ওকা নদী

রাশিয়ার নদী

ওকা নদী (রুশ: Ока́)[১] পশ্চিম রাশিয়ার একটি নদী। নদীটি ওরেলের দক্ষিণে উৎপত্তিলাভ করে উত্তর ও উত্তর-পূর্ব দিকে ঘন জনবসতিপূর্ণ ও শিল্পায়িত অঞ্চলের মধ্য দিয়ে ১,৪৮০ কিমি প্রবাহিত হয়ে নিঝনি নভোগোরদের কাছে ভোলগা নদীর সাথে মিলিত হয়েছে। এটি ভোলগা নদীর পশ্চিম উপনদীগুলির মধ্যে প্রধান।

ওকা নদী
প্রাকৃতিক বৈশিষ্ট্য
মোহনাভোল্‌গা নদী
দৈর্ঘ্য১,৫০০ কিমি (932 mi)
ওকা নদীর উৎস

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Oka River | Volga Basin, Central Russia, Tributary | Britannica"www.britannica.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৮