এ. বি. মির্জ্জা মোঃ আজিজুল ইসলাম

বাংলাদেশী রাজনীতিবিদ

ড. এ. বি. মির্জ্জা মোঃ আজিজুল ইসলাম (জন্ম:২৩ ফেব্রুয়ারি ১৯৪১)[১] বাংলাদেশের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ[২] এবং শেয়ারবাজার বিশেষজ্ঞ। তিনি ২০০৭-০৮ সালের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের সময় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।[১][২]

এ. বি. মির্জ্জা মোঃ আজিজুল ইসলাম
ড. মির্জ্জা আজিজুল ইসলাম
বাংলাদেশের অর্থমন্ত্রী
কাজের মেয়াদ
১৪ জানুয়ারি ২০০৭ – ৬ জানুয়ারি ২০০৯
পূর্বসূরীড. সোয়েব আহমেদ
উত্তরসূরীএ. এম. এ. মুহিত
ব্যক্তিগত বিবরণ
জন্ম২৩ ফেব্রুয়ারি ১৯৪১
সুজা নগর, পাবনা, ব্রিটিশ ভারত
জাতীয়তাবাংলাদেশী
ধর্মইসলাম

প্রাথমিক জীবন সম্পাদনা

ড. এ. বি. মির্জ্জা মোঃ আজিজুল ইসলাম ১৯৪১ সালের ২৩ ফেব্রুয়ারি তারিখ তৎকালীন ব্রিটিশ ভারতের পাবনার সুজানগরে জন্মগ্রহণ করেন।[১][৩] তার পিতা মির্জা আব্দুর রশিদ।

শিক্ষা জীবন সম্পাদনা

মির্জ্জা আজিজুল ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করে যুক্তরাষ্ট্রে গমন করেন এবং সেখানকার উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতেও স্নাতকোত্তর ও বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ-ডি সম্পন্ন করেন।[১]

কর্ম জীবন সম্পাদনা

তিনি ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন;[৪] পরবর্তীতে ১৯৬৪ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে 'সিএসপি' কর্মকর্তা হিসাবে নিয়োগ লাভ করেন এবং ১৯৮২ সালে জাতিসংঘে যোগ দেন।[১] পরবর্তীতে তিনি বাংলাদেশের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা 'সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন' (এসইসি)-এর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।[১][৪] বর্তমানে তিনি ব্র্যাক ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর[১] ছাড়াও পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে ভালো ৩০টি কোম্পানি খুঁজে বের করার জন্য নিয়োগপ্রাপ্ত ১৫ সদস্যের জুরি বোর্ডের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন।[৫] তিনি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা থাকাকালীন সময় ২০০৮ সালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় প্রত্যক্ষ অবদান রাখেন।[৬]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "মতামত বিশ্লেষণ: ড. এ. বি. মির্জ্জা মোঃ আজিজুল ইসলাম"। ২৪ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৫ 
  2. জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ড. এবি মীর্জ্জা মো. আজিজুল ইসলাম।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. পাবনায় ৪ গুণী সম্বর্ধিত।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "আইনগত পরিবর্তন হলেও চরিত্রগত পরিবর্তন হয়নি: মির্জ্জা আজিজুল ইসলাম"। ১৯ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৫ 
  5. "জুরি বোর্ডের প্রথম বৈঠক; সবচেয়ে ভালো ৩০টি কোম্পানি খুঁজে বের করা হবে"। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৫ 
  6. "পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: অগ্রগতির পাঁচ বছর"। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৫