ওমর শরিফ

মিশরীয় অভিনেতা

ওমর শরিফ (মিশরীয় আরবি: عمر الشريـف, মিশরীয় আরবি: ˈʕomɑɾˤ eʃʃɪˈɾiːf) ওরফে মাইকেল দিমিত্রি শেলুব (মিশরীয় আরবি: miˈʃel dɪˈmitɾi ʃælˈhuːb; ১০ এপ্রিল ১৯৩২– ১০ জুলাই ২০১৫) একজন মিশরীয় অভিনেতা। তার বেশকিছু বিখ্যাত চলচ্চিত্রের মধ্যে রয়েছে লরেন্স অব অ্যারাবিয়া (১৯৬২), ডক্টর ঝিভাগো (১৯৬৫), ম্যাকেনাস গোল্ড (১৯৬৯) আর ফানি গার্ল (১৯৬৮)। একাডেমি পুরস্কারের জন্য তিনি একবার মনোনীত হয়েছিলেন। তিনবার তিনি গোল্ডেন গ্লোব ও একবার সেজার পুরস্কারে ভূষিত হয়েছেন।

ওমর শরিফ
عمر الشريف
২০১৫ সালে শরিফ
জন্ম
মাইকেল দিমিত্রি শেলুব

(১৯৩২-০৪-১০)১০ এপ্রিল ১৯৩২
মৃত্যু১০ জুলাই ২০১৫(2015-07-10) (বয়স ৮৩)
কায়রো, মিশর
মৃত্যুর কারণহৃদরোগ
জাতীয়তামিশরীয়
অন্যান্য নামওমর আল-শরিফ,[১][২] ওমর শেরিফ[৩]
শিক্ষাভিক্টোরিয়া কলেজ, আলেক্সান্দ্রিয়া
মাতৃশিক্ষায়তনকায়রো বিশ্ববিদ্যালায়
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৫৪–২০১৫
দাম্পত্য সঙ্গীফাতেন হামামা (১৯৫৪–১৯৭৪)
সন্তানতারেক আল-শরিফ
পুরস্কার

তথ্যসূত্র সম্পাদনা

  1. Berkvist, Robert (১০ জুলাই ২০১৫)। "Omar Sharif, 83, a Star in Lawrence of Arabia and Doctor Zhivago, Dies"The New York Times। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫ 
  2. "(Title unknown)"The Arab Review (27-30): 56। ১৯৬২। 
  3. Sadoul, Georges (১৯৭২)। Morris, Peter, সম্পাদক। Dictionary of Films। Berkeley and Los Angeles: University of California Press। পৃষ্ঠা 129। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫ – Google Books-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ সম্পাদনা