্যারামিটার |*নুরুল আমিন-সাবেক উপজেলা চেয়ারম্যান,মিরসরাই উপজেলা। ইউআরএল= উপেক্ষা করা হয়েছে (সাহায্য);
  13. "মোঃ মফিজুল হক - ওসমানপুর ইউনিযন - ওসমানপুর ইউনিযন"osmanpurup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 
  14. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - ওসমানপুর ইউনিযন - ওসমানপুর ইউনিযন"osmanpurup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা