ওনসরী ঘর্তিমগর

নেপালি রাজনীতিবিদ

ওনসরী ঘর্তিমগর (নেপালি: ओनसरी घर्तिमगर, ইংরেজি: Onsari Gharti Magar) হচ্ছেন নেপালের সংসদের প্রথম নারী স্পিকার। তিনি ১৬ই অক্টোবর, ২০১৫ সালে কোনো বিরোধিতা ছাড়াই স্পিকার নির্বাচিত হন।[১][২]

ওনসরী ঘর্তিমগর
বর্ষমান পুন সাথে মাগার
জাতীয় সংসদের স্পিকার
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৬ই অক্টোবর, ২০১৫
ডেপুটিগঙ্গা প্রসাদ ইয়াদব
পূর্বসূরীসুবাস চন্দ্র নেম্বাং
ব্যক্তিগত বিবরণ
জন্মনেপাল
রাজনৈতিক দলনেপালের কমিউনিস্ট পার্টি (মাওবাদী-কেন্দ্র)
দাম্পত্য সঙ্গীবর্ষমান পুন[১]

রাজনৈতিক কর্মজীবন সম্পাদনা

তিনি নেপালের সংসদের প্রাক্তন ডেপুটি স্পিকার ছিলেন এবং ঝালানাথ খানালের মন্ত্রীপরিষদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।[১] তিনি নেপালের সংসদে রোল্পা জেলা সংসদীয় আসন-২ থেকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন।

ব্যক্তিগত জীবন সম্পাদনা

তিনি বর্ষমান পুনের সাথে বিবাহিত। বর্ষমান পুন হচ্ছেন নেপালের কমিউনিস্ট পার্টি (মাওবাদী-কেন্দ্র)-এর সাধারণ সম্পাদক।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Onsari elected First Woman Speaker"। The Kathmandu Post। ২০১৬-১০-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৬ 
  2. "World's First Woman Speaker of Parliament of Nepal"। Jagran.com। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৬